নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখাউজ টাইপের

কাজের কথা

কি আর বলব, কথার কথাই এখন আসল কথা

কাজের কথা › বিস্তারিত পোস্টঃ

লাজা--কাল-- ফাসি চাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

গতকাল রাত্রে মোহাম্মদপুর চান হাউজিং এর কাছাকাছি যেতেই বেশ কিছু লোকের জটলা এবং উজ্জল আলোর ঝলকানি দেখতে পেলাম। আমার ঘাড়ে আমার দুই বছরের ছেলে তাহীম। প্রথমে একটু ভয় ভয় লাগলেও প্রানের টানটা একটু বেশী ছিল বলেই উপেক্ষা করতে পারলাম না। এক পা দু্ই পা করে এগিয়ে যেতেই আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। দেখলাম চান হাউজিং ১নং গেইট টা বন্ধ করে দিয়ে তার উপর "কাদের মোল্লার" প্রতিকি পুত্তলিকা এবং তার নিচে কয়েকশত মোমবাতি এবং দিয়া বাতি জ্বালানো। সবার মাঝখানে আমাদের পতাকা তার চারপাশ দিয়ে ফুলের পাপড়ি সাজানো। মাইকে আমােদর ঐতিহ্যবাহী গানগুলী বাজছে এবং ছোট ছোট ছেলে মেয়েরা নাচানাচি করছে। তাদের চারপাশ ঘিরে বড়রা দাড়িয়ে আছে।



মহুর্তেই ভুলে গেলাম আমি চান হাউজিং এ আছি নাকি শাহবাগ? ততক্ষনে আমার আশপাশের শ্লোগান মুখস্ত করে বলা শুরু করেছে" লাজা--কাল-- ফাসি চাই " " লাজা--কাল-- ফাসি চাই " "লাজা--কাল-- ফাসি চাই "।



ওকে নামিয়ে দিয়ে ছবি তুলেছি বেশ কিছু্ রাত্রের কারনে সুন্দর না হলেও ভালই বোঝা যাচ্ছে।



























মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

আবুল০০৭ বলেছেন: সত্যি কথা বলতে-- অনেক নিশ্চিন্ত বোধ করছি। এরাই আমদের ভবিষ্যত প্রজন্ম।আগামি কয়েক যুগ এরাই আমদের স্বাধীনতা পাহারা দেবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

কাজের কথা বলেছেন: দোয়া করবেন ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

জলঝিরি বলেছেন: ছোট্ট তাহীমের জন্য অনেক দোয়া ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

কাজের কথা বলেছেন: ধন্যবাদ। গতকাল রাত্রে সে তার মায়ের কাছ থেকে "তুই রাজাকার কথা রপ্ত করেছে"।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

জলঝিরি বলেছেন: বাহ ! জীবনের শুরুটাই যদি এভাবে হয় তবে এ ছেলের দেশের মাথা হয়ে দাঁড়ানো তো সময়ের ব্যাপার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.