![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাত সাড়ে সাতটার দিকে একদল লোক র্যাব পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে রফিকুলকে তাঁর শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে তুলে নিয়ে যায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ বলেন, মৃতের মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় মাফলার প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া লাশের হাতকড়ার গায়ে ‘পুলিশ’ শব্দটি খোদাই করা আছে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
Hanif বলেছেন: এবার বুঝুন যুদ্ধাপরাধীর বিচার চোদাইয়া দেশটারে কোথায় নিয়াগেছেন।।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: খুন, ধর্ষন,সীমান্তে হত্যা এগুলা এখন আর কোন নিউজ না.......দৈনন্দিন রুটিন মেনে এগুলা করা হচ্ছে.....।
আমার প্রশ্ন সরকার, প্রশাসন কার ালটা ছিড়তেছে বসে বসে ?
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
মমিন মজুমদার বলেছেন: মৃত্যুপুরীর কথা বলনেনা । এটা বললে শেথ হাসিনা নোভেল পায়তে কষ্ট হবে।বলেন পুরো দেশে আজ শান্তি আর শান্তি । তবে মানুষ মরে আরকি।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
ঢাকাবাসী বলেছেন: দেশে বাকশালি ষ্টাইলে রক্ষীবাহিনী স্টাইলে আওয়ামী বাহিনীর দ্বারা খুন গুম শুরু হয়া গেছে, বাচার উপায় নাই।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
মেহেদী_বিএনসিসি বলেছেন: এটাই হাসিনা-খালেদার গনতন্ত্র....যার জন্য নুর হোসেনরা মারা গিয়েছিল..........
নিশ্চয়ই ডঃ মিলন বা নুর হোসেনরা নিজেদের বোকামীর জন্য নিজেদেরই চুল ছিড়ছে। আর আমরা বাঙ্গালীরা আর কিছুদিন পরেই এই গনতন্ত্রের স্বাধ নেওয়ার জন্য ভোট দিতে দৌড়াবো.......। তার পরে হয়তো এই লাশের শিরোনামে থাকবে আওয়ামী কোন নেতার নাম.....আমাদের গনতন্ত্র ওই ৩৫-৪০ বছর ধরে আজীবনের জন্য নির্বাচিত ওই দুই নেত্রীর আচঁলের তলায় মুখ লুকাবে
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
ধীবর বলেছেন: পরবর্তি সরকার যদি এর বিচার না করে, তাহলে ধরে নেবো তারাও একই গোয়ালের গরু।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন:
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ভিটামিন এ বলেছেন: কি শুরু হল দেশটায়? সকালবেলা ঘর থেকে বের হলে সন্ধ্যায় জান নিয়ে ফেরার নিশ্চয়তা নেই। দেশের বাইরেই চলে যাব ভাবছি।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
মদন বলেছেন: কিছুতেই শান্তি হচ্ছে না
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: রেব-পুলিশ তো এত বড় বোকামি করার কথা না ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
শয়ন কুমার বলেছেন: লীগ বিম্পি দুদলেই খারাপ । এই তো সেদিন বিম্পির আমলে অপারেশন ক্লিন হাট নাম দিয়া অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করেছে । এখন আবার আওয়ামী লীগ একই কাম করতাছে । তবে লীগ কিংবা বিম্পির আমলে মারা পড়া এদের শতকরা আশি ভাগেই বিরোধীদলের সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের নেতা ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মদন বলেছেন: এবং এই করতে গিয়ে সাধারন লোকজনও ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছুদিন আগের পরাগ অপহরন অথবা সাগর-মুন্নী অথবা বিকাশ।
কার কথা বলবেন আর কার কথা বাদ দিবেন। মোটের উপর কথা হচ্ছে দেশে আইনের শাসন বলে কিছু নেই।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
শহীদুল্লাহ খান বলেছেন: এটা র্যাব বা পুলিশের কাজ না। তারা করলে প্রথমেই প্রমাণ বলতে যা বুঝায় সব কিছুই নস্ট করে ফেলত। মৃত্যু নিশ্চিত হলে হাতকড়াটিও খুলে নিয়ে যেত। প্রশাসনে কয়েক বছর চাকুরীর সুবাদের তাদের গতি-বিধি পুরোটাই বুঝি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
মদন বলেছেন: ঘটনা যেই ঘটাক, একটা জীবন ঝরে গেলো। সন্ত্রাসী আর পুলিশী খুনে দেশে যে টেকাই দায়
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
হাম্বা বলেছেন: কিছু বলতেও ভয় লাগে
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
মদন বলেছেন: তবুও বলতে তো হবেই... না হলে একদিন হয়তো আমি বা আমার কাউকেও এভাবে পাওয়া যেতে পারে।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
আশফাক সুমন বলেছেন: কিভাবে কত সহজেই একজন মানুষকে মেরা ফেলা যায় এই দেশে! একটা সুখী পরিবারকে ভেঙ্গে তছনছ করে দেয়া যায় ! এক টা শিশুকে বাবার আদর থেকে বঞ্চিত করা যায় !
আফসোস আমার এই জন্মভূমির জন্য যেখানে বিলম্বিত বিচার কিম্বা বিচারের বাণী নিভৃতে কাদতে কাদতে হারিয়ে যাওয়া এখন খুব স্বাভাবিক ঘটনা!
আল্লাহ কি আমাদের মাফ করবেন!!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
মদন বলেছেন: সুত্র: Click This Link