নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার কাছে শাহবাগের প্রয়োজনীয়তা ফুরিয়েছে??

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

আমরা চাই গরম খবর, খবর ঠান্ডা থাকলেও সেটি উনুনে গরম করে মিডিয়া প্রকাশ করে।

হরতাল শান্তভাবে হলে মিডিয়া বলে নিরুত্তাপ হরতাল, ভাংচুর হলে তারা খুশি, ক্যামেরা নিয়ে ছুটোছুটি, নিউজ প্রেজেন্টার বলতে থাকেন- হ্যালো অমুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?

আমরা গোগ্রাসে গিলি-দেখি।



সাগর-রুনি, বিশ্বজিত, শাহবাগ---



বর্তমানে সংবাদের খরা যাচ্ছে মিডিয়ার কাছে। যখন গরম ছিলো ২৪ ঘন্টা শাহবাগে মিডিয়া ছিলো, এখন শাহবাগ নিয়ে আর আগ্রহ নাই। কিছু ছেলে অনশন করে মরে যাচ্ছে সেটির নিউজ দয়া করে ৫-৬ লাইনের বেশি হয় না।



ছবি এডিটিং এর মাধ্যমে সংবাদ বিকৃতি, হুজুগে সংবাদ দিয়ে শিরোনাম করা, বিজ্ঞাপন সংগ্রহে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেগেটিভ রিপোর্টিং, কি করে না এরা?



হলুদ সাংবাদিকতার নির্লজ উদাহরন হয়ে আছে ইরাক-আমেরিকা যুদ্ধের সময় এমবেডেড সাংবাদিকতা। আর আমাদের দেশে ১০০% মিডিয়া কোনো দল, প্রুপ বা কর্পোরেট এর লাঠিয়াল হয়ে কাজ করে। প্রয়োজনে তারা সংবাদ তৈরী করে, প্রয়োজনে বিকৃতি ঘটায়, প্রয়োজনে বানায়।



হরতালে বাস পোড়ার সংবাদ আমরা আগ্রহ নিয়ে দেখি, কিন্তু একজন দেশীয় বিজ্ঞানীর সফলতার গল্প এড়িয়ে যাই।



দলের গোলামী করতে গিয়ে আমরা বিবেক কে বন্ধক রেখেছি। পুলিশ-সরকার দলীয় কেউ মারা গেলে বিএনপি-জামায়াতের লোক খুশি হয়, জামায়াত-বিএনপির কেউ মারা গেলে আওয়ামীলীগ হাসে।



পুরো দেশ জুড়েই আমাদের এতো মানসিক বৈকল্যতা কেনো?

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

রূপসা ০০৭ বলেছেন: মিডিয়া টাডের কাজ করসে

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

মদন বলেছেন: কি কাজ?

২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

princejohn বলেছেন: আপনার সাথে একমত।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

মোঃ আবদুর রহিম বলেছেন: vaijan haca kotha koichen!

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মদন বলেছেন: ধন্যবাদ ভাইজান

৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

আহমেদ রিজভী বলেছেন: জনগণের সমর্থন পাওয়ার জন্যে প্রয়োজন ছিল জনগণের শত্রুর। হিটলার এতই চালাক ছিলেন যে, তিনি জনগণের একাংশকেই শত্রু দাবি করে বসলেন । আজ বাংলাদেশে তাই হচ্ছে । এক পক্ষ অপর পক্ষকে শত্রু জ্ঞান করছে ও জনগনের মাঝে বিবাদ বিদ্ধেষকে উস্কে দিচ্ছে এখানে মিডিয়া যথাযথ ভূমিকা পালন না করে দেশী বিদেশী চক্রের দালালীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

মদন বলেছেন: মিডিয়া কি হিংসা কমানোর পরিবর্তে, উস্কে দিচ্ছে না?

৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

বিডি আমিনুর বলেছেন: দারুন বলছেন

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

ভ্রমন কারী বলেছেন: ++++++++++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

তোমোদাচি বলেছেন: আমাদের সমাজের মানবিক দৈনতার চমৎকার একটা বিস্লেষন করেছেন।

আমাদের প্রথিমসারীর মিডিয়াগুলো যে কতটা নগ্ন মিথ্যাচার করতে পারে সেটা প্রমান হয়েছে এবারের সংকটে।

আসলে বড়ই অভাগা জাতী আমরা, আমাদের শেষ ভরসার স্থল গুলো একে একে সব ধংস হয়ে যাচ্ছে।

পুলিশ-প্রশাসনের উপর তো আস্থা উঠেছে সেই কবে, ২/৩ বছর ধরে বিচার বিভাগের প্রতি আস্থা উঠে গেছে আর সম্প্রতি আস্থা উঠে গেল মিডয়ার উপর থেকে!!

একটি ব্যারথ রাষ্ট্র হতে আর কি কি বাকি থাকে??

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মদন বলেছেন: পুলিশ ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গুলি করে পঙ্গু করে দিচ্ছে, ক্ষেত্র বিশেষে খুন করছে।
মিডিয়ার মিথ্যাচার শয়তানকেও ছাড়িয়ে গেছে।
দলীয় লেজুড়বৃত্তি মুর্খ লোকদের থেকেও আধুনিক তরুন সমাজে বেশি।
বিবেক নয়, আবেগে চলার লোক মনে হচ্ছে দিন দিন বাড়ছে।
মতের মিল না হলে গুনিজনকেও তুই-তোকারী সহ নোংরাভাবে আক্রমন।
পরমতে ১০০% অসহিষ্ঞু।

রাষ্ট্র ব্যর্থ কি স্বার্থক পরের কথা, আগামি প্রজন্মের জন্য যে আমরা একটি অন্ধকার সময় রেখে যাচ্ছি এতে বিন্দুমাত্র সন্দেহ নাই।

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

তাসমিয়া ফয়েজ বলেছেন: ভাই আমি আপনার লেখাটি আমার ফ্ইসবুকে শেয়ার করলাম। অসাধারণ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

কানিজ বলেছেন: পুরো দেশ জুড়েই আমাদের এতো মানসিক বৈকল্যতা কেনো?
প্রশ্নটা আপনার মত আমারও.........
উত্তরণের পথ জানতে চাই........
লিখেছেন অসাধারন.......

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

মদন বলেছেন: উত্তরণের পথ আমিও খুজছি :(

১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক ভা্লো লিখেছেন। পুরুপুরি সহমত।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

মদন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

হাসানঢাকাবাংলা বলেছেন: বেশ ভালো লিখেছেন। আমরা যারা ভালো এবং উন্নৎ সভ্যতার চিন্তা করি মাঝে মাঝে খুব মন খারাপ করি যে কেন একটি উন্নৎ সভ্যতার অংশ হলাম না। তবে কি এটি একটি ধৈযের্ পরীক্ষা

১২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইনফা_অল বলেছেন: সমাধান কি?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

মদন বলেছেন: এতো বুদ্ধি থাকলে কি আর ব্লগ লিখতাম?????

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

নস্টালজিক বলেছেন: মিডিয়া একদম টিডিয়া হয়ে গেছে ইদানিং!


অদ্ভুত দৈন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.