নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মশকরা

১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৫

২০০৩ সালে ওয়েব ডিজাইনার হিসেবে যোগ দেই টাইগার আইটি(http://www.tigeritbd.com/) এর অংগ প্রতিষ্ঠান হোমভিউ বাংলাদেশ ডট কম এ। একই সাথে জয়েন করেন চঞ্চল ভাই (https://www.facebook.com/chan.chal.988)। চঞ্চল ভাই ছিলেন কন্টেন্ট ডেভেলপার। ইংরেজীতে চমৎকার আর্টিকেল লিখতেন। যেমন রসিক মানুষ তেমনি স্মার্ট। তার মাথাতেও নিত্য নতুন আইডিয়া খেলতো। সে সময়ে হোমভিউ বাংলাদেশ খুবই জনপ্রিয় ছিলো প্রবাসীদের কাছে। প্রথম কারন হলো বিটিভি, চ্যানেল আই এবং এটিএন লাইভ স্ট্রিমিং এর জন্য। এর সাথে নাটক, সিনেমা আর বিশাল বাংলা গানের ভান্ডার ছিলো হোমভিউ বাংলাদেশ। আমার হাতেই আপলোড হয়েছিলো ৪০০০ এর উপর বাংলা গান। এছাড়াও সে সময় হোমভিউ এর সেকশন হিসেবে উন্মাদ, তারোকালোক, কিশোর তারোকালোক, রহস্য পত্রিকা প্রকাশ হতো।



মাহবুব আলম বাপ্পী ভাই ছিলেন আমাদের বস। অসাধারন ভালো মানুষ। সরোজ ভাই ছিলেন ওয়েব ডেভেলপার। একজন সত্যিকারের ক্রিয়েটিভ মানুষ।



একদিন চঞ্চল ভাই বাপ্পী ভাই এর কাছে নতুন আইডিয়া শেয়ার করলেন। আইডিয়াটা এমন। অনলাইন থেকে কিছু ফানি পিকচার সংগ্রহ করে সেগুলোর বাংরা সংস্করন করা। ছবিতে কোলাজ যাবে বাংলায় এবং প্রয়োজনে নিজেদের প্রেক্ষাপটে পরিবর্তন করা হবে। বাপ্পীভাই এক কথায় অনুমতি দিয়ে দিলেন। নতুন সেকশনের নাম দেয়া হলো মশকরা। সরোজভাই বানিয়ে দিলেন নতুন সেকশন। আমি আর চঞ্চল ভাই নেট থেকে ছবি খুজি বাছাই করি আর চঞ্চল ভাই সেগুলোতে কথা বসায়। কথাতো নয় যেনো এক একটি হাসির বোমা। খুব অল্প সময়ের মধ্যেই সেকশনটি এতো জনপ্রিয় হয়ে গেলো যে আমাদের দেখাদেখি সে সময়ের কয়েকটি জনপ্রিয় পোর্টালও এমন সেকশন চালু করে।



দশ বছর আগের কথা। আমরা কেউই আর হোমভিউতে নাই। এমনকি হোমভিউ সাইটই বন্ধ হয়ে গেছে। কিন্তু আজো নেট এ নেট এ ঘুরে ফিরে সেই ফানি ফটো গুলো। এখন অনেকেই এমন ফানি ফটো তৈরী করেন। অনেক মজার মজার ছবি পাওয়া যায়। এরই মধ্যে যখন মাঝে মাঝে আমাদের তৈরী করা সেই ছই গুলোও পাই তখন কিছুটা পুরোনো দিনকে মনে করিয়েই দেয়।



ইদানিং প্রতি মাসে ২/১ টা ওয়েব সাইট না করলে আমার পেটের ভাত হজমই হয় না। সাইট তৈরী করতেও সময় নেই না। ১দিন থেকে ২ দিন। কোন রকম লেআউট তৈরী করেই আপলোড করে দেই। পরে ধীরে ধীরে ঠিক করি। গত ৩দিন আগে এমনই একটি সাইট বানালাম। নাম দিলাম মজা লস? ডট কম (http://www.mojalos.com/)



[ বি:দ্র: এখানে নেট থেকে পাওয়া মজার ছবিগুলো একসাথে করা। কোনো ছবির কপিরাইটই মজা লস ডট কম এর নয়। মুল উদ্দেশ্য হলো সবাইকে একটু মজা দেয়া। ৯৯.৯৯% ছবি নেট থেকে সংগ্রকৃত। এখানে কারো নিজের কপিরাইটকৃত ছবি থাকলে, এবং সেই ছবি ব্যবহারে আপত্তি থাকলে জানাবেন। মুছে ফেলা হবে। ]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১:১৪

নানাভাই বলেছেন: হোমভিউ বাংলাদেশ ডট কম এর ভক্ত আমি।

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

মদন বলেছেন: সাইটটি চালু রাখা প্রয়োজন ছিলো। প্রচুর কনটেন্ট ছিলো :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.