নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

লাগাতার হরতাল চাই

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

আগে ভেজাল লাগতো হরতালের দিন। এখন দেখি গাড়ী ভাংচুর থেকে শুরু করে জালাওপোড়াও শুরু হয় হরতালের আগের দিন থেকে। অর্থাত এমনিতেই অতিরিক্ত ১দিন যোগ হয়ে যায় হরতালের সাথে।



আমরা বাংলাদেশীরা অসীম ধৈর্যের মানুষ। আমাদের চড় মারেন, কিল মারেন, মারেন কাটেন কোনো কিছুতেই আমাদের আপত্তি নাই, রা নাই, প্রতিবাদ নাই।



আপনারা যারা হরতাল দিচ্ছেন তারা দিনে দিনে আলাদা করে হরতাল দেবার দরকার নাই। লাগাতার হরতাল দেন। ৭১ আমরা যেমন যুদ্ধের মধ্যেই বেচে ছিলাম, তার মধ্যেই বাজার করেছি, খেয়েছি, বিয়ে করেছি, বাচ্চা পয়দা করেছি। কোনো কিছুই থেমে ছিলো না। এখনও থামবে না। অতবা বাকশাল আমাদের মেরেছে, কেটেছে, রাতে লুটপাটের ভয়ে, গুমের ভয়ে আগে যেমন চুপ ছিলাম, নীরব ছিলাম। । ।এখনও থাকবো।



আপনাদের কারোরই ভদ্রতার মুখোশ পরার দরকার নেই। আসল রূপে বের হয়ে আসুন। আমরা মেনে নেবো। মুখোশের আড়ালে আপনাদের আসল রূপ আমরা চিনি। কষ্ট করে মুখোশ পরার দরকার নেই। আপনাদের কষ্ট আমাদের ব্যথিত করে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

ডক্টর স্ট্রেঞ্জলাভ বলেছেন: মুখোশের আর কি বাকি আছে ? সবাইতো দেশটাকে ব্যবহার করছে ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

মদন বলেছেন: এইযে বিএনপি-জামায়াত ১দিন ২দিন করে হরতাল দিচ্ছে অথবা আওয়ামীলীগ ১জন/২জন করে নেতা ধরছে, আবার গুমের সংখ্যাও কম। হত্যাও তেমন বেশি না।

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

মদন বলেছেন: হরতালে হরতালে অস্থির হয়ে গেলাম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.