নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখাউজ টাইপের

কাজের কথা

কি আর বলব, কথার কথাই এখন আসল কথা

কাজের কথা › বিস্তারিত পোস্টঃ

কি এই লাল টেলিফোন?

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

প্রধানমন্ত্রী লাল টেলিফোনে বিরোধীদলীয় নেত্রীকে পান নাই, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের অপেক্ষায় পুরো জাতি ইত্যাদি খবরে গতকাল গোটা দেশ সরব। এটা কি কোন বিশেষ টেলিফোন, যেখানে কোন ট্যাপ হয়না বা বিল উঠে না, বা শুধু সরকারী উচ্চপর্যায়ের লোকই ফোন করতে পারে?



চিন্তায় তো ঘুম হারাম হইয়া গেল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
রেড টেলিফোন" একটা হট লাইন।
আতিব জরুরি ফোন। রেড টেলিফোনের যে কোন ক্রুটি সমাধানের জন্য সরকারের টেলিফোন সংস্থা BTCL এর একটি বিভাগ রয়েছে যারা ২৪ ঘন্টাই রেডি থাকে। রেড টেলিফোনের একচেঞ্জে কোন ক্রুটি ছিল বলে মনে হয় না, কারন রিং হচ্ছিল। এর মানে সেটটিতেই ত্রুটি ছিল। সাধারনত ল্যান্ডফোনে সেটের কেবল খুলে রাখলেও অপর প্রান্তে রিং হচ্ছে বলে টোন পাওয়া যায়।
যাই হোক গতকালই সবাই জানে রেড ফোনে কল করা হবে। এরপরও বিরোধী নেত্রী ও তার অকর্মন্য দায়িত্ত্বজ্ঞানহীন স্ট্যাফরা ফোন সেটটি চেক করার প্রয়োজন মনে করে নি।

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১

কাজের কথা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

রাহুল বলেছেন: যেখানে রেড টেলিফোন থাকে সেখানে একাধিক সংযোগ থাকে যেন কোন কারণে একটি সংযোগ বিকল হলেও বিকল্প সংযোগ দিয়ে তা চালু রাখা যায়। "রেড টেলিফোন" একটা হট লাইন এখানে ফোন এনগেইজ হবারও কোন সুযোগ নেই। একটি ফোনের মাঝেই আরেকটি কল মোবাইল ফোনের মত এখানে অপেক্ষমান থাকে। রেড টেলিফোনের যে কোন ক্রুটি সমাধানের জন্য সরকারের টেলিফোন সংস্থার একটি বিভাগ রয়েছে যারা ২৪/৭ ডিউটি করে। এত কথা কেন বলছি? বেগম জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ওনার রেড ফোন নাকি বিকল ছিলো!

মিডিয়াতে এই ধরনের সংবাদ প্রচারের সাথে সাথে বিটিসিএলের গুলশান জোনের টিম পাঠানো হয় বিষয়টি দেখার জন্য। তারা বিকল্প লাইন সহ পুরো সংযোগ খালেদা জিয়ার রেড টেলিফোন পর্যন্ত সচল পায়। এসময় তাদের কাছে খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়, রেড টেলিফোনে নয় কারও দরকার পড়লে অন্য লাইনে যেন যোগাযোগ করা হয়।

এ প্রসঙ্গে বিটিসিএলের গুলশান জোনের বিভাগীয় প্রকৌশলী জানান -" উনার টেলিফোন ঠিক আছে। তবুও হাসান কামরুল নামক টেকনিশিয়ান পাঠানো হলেও তাঁকে ফিরিয়ে দেয়া হয়েছে।"

কয়েকদিন ধরে নানা মাধ্যমে বলা হচ্ছিল প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে ফোন করবেন এমন কি গত পরশুর ১৮ দলের সমাবেশের আগেও। এতে স্পষ্ট বুঝা যায় খালেদা জিয়া সংলাপ চান না, সুতরাং রেড টেলিফোনে কে ফোন করতে পারেন তা নিশ্চয়ই তাদের জানা ছিলোরেড টেলিফোনে কে ফোন করতে পারেন তা নিশ্চয়ই তাদের জানা আছে।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী , মন্ত্রী পরিষদ সাধারনত লাল ফোন ব্যাবহার করেন । এটি বিশেষায়িত ফোন এবং এটা ট্যাঁপ করা যায়না । কখনো শুনিনি বিরোধী নেত্রি/নেতা এই ফোন সুবিধা পেয়ে থাকেন !!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

শফিক আলম বলেছেন: রাষ্ট্রের হট লাইন বা রেড ফোন বিকল থাকবে এটা হতেই পারে না। রাহুল যথার্থ বলেছেন। বাহানা তৈরী করে বিরোধিদলীয় নেত্রী খামোখাই জল ঘোলা করছেন। তিনি সংলাপে যাবেন না সেটা আমরা ৮০% ধরে নিতে পারি। বাকি আল্লাহ্‌ ভরসা। ৩ দিনের হরতালের ভিতর ধ্বংসযজ্ঞ চালিয়ে, কিছু জীবনহানির বিনিময়ে পরিস্থিতি ঘোলা করে তারপর অন্য বাহানা তৈরি করা হবে। আমরা নিকট অতীতে এইসবই দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.