![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক বিকেল পাঁচটা। বিপুল নেতা-কর্মীর সমাগম। কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয়—কে নেই সেখানে। গমগম করছে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়। তিল ধারণের ঠাঁই নেই।
বিকেল সাড়ে পাঁচটা। আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সাংবাদিকদের কাছ থেকে হাসিমুখে ভোটের খোঁজখবর নিলেন। বললেন, ‘আমরা খবর পেয়েছি, উত্সবমুখর পরিবেশে গাজীপুরে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা চলছে। আজমতের অবস্থা ভালো।’ এ সময় তাঁর সঙ্গে দলের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসসহ দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তিনটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে যান গাজীপুরের এম এ মান্নান। তার পরও টিভি সেটের সামনে বসে থেকে ফল দেখতে থাকেন নেতা-কর্মীরা। সবার মুখে হাসি ছিল। হঠাত্ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ দেখে চমকে ওঠেন দলের নেতারা।
তখন ঘড়িতে সময় ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা। এরপর একে একে কার্যালয় ছাড়তে থাকেন তাঁরা। নেতা-কর্মীদের বলতে শোনা যায়, ‘গাজীপুরের জন্য কী করেনি আওয়ামী লীগ। তার পরও কী করে একজন দুর্নীতিবাজ এগিয়ে থাকে!’
রাত আটটার দিকে সভানেত্রীর কার্যালয়ের বাইরের সব আলো নিভিয়ে দেওয়া হয়। দপ্তরে শুধু উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি আর কার্যালয়ের কর্মচারী ছাড়া কেউ নেই। সবাই গম্ভীর। মুখে কোনো কথা নেই।
গাজীপুরের ফলাফলের বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হয় দলের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের নেতাদের সঙ্গে। কিন্তু তাঁদের সবার মুঠোফোন বন্ধ।
যে কার্যালয় কখনো রাত ১২টার আগে বন্ধ হয় না, সেটা বন্ধ করে দেওয়া হয় রাত ১০টায়। নিভিয়ে দেওয়া হয় সব আলো।
গাজীপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা তিরোহিত হতেই অন্ধকার নেমে আসে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে
Click This Link
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
মদন বলেছেন: হুমমম
২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত ৪ টি বিভাগে ও আজ গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে উল্টাটাই দেখতেন।
ঢাকায়ও এই রকম ফলাফলই দেখা যাবে।
সিটি নির্বাচনে মানুষ চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক.
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?
সাধারন নির্বাচনে এই ইশু থাকবেনা নিশ্চিত থাকেন।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
মদন বলেছেন: হয়তো
৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
কিং অফ মাইনকা চিপা বলেছেন: @হাসান কালবৈশাখী- হা হাহা হাহা
সত্যি সেলুকাস ভাই আপনি। এইরকম যুক্তি ত সিনেমাতেও পাওওা জায় না। অসাধারন
আমি ত ভাবসিলাম লীগের সমর্থকরা বলবে যে খালেদা জিয়ার কলাম লেখার কারনেই নির্বাচনে আজমত হেরেছেন
আপনি ত মশাই আসলেই সেলুকাস।
সাহারা খাতুন থেকেও বেসি মজা পেলাম আপনার মন্তব্বে।
এর জন্য আপনাকে সাহারা এ্যাওয়ার্ড
৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩
দুরন্ত-পথিক বলেছেন: আজকে গতকাল দেখলাম তো ফায়েল বলেছিলেন -আওয়ামীলীগ ই জিতবে শতভাগ। এখন তো কার্যালয়ে অন্ধকার নামবেই।কনফিডেন্সের ও একটা লিমিট থাকে।মনে হয় এখন ভারত বাসীর মুখও আন্ধার হইয়া গ্যাছে।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
মদন বলেছেন:
৫| ০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬
আতা2010 বলেছেন: Click This Link
এই সমাজে নারীর শরীর ব্যবহার করা হয় পুরুষকে আনন্দ দেওয়ার জন্য
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
মদন বলেছেন: লিংকটিতে পোষ্ট নেই
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২
জীবনকেসি বলেছেন: দাতঁ কেলিয়ে হানিপার বক্তব্যের অপেক্ষায় আছি। অপু উকিলনির ,,,, দেখার জন্য জাতি উদগ্রিব। শাহবাগিদের আন্দোলনের ফসল বিএনপির ঘরে। একখান মওদুদিয় ভাষন আসছে।। ধন্যবাদ গাজিপুর বাসিকে।