নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

হেফাজতীদের প্রতিটি লাশের দায় শোধ করতে হবে বিএনপি ও জামায়াত কে

০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

বিরোধীমতকে দমনের নামে হত্যা করা আওয়ামীলীগের পুরান অভ্যাস, কাজেই ঘটে যাওয়া হত্যা কান্ডের জন্য আওয়ামীলীগকে নতুন করে দোষারোপে যাচ্ছি না।



যতই মুখে বলুক হেফাজত একটি অরাজনৈতিক একটি সংগঠন কিন্তু তারা যে বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাবার ঘুটি হিসেবে কাজ করেছে এটিও পাগলেও বোঝে। দু:খ লাগে কিছু অরাজনৈতিক ব্যাক্তিকে ব্যবহার করে কিছু নিরীহ আলেমদের ব্যবহার করে বিএনপ-জামায়াত আওয়ামীলীগ সরকারের পতন চেয়েছিলো। যেমন করতে চেয়েছিলো মরহুম জলিলের ট্রাম্প কার্ড। বিএনপি হয়তো জলিলের অব্যবহৃত ট্রাম কার্ড নিজেরা ব্যবহার করলো।



হেফাজতের অবরোধে যদি আওয়ামীলীগ সরকারের পতন হতো তাহলে লাভ কার হতো? বিএনপি এবং জামায়াতের। আওয়ামীলীগের করা গনহত্যায় জামায়াত-বিএনপি বেচে গেছে কিন্তু প্রান গেছে কিছু নিরীহ মাদ্রাসা পড়ুয়া ছাত্র/শিক্ষক/আলেমের।



তাদেরকে ঢাকা অবরোধ সহ শাপলা চত্তরের সমাবেশ, অবস্থানের জন্য বিএনপি-জামায়াতের পরোক্ষ মদদ, সাথে রয়েছে নেতৃবৃন্দের ভুল সিদ্ধান্ত ইত্যাদি কারনে এই লাশের মিছিল।



ক্ষতি যদি অর্থনৈতিক হতো, সেটি সময়ে পূরন করা যেতো, জীবন ফিরিয়ে আনবেন কিভাবে? আপনাদের ক্ষমতায় যাবার সিড়িগুলোর জীবনের হিসেব আপনাদেরই চুকাতে হবে।



হয় ইহকালে, না হয় পরকালে...

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬

s r jony বলেছেন:
সহমত।
ঐ তিনটি রাজনৈতিক দলের "হলি" খেলায় "বলি" হল সাধারন কিছু অবুঝ এতিম পোলাপাইন।

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০২

মদন বলেছেন: জ্বী

২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০১

ততততততততততততততত বলেছেন: হয় ইহকালে, না হয় পরকালে... এইকালে অসম্ভব তবে পরকালে অবশ্যই।

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০৫

মদন বলেছেন: অবশ্যই

৩| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:২২

যোগী বলেছেন:
আমার একটা কথার জবাব দেন
যখন বার বার পুলিশ বা র‌্যাব শাপলা চত্তর ছেড়ে দেয়ার জন্য আলেমদেরকে অনুরোধ করছিল, এও বলছিল শাপলা চত্তর ছেড়ে না দিলে পুলিশ হার্ড লাইনে যাবে আর আমরা সবাই জানি সব সরকারই বিরোধীদের হত্যা করে।
এত কিছুর পরেও কেন ঐ সব আলেম নেতারা নিরিহ কিশোর তালাবুল এলম দের নিয়ে শাপলা চত্তরে থাকার রিস্ক নিল?

কেনই বা এতিম ছাত্রদের বোঝালো বা বাধ্য করল শহীদ হওয়ার জন্য?

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৪৩

মদন বলেছেন: দেখুন, আপনি মানসিক ভাবেই যেহেতু হেফাজতিদের মেনে নিতে পারেন নাই, কাজেই আমি যেভাবেই বোঝাই না কেন, এই গনহত্যা আপনার কাছে স্বাভাবিকই মনে হবে।
তবুও বলছি যেহেতু জানতে চেয়েছেন।
আপনার ভাষ্য মতেই সেখানে কিছু নিরীহ শিশু কিশোর ছিলো। যারা রাজনীতির ফান্দে পড়েছিলো নিজেদের অজান্তে।

যেখানে সবাই জানে এমন পরিস্থিতি সেখানে পুলিশের হার্ডলাইনে যাবার আগে আরো কোটি বার ভাবা উচিত ছিলো। কারন এরা একেবারেই রাজনীতির কিছু বলির পাঠা। তাদেরকে নিয়মতান্ত্রিকভাবেই সরানো যেতো। কোনোভাবেই লাইট নিভিয়ে গনহত্যা করে নয়। এটি আমরা ৭১এর ২৫শে মার্চেই ঘটেছে শুনেছি। এবার দেখলাম। কাজেই ২৫শে মার্চের ঘটনার খলনায়কদের আমরা যে চোখে দেখি ৬ই মের ঘটনার খলনায়কদেরও একই চোখে দেখা হবে।

মনে রাখতে হবে প্রতিটি জীবনই একেকটি স্বয়ংসম্পুর্ন জীবন।

যারা এইসব এতিম শিশু-কিশোরদের মৃত্যুর মুখে ঠেলে দিলো, তাদের বিচারের কাঠ গড়ায় দাড় করানোর দায়ীত্ব আমাদের এবং সরকারের। কিন্তু কোনোভাবেই কোনো মতেই কোনো অবস্থাতেই এই মৃত্যু জায়েজ হতে পারেনা, একজন বিবেকবান সুস্থ মানুষ এ মৃত্যু মেনে নেয়নি, নিবে না। এর দায় থেকে যেমন জামায়াত-বিএনপি মুক্তি পাবে না। তেমনি পাবে না সরকার।

৪| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫২

যোগী বলেছেন: আপনি আবারও হেফাজতি আলেমদের (!) কথা এড়িয়ে গেলেন

সেখানে কিছু নিরীহ শিশু কিশোর ছিলো। যারা রাজনীতির ফান্দে পড়েছিলো নিজেদের অজান্তে।


এই ফান্দে কারা ডাইরেক্টলি ফেলেছিল?

আর এই ফান্দে পড়ার কথাটা কি আপনি ৫ তারিখের আগে একবারও বলেছেন?

০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯

মদন বলেছেন: যারা এইসব এতিম শিশু-কিশোরদের মৃত্যুর মুখে ঠেলে দিলো, তাদের বিচারের কাঠ গড়ায় দাড় করানোর দায়ীত্ব আমাদের এবং সরকারের।

এই লাইনের দ্বারা কি এটিও বোঝায় না যে এখানে হেফাজতী নেতাদের কথাও বলা আছে?

রাজনৈতিক পূর্ব ধারনা করা আমাদের মতো সাধারনদের পক্ষে অনেক কঠিন। কারন তাদের মনের কূটচালগুলো ঘটনার পরে আমরা বুঝতে পারি।

যেমন বিডিআর বিদ্রোহের সময় মুন্নী সাহার রিপোর্ট দেখে আমি আপ্লুত হয়ে সেনাবাহিনীর উপর একচোট নিয়েছি, পরে দেখলাম আসলে সেনাবাহিনীকে কচুটাকা করার জন্য মুন্নীসাহার প্রয়াস সফলতার সাথে আমাকেও আক্রান্ত করেছিলো।

পার্থক্য এই যে, আমি আমার বিবেক কোনো দলের কাছে বন্ধক রাখিনি। তাই হাসিনার সাথে আমানপোর দূর্ব্যবহারে যেমন আমি নিজেকে অপমানিত মনে করি আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য, তেমনি গার্মেন্টেসের মারা যাওয়া শ্রমিক কিংবা রাজনীতির কুটচালে মারা যাওয়া হেফাজতের লোকগুলোর জন্যও কষ্ট লাগে। কষ্ট লাগে তাদের পরিবারের জন্য।

আমি বিশ্বাস করি একটি গনতান্ত্রিক দেশের সরকারকে পরমত সহিষ্ঞু হতে হয় অনেক অনেক বেশি।

৫| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: অরাজনৈতিক লোকগেলোর ওপর রাজনৈতিক রোষানল।দুঃখজনক। দেশের মানুষেরা কি দুইভাগ হয়ে যাবে? আর ধূর্তরা ফায়দা লুটবে।দেশের মানুষের সচেতন সমাজের মধ্যে সেীহার্দ সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিৎ।সরকার কোন ভাবে ই এর দায় এড়াতে পারবে না। এবং এরও একদিন বিচার হবে। পাপ ছাড়ে না বাপকে।

৬| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:০৪

সাধারণ মুসলমান বলেছেন: যোগরি প্রশ্নের জবাবটি অসাধনরণ হয়েছে। কিন্তু ________ না শুনে ধর্মের কাহিনি।

৭| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:১১

বোকা_ছেলে বলেছেন: কি যে বলছেন না দাদা!!! কোনো রক্তপাত হয়নি। কোনো লাশ ঈ তো হয়নি।কিসের দায় নেবে? কোনো হতাহত হয়নি। আআপনি কি যুদ্ধপরাধের বিচার বানচাল করতে চাচ্ছেন? আপনি কি মুক্তিযুদ্ধের বিপক্ষ এর শক্তি?? এসব গুজব ছড়ালে পুলিশ বাহিনী ব্যাবস্তা নিবে। জয় বাংলা।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০০

মদন বলেছেন: জয়বাংলা

৮| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪

তোমোদাচি বলেছেন: রাজনীতিবিদ দের নিজেদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে সাধারন মানুষদের ব্যবহার করার সকল রেকর্ড ভঙ্গ হয়েছে।
যে যেমনে পারছে তেমনে ব্যবহার করছে! সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে, এই খেলা শেষ হবে!

এখন অধিকংশ মানুষ রাজনীতিবিদদের মনে প্রানে ঘৃণা করে...
কিছুদিন পর অবশ্যই মানুষ ঘুরে দাঁড়াবে, তখন এইসকল রাজনীতিবিদদের মানুষ পথে ঘাটে জুতাপিটা করবে। সেই সময় আর বেশি দূরে নয়; ওদের তাড়া খাওয়ার দিন ঘনিয়ে আসছে।

সেই শুভ দিনের অপেক্ষায়...

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩

মদন বলেছেন: সাধারন লোককে রাজনৈতিক দাবার ঘুটি ব্যবহার হয়ে আসছে আদিমকাল থেকেই। কিন্তু বাংলাদেশ মনে হয় সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রতি ওয়াক্তের নামাজ শেষেই আল্লাহর কাছে দোয়ার করছি আল্লাহ দেশে শান্তি এনে দাও।

তা না হলে দেশ নেতাদের পাপে নেমে আসা গজব আমাকেও ভোগ করতে হবে :(

৯| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫

নষ্ট ছেলে বলেছেন: হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি-জামাত সরকারকে গুলি করতে চেয়ে ছিল। সরকারের হিংস্রতার কারণে নিরীহ মানুষগুলো শহীদ হল। আওয়ামী লীগ, জামাত বিএনপি কেউই দায় এড়াতে পারে না।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৫

মদন বলেছেন: একমত

১০| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: সহমত।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪

মদন বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: বিএনপি এর ১৮ দলের প্রতি হেফাযত এর সাথে একিভুত হবার ঘোষণাই ক্ষমতালিপ্সু আওয়ামী সরকার কে এই সিদ্ধান্তে থেলে দিয়েছে। তিন দলের বর্তমান নেত্রিবরগের উৎখাতই জরুরি যাতে কেউ দেশকে বাপের বা স্বামীর সম্পত্তি মনে করতে না পারে। আর খুনের প্রতিশোধ উথবেই।



আল্লাহ অন্ধ নন।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৮

মদন বলেছেন: অনেকাংশে একমত

১২| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬

যোগী বলেছেন: এতিম শিশু-কিশোররা যে হেফাজতি নেতাদের দ্বারা ফান্দে পড়বে সেটা আপনি বুঝেননি, তার মানে এই না যে অন্য সাধারন জনতা বুঝেনি।


প্রমান: শুধু সামুতেই এই ব্যাপারে ৫ তারিখের আগের ভুরি ভুরি পোষ্ট আছে।

কেন শুধু নিজের বোঝার উপরই শুধু ভরষা করেন?
কেন অন্যের বোঝার উপর একটুও ভরষা করেন না বা ভেবে দেখেন না?
কেন অন্যের মতামত কে তোয়াক্কা করেন না?
এর পরেও কি বলবেন আপনি নিজে পরমত সহিষ্ঞু?????????


এই রকম ভূল শুধু আজ না, একই ভূল আপনারা ৭১ রেও করেছিলেন।
কখনোই আপনারা মাস পিউপিলদের সাথে যান না।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২২

মদন বলেছেন: কোথাকার জিনিস কই নিয়া গেলেন??????? :)

১৩| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

নষ্ট ছেলে বলেছেন: আসল কথা হচ্ছে সাধারণ মানুষের একটা বিশাল অংশ বিশ্বাস করছে ৫ই মে রাতে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু ১০০% প্রমাণ না থাকা সত্ত্বেও মানুষ এই গুজব কেন গ্রহন করল? আরে ভাই "চাঁদে সাঈদীকে দেখা গেছে" এই রকম গাজাখুরি গল্প যদি মানুষ বিশ্বাস করতে পারে সেই তুলনায় তো এইটা অনেক তথ্যবহুল।
হেফাজতের ভবিষ্যৎ কি হবে জানি না তবে আওয়ামী লীগ সাময়িক ভাবে সফল। দীর্ঘ মেয়াদে লাভ হবে বিএনপি-জামাতের! কিন্তু কিভাবে? এই ইস্যুটা নির্বাচনে বেশ কাজে দিবে। তৃণমূল পর্যায়ের বিএনপি-আওয়ামী লীগের প্রায় সব নেতাই সন্ত্রাসী ও দূর্নীতিবাজ। মানুষ এদের ভয়ে সম্মান করে, বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। সেই তুলনায় দাড়ি,টুপি,পাঞ্জাবী ওয়ালাদের সাধারণ মানুষ অনেক বেশি বিশ্বাস করে ও মানে। এই অত্যাচারের কথা তারা এত সহজে ভুলে যাবে না। জুম্মার খুতবাতেও এক ধরনের আলোচনা উঠে আসবে! আমার তো মনে হচ্ছে বিএনপ-জামাত যতই চিল্লাচিল্লি করুক তারা একেবারেই অখুশি না। কওমীদের সাথে জামাতের বিরোধ অনেক দিনের সেই হিসাবেও কওমী মাদ্রাসার এই এতিমরা মরলে সাংগঠনিক ভাবে জামাত-শিবিরের কোন ক্ষতিই হবে না। উলটা এটাকে পুজি করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারবে।

এইসব কিছু বাইরে আরেকটা প্রশ্ন আমার মনে বারবার উকি দিচ্ছে। শেখ হাসিনার চার পাশে এখন সব বাম নেতারা এবং সব গুরুত্বপূর্ণ পদে। এরা কি আসলেই আওয়ামী লীগের ভাল চায়? আওয়ামী লীগের বিপদে কি এরা আওয়ামী লীগের পাশে থাকবে?
গোলাম মাওলা রনি তার কলাম ও টকশোতে এই ধরনের কথা প্রায়ই বলছেন। আমারো সন্দেহ হচ্ছে আলকামি যেভাবে আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে এই বামরাও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করে দেয় কিনা!

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মদন বলেছেন: সময়ই সব প্রশ্নের উত্তর দিবে।

১৪| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আ.র.জা বলেছেন: একটা জিনিস লক্ষ্যক্ষনীয়, ব্লগে এখন আস্তে আস্তে বলা হচ্ছে যে মতিঝিলে রাতের অভিযানে হেফাযত হত্যা করা হয়েছে। হত্যার সংখাটিও আস্তে আস্তে বাড়ছে।

কিন্তু গত তিনদিন ধরে এই ব্লগে বলা হচ্ছিল যে না রাতে কোন মানুষ মারা হয়নি। এটা হতেই পারে না...... তাদের সরিয়ে দেয়া হয়েছিল........মাত্র কয়েকজন মারা গিয়ে থাকতে পারে....... ইত্যাদি ইত্যাদি।

সত্য কোনদিন চাপা থাকে না । এটাও এক সময় প্রকাশ পাবে যে ঐদিন রাতে ঠিক কি হয়েছিল।

০৯ ই মে, ২০১৩ রাত ১১:১১

মদন বলেছেন: হাসিনা বলেছিলেন রানা প্লাজা থেকে আগেই লোক সরিয়ে ফেলা হয়েছিলো ( Click This Link ) সেখান থেকে লাশ বের হলো ১০০০ আর আহত বের হলো ৩০০০

সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন শাপলা চত্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এখন দিনে দিনে লাশের সংখ্যা বাড়ছে, লাশের ছবি বের হচ্ছে, ভিডিও বের হচ্ছে

১৫| ১০ ই মে, ২০১৩ রাত ২:২৪

অমৃত সুধা বলেছেন: বিএনপি-আওয়ামী লীগই হেফাজত উত্থানের কারণ
http://dhakajournal.com/?p=6597

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মদন বলেছেন: পড়লাম।

মানবজমিনের একটি রিপোর্ট পড়ে দেখতে পারেন।
হুজুরদের নিয়ে সবাই খেলছে Click This Link

১৬| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৪১

শয়ন কুমার বলেছেন: +++

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.