নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

পুরো জাতিই আজ রক্তের নেশায় উন্মাদ। আমরা কি মানসিকভাবে অসুস্থ?

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬

থাবা বাবা মরলে আমরা খুশি হই, ফটিকছড়িতে লীগের লোক মরলে আমরা খুশি হই, রাতের অন্ধকারে হেফাজতের লোক গুলি করে মারলে আমরা খুশি হই। বগুড়াতে শত শত লোক জামাত-শিবির নিধনের নামে খুনকে আমরা জায়েজ করি। বিশ্বজিতকে ছাত্রলীগ মারলে আমাদের কষ্ট লাগে না, সাগর-রুনীর জন্য কষ্ট লাগে না। তকী হত্যায় জামায়াত জড়িত থাকলে আমরা ক্রোধে ফেটে পড়ি, আমার দলের লোক হলে চুপসে যাই...



পুরো জাতিই আজ রক্তের নেশায় উন্মাদ। আমরা আজকে একজন আরেকজনকে খুন করার জন্য উন্মত্ত।



-------------------------------------------------

ফেবু থেকে পাওয়া একজনের লেখা...

--------------------------------------------------

গতকাল রাতের ঘটনা নিয়ে অনেকেই হয়তো অন্ধকারে আছেন। অনেকে হয়তো বলছেন ১০ মিনিটেই খালি! শ এর উপর লাশের মধ্য দিয়েই গতকালের অপারেশন শেষ হয়েছে। প্রথমে ওপেন ফায়ার করেছে, মানুষ ভয় না পাওয়ায় এরপর তাদের গায়ে সরাসরি ফায়ার করেছে। যারা খুশিতে লাফাচ্ছেন আর বলছেল, ভালই হইসে, তাদের জন্য বলছি,



এইটাই বাংলাদেশের জেনারেল মানুষের এডুকেশন লেভেল। ওরা ভুল বুঝুক, না বুঝুক, যাই বুঝুক, এরাই দেশের সাধারন মানুষ যাদেরকে সার্ভ করার জন্য, যাদের ভোটে সরকার ক্ষমতায় আসে। যদি তারা ভুল জিনিসের দাবি রাখে, ম্যনিপুলেটেড হয়, তাদেরকে গুলি করে মারার অধিকার কেও সরকারকে দেয় নাই। আর যদি গুলি করে এত মানুষ মারতে হয়, সেটা সিস্টেমের সমস্যা।



আপনি বলবেন, শাপলা চত্বর দখল করে কেন রাখলো, আমি বলবো শাহবাগ তো মানুষের দখলে ছিল মাসের পর মাস। কেন প্রথম দিনই সেটা খালি করা হয়নাই? এইটাও ইমোশনের লড়াই, সেটাও ইমোশনের লড়াই। সেখানে লাথি দিলে সরকারের ভোট ব্যাংকে লাথি পরতো, আর এখানে লাথি না দিলে পরবে। তাই সেখানে পুলিশ প্রোটেকশন আর এখানে রাতের অন্ধকারে গুলি?



আপনি বলবেন, মাদ্রাসার পিচ্চি ছেলেদেরকে নিয়ে আসলো ওরা। শাহবাগে যখন মা তার তিন বছরের বাচ্চাকে নিয়ে যায় আর তাকে দিয়ে বলায়, ফাসি চাই, তখন কেমনে বাহবা দেন? একটা তিন বছরের বাচ্চাকেও কি ফাসি, জবাই থেকে দূরে রাখা উচিৎ ছিল না? মাদ্রাসাতে তো সাড়া জীবন ধর্মের কথা আর এইটাই শিখায়। তারা তো নিজেদের আইডিওলজি থেকে ব্যতিক্রম কিছু করেনি!



আপনি বলবেন, এমন তান্ডব কিভাবে করে? আমাকে উত্তর দেন, আপনারা যদি লাখো লোক নিজের ইমোশনের দাবি আদায়ে নামতেন আর আপনাদের বাধা দেওয়া হত, পরিনতি কি অন্যরকম হত? আমাদেরকে শাহবাগে আটকালে এর চেয়েও খারাপ পরিনতি হত।



আমি বলবো না ওদের দাবি যৌক্তিক। ওদের দাবি মানা সম্ভব না। কিন্তু এখানে যেই মানুষ ছিল, তারা বাংলাদেশী মানুষ ছিল। যদি শ সাধারন মানুষকে এভাবে গুলি করে মারতে হয়, তাহলে সিস্টেমের সমস্যা এবং এই সরকার অধিকার রাখে না এই মানুষের গণতান্ত্রিক দেশে ক্ষমতা ধরে রাখতে।



২৫শে মার্চের সাথে খুব বেশী পার্থক্য নাই। সেদিনো দাবি আদায়ে উন্মুখ মানুষকে চুপ করাতে হত্যা চলেছিল, আজো তাই। সেদিনো, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশকে অন্ধকারে রাখা হয়েছিল, আজো তাই।



আর প্লিজ হিপোক্রিট হবেন না, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ আপনাকে মানুষ করতে। মা

নুষ হতে হলে অন্য মানুষের ইমোশন, সিচুয়েশন আর সেন্সিটিভিটি বোঝার ক্ষমতাও থাকতে হয়।



কার্টেছি ঃNahiyan Nasir // ফেসবুক

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮

বিডি আমিনুর বলেছেন: এক খানকির জন্য দেশের এই অবস্থা ।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৬

মদন বলেছেন: ভাই গালাগালি না করি :(

২| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আর প্লিজ হিপোক্রিট হবেন না, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ আপনাকে মানুষ করতে। মানুষ হতে হলে অন্য মানুষের ইমোশন, সিচুয়েশন আর সেন্সিটিভিটি বোঝার ক্ষমতাও থাকতে হয়। - সহমত।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৮

মদন বলেছেন: জ্বী

৩| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৫

লালমিয়াভাই বলেছেন: আমরা কারো পক্ষ নিতে চাইনা, কিন্তু কারো লাশ ও দেখতে চাইনা। দেশ আমার, আপনার আর সবার। কিন্তু আমাদের দেশের নেতারা ক্ষমতায় গেলে ভুলে যান এবং দেশটা তখন শুধু তাদের ই হয়ে যায়।

হেফাজতিরা মাদ্রাসায় ই ভালো ছিলো, সরকারের ভুল ছালের ফল হচ্ছে হেফাজতে ইসলাম। দেশের নোংরা রাজনীতির প্রভাবে তারা রাস্তায় নেমে এসেছে।

৪| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৬

শ্রাবণধারা বলেছেন: অনেক ভাল লেখা মদন ভাই। হেফাজতের দাবী অযৌক্তিক, ওরা মূর্খ মানলাম, কিন্তু দেখা যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি তারা মানুষ। থাবা বাবাকে খুন করা যেমন জঘন্য অপরাধ, রাতের অন্ধকারে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এই মানুষগুলোকে গুলি করে মারাও জঘন্য অপরাধ।

কোন বেজন্মা সুশীল বা আমলীগ বা যে কেউ যদি এই কথাটা বুঝতে না পারে, তবে তাকে মনে মনে অভিশাপ দেয়া ছাড়া আপাতত আমার আর কিছু করার নেই..।

৫| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমি বলবো না ওদের দাবি যৌক্তিক। ওদের দাবি মানা সম্ভব না। কিন্তু এখানে যেই মানুষ ছিল, তারা বাংলাদেশী মানুষ ছিল।

সহমত ।

এভাবে এত গুলো মানুষ কে মেরে ফেলা স্বাধীন দেশের জন্য লজ্জা জনক

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৩

মদন বলেছেন: একই সাথে এটিও লজ্জাজনক আমাদের মতো ২ পাতা বই পড়া কথিত শিক্ষিত লোক বিপরিত মতকে শায়েস্তার নামে খুন করে ফেলাকে জায়েজ হিসেবে মত দেয়া।

৬| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৮

ভিটামিন সি বলেছেন: ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমি বলবো না ওদের দাবি যৌক্তিক। ওদের দাবি মানা সম্ভব না। কিন্তু এখানে যেই মানুষ ছিল, তারা বাংলাদেশী মানুষ ছিল।

সহমত ।

এভাবে এত গুলো মানুষ কে মেরে ফেলা স্বাধীন দেশের জন্য লজ্জা জনক
আমিও সহমত।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫৫

মদন বলেছেন: লজ্জাজনক নয় আতংক জনক। আর কিছুদিন পরে আপনি আওয়ামীলীগের কারো সাথে তর্কও করতে পারবেন না। গনতন্ত্র রক্ষার নামে আপনাকে হত্যা করা হলেও কেউ কিছু বলবে না। কারন আপনাকে হত্যা করে গনতন্ত্র রক্সা করা হলো। এটিকি কম বড় কথা?

৭| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: সহমত...................
রক্ত দিয়ে যখন শুরু হইছে.......... রক্তই এর শেষ। টাকা শুধু তোদেরই নাই, গোলাবারুদ শুধু তোদেরই নেই...... এর পরের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকিস......

০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৩

মদন বলেছেন: সমস্যা এখানেই,
একটি বড় রক্তপাত এবং ম্যাসাকার ছাড়া মনে হয় এ রক্তের নেশা এদের থামবে না।

৮| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫১

মদন বলেছেন: যারা মতিঝিল হত্যাকে জায়েজ করছেন তাদের কাছে প্রশ্ন-

ত্বকী হত্যার জন্য শামীম ওসমানকে তাহলে কেনো মেরে ফেলছেন না?
সাগর-রুনী হত্যার কি করলেন?
রানা প্লাজার ৭৫০+ লোক হত্যার দায়ে রানা+মুরাদকে কেন হত্যা করছেন না?
চট্টগ্রামে ওভারব্রীজ ধ্বসে ৫০ জনের লোক হত্যার জন্য দায়ী ব্যক্তিকে হত্যা করছেন না।
শেয়ার বাজার কেলেংকারীর জন্য দরবেশ সহ দায়ী ব্যক্তিদের কেন হত্যা করছেন না।?
তাজীন গার্মেন্টসে লোক পুড়িয়ে মারা দোষী ব্যক্তিকে হত্যা করছেন না?

১দিন বন্ধ থাকা মতিঝিল খালি করতে রক্কের গঙ্গা বইয়ে দেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুটি হাসপাতাল অচল করে দিয়ে ৩ মাস ধরে রাস্তা বন্ধ থাকলেও তাদের কিছু বলা হয় না?

বিরোধীমতের প্রতিবাদ মানেই তাকে হত্যা আর নিজ দলের হলে সাত খুন মাফ?????

৯| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১

তানজীল ইসলাম বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম....
আসলে ব্লগেই আসা হয় না্, পুরাতন অনেক ব্লগার এখন আর ব্লগে আসেন না শুধু কিছু দুই-দিনের বৈরাগী মার্কা আবালদের জন্য

আমি ঐ রাতের প্রত্যক্ষদর্শী নই কারন আমার বাসা থেকে শুধু শব্দ শোনা যায় মতিঝিলের রাস্তা দেখা যায় না

তবে রাতে গুলির শব্দ স্পষ্ট শুনতে পেয়েছি আর তা টিয়ার শেল এর শব্দ থেকে বেশ আলাদা ছিলো

বাকি ঘটনা আল্লাহই ভাল জানেন।

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

মদন বলেছেন: হানিফ সাহেব বললেন কেউ মারা যায়নি, মিডিয়া বলছে ১০-৩০ জন মারা গেছে। যারা হাজারের অংকে আছে সেটি তারাই ভালো জানে কেনো বলছে।
কিন্তু কথা হলো এই যে ১০ থেকে ৩০ জন লোক মারা হলো। কিভাবে? রাতের অন্ধকারে লাইট নিভিয়ে চারিদিক থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘিরে ধরে মারা হয়েছে কিছু লোককে, যাদের মধ্যে অনেকে ঘুমন্ত ছিলো। এইহত্যার সাথে ৭১ এর ২৫শে মার্চের হুবহু মিল।

বাশের লাঠি দিয়ে মারামারি করা, গাছ উপড়ে ফেলা, আগুন দেয়া এক জিনিস আর গুলি করে মানুষ মেরে ফেলা অন্য জিনিস।

রানা প্লাজায় মানুষ হত্যার সংখ্যা হাজার ছাড়িয়ে গেলো। সেই দায়ী ব্যক্তি রানাকে রাখা হয়েছে জামাই আদরে, মুরাদ জং বীরের মতো ঘুরে বেড়াচ্ছে। আর কিছু মাদ্রাসার লোক কে গুলি করে করে মারা হলো।

তারা ভাংচুর করেছে এটি তাদের অপরাধ
তারা আগুন দিয়েছে এটি তাদের অপরাধ
এই অপরাধে সরাসরি হত্যা????

আর মিডিয়ার সামনে যখন বিশ্বজিতকে কোপানো হয় তখন বিবেক কোথায় থাকে?
যখন তকীকে হত্যা করা হয় তখন বিবেক কোথায় থাকে?
যখন সাগর-রূনীকে হত্যা করা হয় তখন বিবেক কোথায় তাকে?

হেফাজতীদের বড় অপরাধ তারা সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিলো? ফলাফল তারা পেয়ে গেছে।

এদেশে আর যাই করা হোক এখন সরকারের বিপক্ষে কিছু বলা যাবে না।

১০| ০৭ ই মে, ২০১৩ রাত ৯:০২

গারো হিল বলেছেন: যারা আজ রক্তের নেশায় উল্লাস করছে প্রত্যেকটায় অমানুষ।

প্রত্যেকটার পরিবারের ইতিহাস জানুন দেখবেন পুরা পরিবার দুর্নীতির সাথে জড়িত।

০৭ ই মে, ২০১৩ রাত ৯:০৪

মদন বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.