![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো। গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায়
না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো। কিন্তু
কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো।
কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যে ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে।
এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে।
Moral: জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা।প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর তো ইতিবাচক হয়ে থাকেন। যেকোন সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
কাজের কথা বলেছেন: ধন্যবাদ। আপনার এ্যাভাটারে স্যারের ছবিটা খুবই চমৎকার। আবারও ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
অতিক্ষুদ্র বলেছেন: খুবই ভাল লাগলো।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
কাজের কথা বলেছেন: আমারও খুব ভাল লেগেছিল, তাই আমার ব্লগে জমা রাখলাম। ছোট ভাইদের নসিহত দেওয়ার ফতুয়া হিসাবে ঝাড়া যাবে।
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
শ্রীঘর বলেছেন: অতিব শিক্ষণীয় পোষ্ট। প্রিয়তে রেখে দিলাম।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
কাজের কথা বলেছেন: আমিও, ধন্যবাদ।
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
ল্যাটিচুড বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম ....
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
কাজের কথা বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
মুহম্মদ ইফতেখার হোসেন বলেছেন: আমরা এ ধরণের শিক্ষা ভুলে যাচ্ছি। আর শিখছি কেমন করে কার পেছনে কাকে লাগানো যায়। কতভাবে নিজেদের মধ্যে বিভব্তি তৈরি করা যায়।
আসুন মুক্তবুদ্ধির চর্চ্চা বাড়াই-"পজিটিভ থিংকিং" এর চচ্র্চা বাড়াই। লেখককে ধন্যবাদ।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
কাজের কথা বলেছেন: ১০০% সহমত। আপনাকেও ধন্যবাদ
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০
পেন্সিল চোর বলেছেন: +++++++++++
আসলেই অনেক শেখার আছে।
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
হতাশ নািবক বলেছেন: খুবই ভাল লাগল অনেক ++++++++++++++
৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
এম এম কামাল ৭৭ বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
মুক্তকণ্ঠ বলেছেন: