নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মোটরবাইকের রেজিষ্ট্রেশন ফী

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

বাংলাদশে ৫০সিসি থেকে ১৫৩সিসি পর্যন্ত মোটরসাইকেল দেখা যায়। মোটর সাইকলের রেজিষ্টেশন ফী সিসি এর পার্থক্যের সাথে নির্ভর করে। একই সাথে বাইকের ওজনের সাথেও সম্পর্ক রয়েছে।



নিম্নোক্ত মোটরসাইকেলগুলোর রেজিষ্ট্রেশন ফী কত লাগে জানা দরকার। যে যতটুকু জানেন ততটুকু জানালেই চলবে।



অগ্রীম ধন্যবাদ।



বাংলাদেশে মোটরসাইকেলের সিসি সমূহ:

৫০ সিসি

৮০ সিসি

৯০সিসি

১০০ সিসি

১১০ সিসি

১১৫ সিসি

১২৫ সিসি

১৩৫ সিসি

১৪০ সিসি

১৫০ সিসি

১৫৩ সিসি

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

ফেরদাউস আল আমিন বলেছেন: ভাই বিআরটিএ এর ওয়েবসাইটেই তো সব পাওয়ার কথা।
সরকার ডিজিটাল বাংলাদেশ করেছে, আপনাদের যাতে কষ্ট না হয়।
আপনার জন্য ওয়েবসাইট থেকে ছবি তুলে এখানে উপস্থাপন করলাম


নুন্যতম ৩,৩০০টাকা
উর্ধে ৪,৩০০ টাকা
বার্ষিক ১০ বছরের জন্য ১০,০০০টাকা

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮

ফেরদাউস আল আমিন বলেছেন: নবায়ন একনাগারে ১০বছর, লাগবে দশ হাজার টাকা, ফিটনেস = দরকার নাই

৩| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমারো জানা দরকার।

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

মদন বলেছেন: মোটরবাইকে আগ্রহী সবারই দরকার।

৪| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

মদন বলেছেন: ডিজিটাল নম্বর প্লেট এর জন্য লাগছে ২২৬০ টাকা

৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

মদন বলেছেন: ১০০ সিসি বাইকে লাগে ১৩৩০০ টাকা সাথে ১৫% ভ্যাট সাথে ২২৬০ টাকা ডিজিটাল নম্বর প্লেট

৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭

ফজলুল করিম বলেছেন:
দুনিয়ায় এত্ত মোটরসাইকেল থাকতে আপনি আমার বাইকটাই এড দিলেন

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

মদন বলেছেন: আপনার বাইকের পারফরমেন্স কেমন?????????? :)

৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪

ফজলুল করিম বলেছেন:
Click This Link

ভাই চরম মজা ।
ফুল ্ফ্যামিলি এক বাইকে। B-)

একটাই সমস্যা ব্রেইক খুব খারাপ।
খু্বই সবধানে চালাতে হয়।
৪০-৫০ স্পিডে হটাৎ ব্রেক কোন ভাবেই সম্ভব নয়। :( X(

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৯

মদন বলেছেন: ৫০% সিদ্ধান্ত নিলাম। বর্তমান বাইক বাদ হয়ে গেলে আপনেরটাই কিনবো ইনশাআল্লাহ :)
ব্রেক এর কথাতেই তো ভয় খাইয়ে দিলেন। আমার বাইকে অলওয়েজ কড়া ব্র্রেক লাগে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.