নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা সন্তানের বাবা হয়েছি ২৬ জুলাই ২০১৩ সালে। আমার রাজকন্যার কে স্বর্ণের চুড়ি দেওয়ার জন্য তার দাদা ছোট কালে বলেছিলো আমাকে । ভিবিন্ন সমস্যার ভেড়াজালে কেনা হয়নি বুকে লালন করা এক জোড়া স্বর্ণের চুড়ি । মুমতাহিনা জাহান এখন পুরোপুরি কথা বলতে জানে ,রাগ অভিমান সবেই এখন সে বুঝে। আমি প্রবাসে থাকি মেয়ে তেমন কথা বলে না আমার সাথে । বাবা বিদেশে থাকে এটি ভালো ভাবে জানে । আমি যখন কন্যার মা'কে কল দেই , তার মায়ের সাথে কথা গুলো শুনতাম । আমিও স্বপ্ন দেখতাম মেয়ে কে এক স্বর্ণের চুড়ি কিনে দিবো আল্লাহ যদি তোফিক দেয় ।
জুলাই ২০২১ আমার রাজকন্যা একটি সামাজিক অনুষ্ঠানে যাবে তার নানার বাড়ীতে ছিল । সে বাড়ীতে তার সম বয়সী খালাতো বোন বলে কিরে মুমতাহিনা তোর চুড়ি নেই? আমার নেই, তোর আছে তুই লাগা। মেয়ের মন্তব্য যখন শুনলাম চোখের কোনায় অশ্রু এসে যায় । মেয়ের মা কে বুঝতে দেইনি ।
গত দুই বৎসর ধরে আমি টাকা জমা করতে ছিলাম চুড়ি কেনার উদ্দেশ্য । সেপ্টেম্বর মাসের বেতন পেলাম , ডয়েরে জমানো পয়সা টোটাল মিলিয়ে জেদ্দা বালাদ স্বর্ণের মার্কেটে গেলাম। বুকে লালন করা মেয়ের জন্য স্বর্ণের চুড়ি দেখলাম যে গুলো পছন্দ হয় , বাজেটে মিলে না। দুই ঘন্টা ঘুরে বাসায় চলে এসেছি ।
পরের দিন আবার বের হলাম, কান্দারা স্বর্ণের মার্কেটে ঘুরে পছন্দ না হওয়ায় আবার ও বালাদে গেলাম কয়েক দোকান দেখে পছন্দ করে সাড়ে ১১ গেরাম এক ছোড়া স্বর্ণের চুড়ি কিনে নিলাম। আমার বাজেট কম হওয়ায় সাথে থাকা মাকসুদ ভাই ১ হাজার রিয়াল হাওলাত দিয়েছিলো ।
পরের দিনেই আমার ভায়রা ভাইয়ের কাছে দিয়ে দিলাম । কয়েকদিন পরে মেয়ে হাতে পেয়ে যায়। কিন্তু অনেক বড় । তবুও আমারা রাজকন্যা অনেক খুশী। কারণ এখন তার স্বর্ণের চুড়ি আছে।
একটি মেয়ে সন্তান জন্ম নেয়ার পর, কন্যা সন্তানটি তার বাবার আদরের এক মাত্র পরী হয়ে থাকে। একজন কন্যা সন্তান সব থেকে বেশি আদর, স্নেহ, ভালোবাসা তার বাবার থেকেই পেয়ে থাকে। একদিন অন্যের ঘরে চলে যায় বাবার আদরের মেয়েটি।
১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০৭
মোবারক বলেছেন: আসসালামু আলাইকুম ভাইয়া। ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার রাজকন্যা জন্য। দীর্ঘ ৭ বছর পর চুড়ি কিনেছি। আলহামদুলিল্লাহ
মাঝেমধ্যে মিস হয়ে যায়। চেষ্টা করবো সকল উওর দিতে।
২| ১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১২
নেওয়াজ আলি বলেছেন: আপনার মেয়ের বয়সী আমার ছোট মেয়ে। আল্লাহ সকল মেয়েকে সহী সালাত রাখুক। মন টা খারাপ হয়ে গেলো। স্যালুট প্রিয় প্রবাসী ।
সব অতীত ঘুমিয়ে যাবে মেয়ে যখন শিক্ষিত হবে। বিষাদময় অতীত দুরে যাবে মেয়ে যখন শক্ত হবে।
১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১৭
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো লাগার মতো মন্তব্য করার জন্য। ভালো থাকবেন। দোয়া চাই।
৩| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: আপনার স্বপ্নপূরণের এ আনন্দে আমিও আনন্দিত বোধ করছি। আপনার মেয়ের জন্য আন্তরিক দোয়া রইলো, এবং আপনার জন্য শুভকামনা।
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮
মোবারক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
৪| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০২
বিটপি বলেছেন: নিচের এই ছবিটি দেখে আপনার মনের অনুভূতি কেমন হয়েছিল?
ওর জন্য আমার একটা বার্তা আছে, সম্ভব হলে পৌঁছে দেবেনঃ "মামনি, খালাতো বোনের কাছে তোমার কিছুটা সম্মানহানি হয়েছিল বলে তোমার বাবা তার রক্ত ক্ষয় করা সঞ্চয় ভাঙিয়ে তোমায় সম্মান এনে দিল। মা আমার, তুমি কখনও তোমার বাবার সম্মান হানি করতে দিওনা! তোমার কারণে বাবার মুখ যেন হাসিতে উজ্জ্বল থাকে - সেই চেষ্টা কর আম্মু!"
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯
মোবারক বলেছেন: ধন্যবাদ , আপনার কথা শেয়ার করার জন্য । দোয়া করবেন ।
৫| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪
নতুন নকিব বলেছেন:
কষ্ট করে হলেও মা মনিটার স্বপ্ন পূরণ করতে পেরেছেন দেখে ভালো লাগলো। আপনার সাথে আমরাও আনন্দিত। মুমতাহিনার জন্য অনেক অনেক দোআ আমাদের পক্ষ হতে।
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৬| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি বিদেশে, বাচ্ছার পড়ালেখার তদারকি কে করবে?
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫২
মোবারক বলেছেন: মায়ের আদরে বড় হচ্ছে , মেয়ের মা খেয়াল রাখছে । তদারকি বিষয়টি মেয়ের মা।
৭| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি প্রবাসে খুব খারাপ অবস্থায় আছেন দেখছি। টাকা পয়সা কামানোর সুযোগ না থাকলে দেশে চলে আসুন।
মেয়েটা বড় হচ্ছে,বড় হয়ে তার শৈশব স্মৃতিতে সে আপনাকে পাবেনা।
দেশে যাই করুন অন্তত বউ বাচ্ছা কাছে পাবেন। দিন শেষে মেয়ের জন্য পকেটে করে একটা চকলেট নিয়ে যান, দেখুন সে কি রকম আনন্দিত হয়।।।
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
মোবারক বলেছেন: দেশে গিয়ে কিছু করে বরণ পোষণ দেওয়ার ব্যবস্থা দেখি না বিদায় পড়ে আছি ভাইয়া ।
৮| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২
জ্যাকেল বলেছেন: আপনার সন্তানের প্রতি দরদ দেখে মনটা ভরে গেল। স্বর্ণের চুড়ি দিয়ে তার মন আলোকিত করেছেন, তবে বড় হওয়ার সাথে তাকে এই শিক্ষাও দিয়ে রাখবেন যাতে যেকোন অবস্থায় নিজেকে সামলে নিতে পারে। মানুষের জীবনে আলো ছায়ার মত, এই রোদ, এই মেঘ।
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ,
৯| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা। আপনাকে সেলুট।
ভালো থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫
মোবারক বলেছেন: োয়া করবেন ।
১০| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: আমার কন্যা আছে। আপনার অনুভূতি আমি অনুভব করতে পেরেছি।
কন্যার জন্য শুভ কামনা রইলো।
এখন মেয়ের লেখাপড়ার দিকে খুব বেশি নজর দিবেন। এবং কম্পিউটারে মেয়েকে দক্ষ বানান। এখন আপনার মেয়ের যে বয়স তাকে এনিমেশন টা শিখিয়ে ফেলুন।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
মোবারক বলেছেন: পরামর্শ গুলোর জন্য ধন্যবাদ ভাইয়া । ভালোবাসা থাকলো আপনার রাজক্যনাদের জন্য ।
১১| ১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: খুবই ভালো লাগলো মেয়ের স্বপ্নপূরণ হওয়া দেখে।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১২| ১৩ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার স্বপ্ন পূরণ হয়েছে জেনে ভালো লাগলো। আপনার এবং আপনার মেয়ের জন্য শুভকামনা।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
মোবারক বলেছেন: োয়া চাই ।
১৩| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৪
নান্দনিক নন্দিনী বলেছেন: মুমতাহিনা জাহান। কন্যার নামটা সুন্দর।
অভিনন্দন মোবারক ভাই। বাকি স্বপ্নগুলো পূরণের জন্য, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।
আমিন।
১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩
মোবারক বলেছেন: আমীন। ধন্যবাদ আপা।
১৪| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪০
সোহানী বলেছেন: ও মাই গড, এতো ফুলপরী!! অনেক অনেক ভালোবাসা মুমতাহিনা জাহানের জন্য।
আপনার লিখাটা পড়ে মন ছুয়ে গেল। আহা বাবা কন্যার ভালোবাসা। আমরা চারবোন, বাবার ভালোবাসায় বড় হয়েছি। আমার ও একটি মেয়ে আছে। তাই বুঝতে পারি কন্যার জন্য ভালোলাগার কিছু দিতে পারলে কেমন ভালো লাগে।
১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭
মোবারক বলেছেন: দীর্ঘ ৭ বছর লেগেছে, মেয়ের স্বপ্ন পূরণ করতে। তাও মেয়ের মন্তব্য শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারেনি।আমার কন্যার আমার কাছে যা চায় না করতে পারি না। দোয়া করবেন। ইনশাআল্লাহ, খুভ শীঘ্রই কষ্ট হলেও ভিজিটে নিয়ে আসবো। মেয়ে কে নিয়ে ঘুরবো।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি অনেক বিশাল মনের অধিকারী - কন্যার আবদার পূরণ করতে দ্বিধা করেন নি।
আপনার আদরের কন্যা সর্বোচ্চ শিক্ষায় দীক্ষিত হয়ে অনেক বড়ো পদে আসীন হোক এবং বাবা-মার মুখোজ্জ্বল করুক এই কামনা করি।
আপনি পোস্টের কমেন্টের উত্তর দেন না কেন ?