নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের লাশের সংখ্যা ৩০ নাকি ৩০০০?????

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

লাশের সংখ্যা নিয়ে আমি বিতর্ক করবো না।

তবে ধারনা এবং লজিক থেকে বলতে পারি সংখ্যা ৫০-১০০ হতে পারে। এর বেশি হবার কথা নয়।



এবার আসি বর্তমান অনেকের মতামতে-



অনেকের মতে হেফাজতিরা লাশের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে। তাদের মৃতের সংখ্যা বেশি নয় কিন্তু তারা বানিয়ে বানিয়ে ৩০০০ করে ফেলছে।



১৯৭১ সালে ৩০ হাজার নাকি ৩০ লাখ মারা গিয়েছিলো তার বিতর্ক এখনও চলে। যারা ৩০ লাখেরর পক্ষে না তারা এদের মতোই ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে হিসেব কষে বের করে দেখায় কোনো মতেই সংখ্যা ৩০ লাখ হয়নি।



সংখ্যা ৩০ হাজার নাকি ৩০ লাখ তা দিয়ে যেমন আমাদের স্বাধিনতা থেমে যায়নি, তেমনি লাশের সংখ্যা ৩০ নাকি ৩০০০ তা দিয়ে মৃত ব্যক্তিগুলো জীবিত হবে না।



দয়া করে নিজের বিবেককে কাজে লাগান। রাজনীতির লাশের রাজনীতিকে আপনারা আরো উস্কে দিবেন না। আপনার ক্যালকুলেশনে যদি খুশি হয়ে সরকার আরো লাশ ফেলে দেয় এতো আপনার লাভ নেই কিন্তু কিছু লোকের , পরিবার তছনছ হয়ে যাবে।



আমাদের প্রধানমন্ত্রী রানা প্লাজা ভেংগে যাবার পরেই বলেছিলেন আগেরদিনে সব লোক কে হঠিয়ে দেয়া হয়েছে শুধু দামী মালামাল সরানোর জন্য কিছু লোক গিয়েছিলো। সেই কিছু লোক থেকে দেখাগেলো ১০০০ মৃত পাওয়া গেলো আর ৩০০০ আহত পাওয়া গেলো।



আজকাল ৪০০০ কোটি টাকার দুর্নিতি কিছুই না।

১০০০ লোক মারা গেলে কিছুই না।



সেখানে হেফাজতির মতো ৩০-৪০জন বিরোধীপক্ষ মারা গেলে তো সরকারের চোখেই পড়বো না। যাদের মাঝে সরকারের ভোট নেই তারা বেচে থাকলেই কি আর মরে গেলেই কি??? তারা তো রাজীব নয় যে চুটে গিয়ে তাদের শহীদ উপাধি দিবে। ভোটের রাজনীতিতে তারা বিরোধী পক্ষ, সো জাষ্ট কিল দেম, নো মার্সি....

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৭

যোগী বলেছেন:
হেফাজতিরা ভয়ংকর বদ্ধ উম্মাদেরমত রাজধানীর বুকে যে তান্ডব চালিয়েছে তাতে তাদের কে থামানোর জন্য ৩০-৪০ টা লাশ অত্যন্ত স্বাভাবিক। তাই এব্যাপারে সামরিক বাহিনীর দক্ষতা কে ধন্যবাদ দেয়া যেতে পারে। আর এই দক্ষতা দেখাতে গিয়ে সামরিক বাহিনীরও ২-৩ জন ট্রেইন্ড সোলজার নহত হয়েছে।

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫

মদন বলেছেন: ভাই যোগী,
ঘটনা কিন্তু তা নয়। তারা যখন তান্ডব চালায় তখন তাদেরকে তান্ডব চালানোর সুযোগ করে দেয়া হয়েছে। তান্ডব চালিয়েছে কি দিয়ে??? লাঠি, আগুন, ইট।এইসব দিয়ে।

এই তান্ডবের প্রতিদান কি দেয়া হলো?

লাইট নিভিয়ে, সস্সত্র প্রশিক্ষিত সেনা দিয়ে গুলি চালিয়ে হত্যা করো হলো কিছু লোক কে। যে বিষয় রাজনৈতিকভাবে সমাধান করা যেতো সেখানে রক্তপাত ঘটানো হলো।

আপনি এখানে সরকারের দক্ষতা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি সরকারের রাজনৈতিক অপূরদর্শিতা, একগুয়েমি মনোভাব এবং প্রতিহিংসা।

আজ ঢাকায় এক জায়গাতে তারা সমবেত ছিলো বলে তাদের সহজেই কাবু করা গেছে। কাল যখন তারা দেশ জুড়ে তান্ডব শুরু করবে তখন পুরো রাষ্ট্রযন্ত্রকেই ব্যস্ত থাকতে হবে এদের দমনে।

ভাই একটু ঠান্ডা মাথায় ভাবেন, দমনে এবং হত্যায় পৃথিবীর কোন দেশে রাজনৈতিক সমাধান হয়নি। এতে শুধু রক্তই ঝরে।

২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১১

সাইবার অভিযত্রী বলেছেন: ৩০০০ লাশের সংখা নিয়ে আপত্তিকরে কিছু বলদীয় হিসাব নিকাশ !

প্রথমেই বলছি কতজন মারা গেছে আমি জানি না। সরকারি হিসেবে সাতজন হটে পারে । কোন কোন নেতার অবশ্য এ দাবীও করেছেন যে কেউ হতাহত হয় নি । আবার হেফাজতের দাবী মত ৩০০০ ও হতে পারে। আমি এর কোনটাই দাবী করিনা । কিছু বলদীয় হিসেব নিকেশ আমার গণিত আবেগ আর প্রেমকে আহত করেছে তাই এই পোষ্ট।

১। ২৫০০ - ৩০০০ এর সংখাটা এসেছে সম্ভবত ২৫/৩৩ ট্রাক থেকে । ট্রাক প্রতি ১০০ লাশ, এই হিসেবে। আমি নিশ্চিত কোন হেফাজতী বা জামাতি গুনে দেখেনি । তবে অনেকেই ২৫ ট্রাক আর ৮ লরী দেখেছে বলে দাবী করছে। কেউ আবার অনেক ট্রাক ডেখেছে, কিন্তু গুনতে পারে নি।


২। ৩০০০ মৃতদেহ থেকে ১৫০০০ লিটার রক্ত ক্ষরিত হবে। একেবারেই বলদীয় বাত চিত । মানুষের শরীরে সাড়ে তিন লিটার রক্ত থাকে । তিন হাজার লোকের গায়ে থাকবে সাড়ে দশ হাজার লিটার মাত্র । আর কোন গুলি খাওয়া মানুষের পাশে কি দেখেছেন এই সাড়ে তিন লিটার রক্ত -ই পড়ে আছে ?

মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে গুলি করলে এক পোয়া রক্তও পড়বে না । বড় কোন আর্টারী কেটেগেল রক্ত বেশী পড়ে । যেমন জবাই করলে।

২.২ সব ধুয়ে ফেললেও মতিঝিল সংলগ্ন এলাকায় এখন রক্তের দুর্গন্ধে কেউ টিকতে পারতো না।
রক্ত ঠিক মত না ধুলে গন্ধ হয়, সাথে সাথে ধুয়ে ফেললে তেমন কোন গন্ধই থাকে না। আপনার বাসর কাছে ছোটখাট কশাইএর দোকানেও ৫ / ৭ টা গরু জবাই হয়। ঠাঠারী বাজারে দিনে কয়টা গরূ জবাই হয় জানেন ?

৩। ৩০০০ মৃতদেহ সরানো কঠিন, সময় সাপেক্ষ ! না । মোটেই কঠিন কিছু না। ৩০০০ মৃতদেহ সরানর জন্য কমপক্ষে ১০ হাজার পুলিশ-বিজেবি সদস্য ছিল, এরা শুধু ট্রাকে উঠাবে। ৩-৪ জনের ভাগে পড়বে মাত্র একটা লাশ !

৪। একসাথে এতোগুলো মৃতদেহ কবর দিতে গেলেও ৩ থেকে ৪ লক্ষ ঘন ফুট মাটি সরাতে হবে - একেবারেই বলদীয় হিসাব । একজনের জন্য ১০০-১৩৩ ঘনফুট মাটি সরাতে হবে ?

৬০ কেজি একটা মানুষ, ৬০ লিটরের চেয়েও কম। তাই নিজে নিজে পানিতে ভাসতে পারে না। আর ৫৬ লিটার হচ্ছে মাত্র দুই ঘনফুট !
আর ৮৪ লিটার মানে ৩ ঘনফুট ।

৩০০০ লোকের আয়তন ১০০০০ ঘনফুট, আর দাফন করা যাবে ২০০০০ ঘনফুট জায়গা পেলেই ।


৫। এই ঘন বসতি পূর্ণ দেশে এত জায়গা কৈ ? এই ঘন বসতি পূর্ণ দেশে কোন দিন বিডিআর এর ভিতর গিয়েছেন? জানাংগীর গেট থেকে বালুঘাট ?

১০০ ফুট লম্বা -২০ ফুট চওড়া -১০ ফুট গভীর গর্তে ২০০০০ ঘনফুট জায়গা হয় । আর ৩ হাজার লোক ৩ ঘন ফুট জায়গা নিলে মাত্র ৯০০০ ঘন ফুট হয় !

১০০ ফুট লম্বা - ২০ ফুট চওরা জায়গা কাঠার হিসেবে ৩ কাঠা - এই তিন কাঠা জায়গার খুব অভাব ৩০০০ অস্বীকারকারীদের !

Click This Link

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৮

মদন বলেছেন: আপনার মানসিকতায় আর ৭১ এর নিহত ৩০লাখ লোককে যারা ৩লাখ বলতে চায় তাদের আচরনের মধ্যে বাহ্যিক কোন পার্থক্য কি আপনি নিজে দেখতে পাচ্ছেন?

এখানে লাশের সংখ্যা খুব গুরুত্বপূর্ন নাকি ঘটনা গুরুত্বপূর্ণ?????

৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

রিওমারে বলেছেন: রাত আনুমানিক ২,৩০ মিনিটের সময় কারেন্ট সাপ্লাই বন্ধ করে ১৫০০০ হাজার সশস্ত্র[পুলিশবিজিবির‍্যাব] দিয়ে পুরো ১ ঘন্টা অপারেশন পরিচালনা করে ২০৩০ টা লাশ ফেলেছে এটা শুধু মাত্র কান্ডজ্ঞানহীন মানুষ ছাড়া আর কেঊ বলবে না।তবে লাশের সঠিক সংখা কত হবে তা যারা অপারেশনে অংশগ্রহন কারী বাহীনির সদস্যরা ছাড়া আর কেউ অনুমান করতে পারবে না।একটা গনতান্ত্রিক দেশে নিরস্ত্র পাবলিকের উপর এই রকম সসস্ত্র অভিযান সরকারের নির্লজ্যতার বহিপ্রকাশ ছাড়া আর কিছু নয়। শাসক শ্রেনীকে মনে রাখতে হবে যাদের কে নির্বিচারে গুলি করে মারতেছে তারা কিন্তু বাংলাদেশের মানুষ।।

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৫২

মদন বলেছেন: লাশের সংখ্যা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না।
শুধু এটুকু বলবো লাইট নিভিয়ে অন্ধকারে প্রশিক্ষিত সেনাবাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে বেসামরিক লোককে মারা আর যাই হোক ডিফেন্সএর জন্য যেমন সম্মানের নয়, তেমনি গনতন্ত্রের জন্য সুবার্তার নয়।

যে দেশে ১০০০ লোক মারা গেলেও রাষ্ট্রযন্ত্রের মাথা ব্যাথা থাকে না সেখানে রাষ্ট্রযন্ত্র নিজ উদ্যোগে হত্যা করলেতো তাদের মাথা ব্যাথ্যাই থাকবে না।

৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

তামিম89 বলেছেন: হাজার হাজার নিহতদের আত্মীয় স্বজন কোথায়? নাকি তারাও মরে গেছে? নিহত বা নিখোজ ধরা যাক, তাদের নাম, পরিচয়, ঠিকানা কি? বিএনপি সেটা প্রকাশ করছে না কেন?

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৬

মদন বলেছেন: ভাই তামীম,
যারা ৭১ এ ৩০ লাখ লোক মারা গিয়েছে এটি স্বীকার করে না, তারাও আপনার মতো এমনই খোড়া যুক্তি তুলে ধরে।

যে দেশে খোদ রাজধানীর প্রান কেন্দ্রে দিনে দুপুরে আর্মিদের মেরে লাশ ড্রেনে ফেলে দেয়া হয়, যাদের লাশ ড্রেনে এবং নদীতে পাওয়া যায়, সেখানে হেফাজতের মতো ফকিরের বাচ্চদের হিসেব করার টাইম কই??? এতো রাজিব না যে স্বয়ং প্রধানমন্ত্রী দৌড়ে চলে যাবে। এরা হলো বিরোধীপক্ষ। সো, কিল এন্ড ফিনিশ..

৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯

সাইফুল বাতেন টিটো বলেছেন: মি. যোগী আমরা মানুষ। শুয়ার না। আগেই বলে দেই আমি এমন একজন মানুষ যে কিনা মানব হত্যার বিপক্ষে। ৩০-৪০ কিছুই না বলছেন কি করে? যারা মারা গিয়েছে তারা তো আপনার মত মানুষ। শুয়ার তো না। তারা যে এখানে এসেছিলো (যারা নিহত হেয়েছে) তারা তো অনেকে ই আসতে বধ্য ছিলেন তা কি আপনি জানেন না। মানুষকে মানুষ ভাবুন, নাহলে আপনার লাশ একিদিন কুত্তায় খাবে।

৬| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

তোমোদাচি বলেছেন: লাশ ৩০ না ৩০০০ এটা মুখ্য বিষয় না; একটা লাশ পড়লেও সেটা সেটা মানুষের লাশ, একটা জীবনের সমাপ্তি, একটা পরিবারের সারাজীবনের কান্না।

লাশ, সে যে মতের মানুষের ই হোক - এটা কাম্য নয়।

লাশ ফেলার পক্ষে যারা যুক্তি দেখায় তাদের মুখে লাথি মারতেও আমার ঘৃণা হয়!!
ওরা মানুষ, কুকুরের ও অধম!

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মদন বলেছেন: ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% একমত

৭| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

যোগী বলেছেন: @সাইফুল বাতেন টিটো এবং লেখককে বলছি, জনগনের জান মাল রক্ষার জন্য প্রয়োজনে গুলি চালানো এবং গুলি চালিয়ে ভয়ংকর টেরোরিস্টিদের মারার আইন পবিত্র সংবিধানেই আছে। আর যদি কাওকে নিহত হতে দিতে না চান তাহলে সংবিধান পরিবর্তনের আন্দোলনে নামেন।
মানুষ হত্যা করা আর জংগী হত্যা করা এক জিনিশ না।

সামরিক বাহিনী যখন কনো অভিযান পরিচালনা করে তখন সাধারনত রাতেই করে থাকে। কখন অভিযান পরিচালনা করলে সুবিধা হবে তা নির্ধারন করার জন্য স্পেসালিষ্ট আছে সামরিক বাহিনীতে। যদি তাও বুঝতে না পারেন তাহলে অপারেশান ক্লিন হার্টের কথা মনে করে দেখেন।

আর রাজনৈতীক ভাবে সমাধানের চেষ্টা করার কথা বলছেন
সেটা অনেক দিন থেকেই করা হচ্ছে বলে শুনেছি। এটাও জানি যুদ্ধাপরাধীদের ছেড়ে না দেয়া পর্যন্ত রাজনৈতীক ভাবে সমাধান সম্ভব না।

সারা দেশ জুড়ে তান্ডব চালাবে বলছেন? সেটাতো জামাত শিবির আর মৌলবাদীরা রাজাকারদের না ছেড়ে দিলে গৃহযুদ্ধ বাধাবে বলে অনেক আগে থেকেই হুমকি দিয়ে আসছে। সারা দেশেতো তারা অলরেডি অকেন তান্ডব করেইছে।

তাহলে কি এখন তাদের ভয়ে যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে বলছেন? নাকি বলছেন ১৩ দফা মেনে নিতে?
আপনার অবস্থান ক্লিয়ার করেন?

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মদন বলেছেন: আমার জানামতে হেফাজতিরা যুদ্ধোপরাধীদের ছেড়ে দেয়ার জন্য একবারো দাবী জানিয়েছে এমন সংবাদ চোখে পড়েনি, আপনার পড়ে থাকলে লিংক দিয়েন।

১৩ দফা দাবী মানা না মানা সেটি রাষ্টের ব্যাপার কিন্তু দাবী উথ্থাপনকারীরা কিন্তু এই রাষ্টেরই লোক, বাইরের কেউ নয়, তাদের দাবী না মানা হতেই পারে কিন্তু বৃহত স্বার্থে এবং বিশৃংখলা এড়াতে রাষ্ট্র কৌশলী হতে পারতো। সরকার কিন্ত তা হয়নি।

প্রথমবার ঢাকা অবরোধের পরে আশরাফ সাহেব বললেন হেফাজতিরা লেজ তুলে পালিয়েছে।
১৩ দফার বিষয়ে সরকার প্রথমে বলো দাবী বিবেচনায় আছে, আমাদের প্রধানমন্ত্রী বেশি হুজুরগিরী দেখাতে গিয়ে বললেন মদিনা সনদে দেশ চলবে।

হেফাজতের দোষ দেখেন কিন্তু রাষ্ট্রের দোষ দেখেন না?

৮| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাইফুল বাতেন টিটো বলেছেন: মি যোগী আপনি আমাকে কতটুকু চেনেন? হয়তো জানেন না যে আমি বাংলাদেশ আর্মির একজন কমান্ড। খোঁজ নয়ে দেখেন। কোথায় কখন কিভাবে আক্রমন চালাতে হয় তা আমার চাইতে আপনার ভালো জানার কথা নয়। যে এ্যাটাক সে রাতে করা হয়েছিলো তার নাম সি কিউ বি (ক্লাজ কোয়াটার ব্যাটেল)। এই এ্যাটাক নিরঅস্ত্র মানুষের উপর করা যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধের মধ্যে পরে তা কি আপনি জানেন? আর জঙ্গি কাকে কলে তা কি আপনি জানেন না? হেফাজতে ইসলাম কি জঙ্গী হয় কিভাবে? তাহলে তালেবান, লস্করে তৈয়বা, আল কায়দা এরা কি? নিজেদের দেশ কে নিজেরাই জঙ্গীর দেশ বানালে তো ওবামা এখানে অল্প দিনেই নজর দেবে। ভালো করে চোখ কান খোলা রেখে কথা বলুন। আর ভুলে যাবেন না যে অল্প বিদ্যা ভয়ংকরী।

৯| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সাধারণ মুসলমান বলেছেন: অসাধারণ ভারসাম্যপূর্ণ পোস্ট।
এমনকি যোগী দা মানসিক রোগীর মত ভয়ংকর মানসিক রোগীকে হত্যাও আমি সমর্থন করিনা।

১০| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

যোগী বলেছেন: @সাইফুল বাতেন টিটো, প্লিজ সো ইওর আইডি
এ্যান্ড গেট লস্ট ফর্ম সিভিলিয়ান ব্যাটেল।

১১| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

যোগী বলেছেন: লেখক আপনার সাথে আমি অফ গেলাম, ধর্য্য পাচ্ছি না।


আমার একটা ঘোষনা: আর যারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জংগী হত্যার বিরুদ্ধে যুক্তি দেখায়, তাদেরকে আমি নিজ খরচে পাকিস্থানে পাঠাতে চাই। শুধু পাসপোর্টে পাকিস্থানী ভিসা নিয়ে এখানে আপলোড করেন।

আর হ্যাঁ এটা এই যোগীর ওয়াদা, কসম, পাকিস্থান পাঠানোর সময় আমি তাদের স্ত্রীদের আটকে রাখব না। যে অত্যাচারটা জেনেভা কনভেনশানের ডেড এগেনেস্ট!!

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

১২| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সাইফুল বাতেন টিটো বলেছেন: মি. যোগী আপনি একটা মানসিক রোগী। আর কিছু বলা আমার হবে চরম ষ্টুপিডিটি।

১৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শিক্ষানবিস বলেছেন: আমরা একটি গোষ্ঠিকে এক সময় মনে করতাম, এরা জামাত শিবিরের শত্রু, ইসলামের নয়। কিন্তু এখন বিষয়টি ক্লীয়ার হয়ে গেছে।
হেফাজতের অনেকগুলো সফলতার একটি হল, তারা শত্রুদের চিনিয়ে দিতে পেরেছে জাতির কাছে। ওদের মুখোশ খুলে দিয়েছে।

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মদন বলেছেন: আরেকটু যদি বিস্তারিত বলতেন।

১৪| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: যোগী, তুমি বল, জঙ্গি কে ??? (তোমার মতা যাদের জঙ্গি বলতে হবে তাদের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকা চাই)


যদি আসলেই ২৫০০ না হয়ে অন্তত ৫০০ মানুষ ও মারা গিয়ে থাকে, তুমি কি করবে? (ঘটনা প্রকাশ পাবার পর)


@সবাই, এই যোগী জতক্ষন না বলে যে সে এখন যা বলছে টা মিথ্যা ও ভুল প্রমাণ হলে কি করবে, এই আহাম্মক কে ভুলে যান।

১৫| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আর , আমাদের সংবিধান কে পবিত্র না আখ্যা দেবার জন্য অনুরধ করছি যতক্ষণ এটা নিশ্ছিত করা না হয় যে, যখন যে আসবে সে ই ইচ্ছা মত পরিবর্তন করতে পারে।

১৬| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সাইফুল বাতেন টিটো বলেছেন: সৌর কলঙ্কে পর্যবসিত কে ধন্যবাদ

১৭| ০৯ ই মে, ২০১৩ ভোর ৫:৪৪

ব্ল্যাকমেটাল বলেছেন: কেউ মরেনি।
সবাই টমেটো সস মেখে রাস্তায় ঘুমাচ্ছিল...

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৫৫

মদন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.