![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া তরুণ একই শিশুকে গতকাল রোববার ধর্ষণ ও হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রইচ শেখ নামের ওই তরুণকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল রোববার সকালে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে। মেয়েটি (৫) স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে রইচ শেখ (১৮) তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এর আগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রইচ শেখকে গত বছরের ১৫ জুন গ্রেপ্তার করা হয়। ওই দিনই শিশুর বাবা আফজাল মৃধা বাদী হয়ে রইচের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। ওই মামলা বিচারাধীন অবস্থায় তিনি হাজতবাস করেন। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি জামিন পান।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রইচ শেখ মেয়েটিকে হত্যার কথা স্বীকার করেন।
Click This Link
হায়রে মানুষ, এরথেকে পশুও অনেক ভালো।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
শার্লক বলেছেন: রাস্তায় নেমে ভাংচুর করলে সরকারের টনক নড়বে এর আগে না। কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ধর্ষনকারীর।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মদন বলেছেন: আইন নিজের হাতে তুলে নেবার সময় কি এসে গেছে নাকি আরো কিছুদিন ধৈর্য্য ধরতে হবে????
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
আশফাক সুমন বলেছেন: "হায়রে মানুষ, এরথেকে পশুও অনেক ভালো। "- ঠিক বলছেন ভাই।
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
মদন বলেছেন:
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
তারান্নুম বলেছেন: আশফাক সুমন বলেছেন: "হায়রে মানুষ, এরথেকে পশুও অনেক ভালো। "- ঠিক বলছেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।