![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনিতেই গরমের সময়, সাথে রয়েছে অতিরিক্ত বাতাসের আদ্রতা। গরমে হাসফাস অবস্থা। এই অবস্থা আরো করুন হয়ে ওঠে যখন দিন শেষে বিছানায় যাওয়া হয়। যতক্ষন ফ্যানের নিচে ততক্ষন আরাম। ঘুমানোর জন্য মশারীর ভেতরে ঢুকলেই মনে হবে ফ্যানটি শুধু শুধুই ঘুরছে। একটু বাতাস গায়ে লাগে না। মশারী ভিজিয়ে দিলে মিনিট ৫ মিনিট আরাম এরপর সেই আগের মতোই। এই দুরবস্থা দুর করতে এসেছে ম্যাজিক মশারী।
ম্যাজিক মশারী আর দশটি মশারীর মতোই। আলাদা কোনো কিছু নেই। বিদ্যুত লাগে না, কিন্তু আপনাকে দিবে সাধারন মশারীর থেকে দ্বিগুন ঢোকার বাতাসের নিশ্চয়তা। মশারীর মধ্যে থেকেও আপনি ফ্যানের বাতাস পাবেন প্রায় আগের মতোই।
এই মশারীর বৈশিষ্ট্য হলো এটির বুনন অন্য মশারীর থেকে একটু আলাদা। মাঝের ফাকা গুলো সামান্য বড়। এবং ওজনে কিছুটা হাল্কা।
দাম ৬০০ টাকা থেকে ৮০০ টাকা।
মশারীটির খারাপ দিক হলো এর সুতো সাধারন মশারীর থেকে কিছুটা নরম মনে হয়েছে, তাই টেকসই কম হবার কথা।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯
মদন বলেছেন: দোয়া করি, কেউ যেন করে
২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
সাহাদাত উদরাজী বলেছেন: চরম। কোথায় পাওয়া যাচ্ছে!
৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯
মদন বলেছেন: একটু ভালো মানের মশারীর দোকানেই পেতে পারেন।
৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯
রোহান খান বলেছেন: "সোনি সুলতানা বলেছেন: আহা !! কেউ যদি গিফট করতো ?"
লাগবে নাকি - ব্যাংক একাউন্ট নং পাঠাইদিয়েন @ সোনি সুলতানা
৪| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯
বাঁধলেই বাঁধন বলেছেন: শুত মশা ধুকবে না?
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মদন বলেছেন: খুব বেশি ছোট এবং চিকন হলে তো ঢুকে পড়তেই পারে।
৫| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩
নাঈম বলেছেন: দারুন একটা জিনিস, আমি ব্যবহার করছি, ভেতরে বাতাস ভালই পাওয়া যায়
।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯
মদন বলেছেন: আমিও
৬| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৭| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০
সাদা রং- বলেছেন: ড. ইউনূসের এ মশারি নাতো।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮
মদন বলেছেন: না
৮| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইউনূসের জিনিসতো , জনকল্যাণে কতটুকু কাজে লাগবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
মদন বলেছেন: আপনার ইউনুস বিদ্বেষ দেখে হতাশ হলাম।
দু:খিত এটি ইউনুসের পন্য নয়। এটি একটি চাইনিজ মশারী।
৯| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১১
ফজলুল করিম বলেছেন:
দেখতে মসলিন কাপড়ের মতো মনে হচ্ছে।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৫
মদন বলেছেন: ছবিটি নেট থেকে নেওয়া। আসল মশারী অনেকটাই এরকম। আমি যেটি ব্যবহার করি সেটি অনেক সফট এবং ওজনে হাল্কা।
১০| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
লিংকন১১৫ বলেছেন: আমি বেবহার করছি প্রায় ৪ ৫ মাস
ভালোই
১১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১
অপূর্ণ রায়হান বলেছেন: কিউরিয়াস ছিলাম জেনে ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪
সোনি সুলতানা বলেছেন: আহা !! কেউ যদি গিফট করতো ??