নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

গেট আঊট, জাস্ট গেট আঊট

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২



ফার্স্ট ইয়ারে আমার রুমমেট ছিলেন আসলাম ভাই। অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, কিন্তু রগচটা। বিসিএসএর ভাইভা দিতে গেলেন তিনি।



ভাইভা বোর্ডে ঢুকতেই, তাকে বিব্রত করার জন্য প্রশ্ন করা হল, " আপনার চুল বাঁকা কেন?"



আসলাম ভাইয়ের জবাব, " জেল দিছি তো তাই!"



সাথে সাথে ভাইভা বোর্ডে অট্টহাসি। " চুল বাঁকা হওয়ার বায়োলজিক্যাল কারন জিজ্ঞেস করছি"



আসলাম ভাই জবাব দিতে পারলেন না। মনে মনে উত্তেজিত হয়ে পড়লেন।



প্রশ্নকর্তা আবার জিজ্ঞেস করলেন, " আপনাকে কোন বিষয়ের উপর প্রশ্ন করবো?"

আসলাম ভাই জবাব দিলেন," আপনি যে বিষয় ভালো পারেন, সে বিষয়ের উপর প্রশ্ন করুন।"



এবার প্রশ্নকর্তারা উত্তেজিত হয়ে পড়লেন। একের পর এক প্রশ্ন করছেন। আর আসলাম ভাই জবাব দিচ্ছেন।



সবশেষে একজন প্রশ্নকর্তা বললেন, " আপনাকে ২টা ইংরেজী ওয়ার্ডের অর্থ জিজ্ঞেস করব। জবাব দিতে পারলে, আপনি উত্তীর্ণ হয়ে যাবেন।"



এইবার ডিকশনারি দেখে প্রশ্ন শুরু করলেন প্রশ্নকর্তা। " অমুক ওয়ার্ডের অর্থ বলুন"

আসলাম ভাই চুপ। ডিকশনারির কয়েক পাতা উল্টিয়ে আরেকটা ওয়ার্ডের অর্থ জানতে চাইলেন প্রশ্নকর্তা। এবারও আসলাম ভাই জবাব দিতে পারলেন না। উত্তেজিত হয়ে পড়লেন। উনি প্রশ্নকর্তাকে বললেন, "স্যার, ডিকশনারিটা আমার কাছে দেন। আমি আপনাকে ডিকশনারি দেখে প্রশ্ন করছি। যদি একটা ওয়ার্ডের অর্থ বলতে পারেন, তাহলে আর কোনদিন কোথাও চাকরি খুঁজতে যাবো না।"



ভাইভা বোর্ডের সবাই মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে পড়লেন। একটা শব্দই শোণা গেল। "গেট আঊট, জাস্ট গেট আঊট"



আসলাম ভাই এখন মেঘনা গ্রুপে চাকরি করেন। আসলে ভাইভা জিনিসটাই একটা বাটপারি। এখানে কস্মিনকালেও মেধার মূল্যায়ন হয় নি। মেধার মূল্যায়ন হয় না।



কপি ফ্রম ফেবু: Kawsar Alam

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

একজন পথশিশু বলেছেন: Ta ja bolechen.

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

মদন বলেছেন: :)

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

পিওর গাধা বলেছেন: একাধিক বার রেটিং দেবার উপাই থাকলে এই পোষ্টে একাধিক প্লাস দিতাম।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

মদন বলেছেন: একটাতেই যথেষ্ট। ইস আমি যদি এমন ঘটনা ঘটাইতে পারতাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.