নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসে তুমি ইলিশ মাছ খাওনি
অনলাইনে পেমেন্ট করে
ইলিশ পাঠাও বাসায় ।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসী তুমি কখনো ঈদের
রাতে যাওনি নিজের জন্য
পাঞ্জাবী কিনতে কারণ
তোমার উপর অনেক
দায়িত্ব পড়ে গেছে ।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসী তুমি অসুস্থ হলে
যাওনা ডাক্তারের কাছে
যতক্ষণ না বিছানা থেকে,
উঠতে কষ্ট হয় ।
প্রবাসী তোমার জয় হোক
প্রবাসী তুমি টাকা বাঁচাতে
উঠেছো লোকাল বাসে
সড়ক দুর্ঘটনায় যায়
তোমার প্রাণ ।
প্রবাসী তোমার জয় হোক
বি:দ্র: এই লেখা সব প্রবাসীর জন্য নয়। অনেক প্রবাসী ভালো অবস্থানে আছে। তাঁরা ইলিশ মাছ কিনে খেতে পারে । আমার দেখা জানাশোনা কিছু প্রবাসীদের চিত্র । নিচের যে ফুল গাছটি দেখছেন, এটাতে ফুল ফুটাতে কাজ করতে হয়েছে ফলোআপ করা হয়েছে তাঁর পরেই ফুল এসেছে , দেখতে সুন্দর লাগছে । ঠিক একইভাবে তুমি প্রবাসী তোমার প্রতি যত্ন নাও। তুমি সুস্থ থাকলে ফুলের মতো ফুটে উঠবে । প্রবাসী তোমার জয় হবেই । এই মাসে আছির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত প্রবাসীদের আত্মার মাগফেরাত কামনা করছি ।
১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭
মোবারক বলেছেন: ধন্যবাদ, আপা।
২| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭
মোবারক বলেছেন: প্রিয় লেখক
৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৩
রিফাত হোসেন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:২৩
মোবারক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রবাসিরা ভালো থাকুক
দোয়া করি