নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

কবর দখল করলেন শামীম ওসমান!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কবরস্থানে দুটি কবরের জায়গা দখল করে সীমানাপ্রাচীর দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। তিনি নিজে উপস্থিত থেকে প্রাচীর নির্মাণ তত্ত্বাবধান করেন। কবরের জমি কিনতে আবেদন করার নিয়ম থাকলেও তিনি তা মানেননি।শহরের মাসদাইরে সিটি করপোরেশনের কবরস্থানটি অবস্থিত।



সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, সিটি করপোরেশনের কবরস্থানে কবরের জমি কিনতে হলে আবেদন করতে হয়। কিন্তু শামীম ওসমান কোনো আবেদন না করেই দুটি কবরের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। সেখানে কাউকে দাফন করতেও তিনি বারণ করেছেন।



জয়বাংলা

খেতা-বালিশ-কবর সামলা =p~

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

তোমোদাচি বলেছেন: কবর দখল করলেন শামীম ওসমান! -- কেন উনি কি ওপারের ডাক পেয়েছেন নাকি??? ;)

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

মদন বলেছেন: জ্বী, উনি ওপারে যাইতেছেন দোযখ দখলের লাইগা ;)

২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:
আগে ভাগেই দেখি নিজের জন্য কবর দখল করে নিচ্ছে ! পরে জায়গা পায় কি না পায় সেই ভয়ে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

আমিনুর রহমান বলেছেন:

ওহ আরেকটা কথা একটা তো বুঝলাম নিজের জন্য অন্যটা কার জন্য ! আপডেট কিছু পেলে কিন্তু জানাতে ভুলবেন না ;)

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

ShusthoChinta বলেছেন: এইভাবে কেউ নিজের কবর নিজে খোড়ে? শালার মরণেরও কোন ভয় নাই,পুরোই মানসিক বিকারগ্রস্থ পাবলিক!

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

ৈতয়ব খান বলেছেন: বাই জানেরা, আসসালামু আলাইকুম।
আপনেরা বেহুদা প্যাচার পারেন বুঝি না। আরে মিয়া! ঢাকা শহরে জমির যে দাম বাইড়া যাইতাছে হেইডা কি খেয়াল করেন না। মিয়ারা, মইরা গেলে জা’গা পাইবেন কই আগে থেইকা বুকিং দিয়া না রাখলে? নারায়ণগঞ্জ তো আরও ব্যস্ত জা’গা। হেইহানে তো জমির দাম আরও বেশি। আমাগো শামীম বাই, বোকা না। অতিশয় বুদ্ধিমান। যারে কয় বুদ্ধির ঢেকি। তাই আগে থেইকা উনি নিজের আর নিজের বউ’র ভবিষ্যত চিন্তা কইরা এই জা’গাটা এট্টু বান্ধাইয়া রাখলো। বুঝবার পারছেন??????????

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

চাঁন মিঞা সরদার বলেছেন: তোমোদাচি বলেছেন: কবর দখল করলেন শামীম ওসমান! -- কেন উনি কি ওপারের ডাক পেয়েছেন নাকি???

জয় বাংলা--- খেতা বালিশের পরে এবার কবর ও সামলা ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬

ম্যাংগো পিপল বলেছেন: মরার পরে দখল বজায় রাখবো কে ??

পুরোই মানসিক বিকারগ্রস্থ পাবলিক!

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শামীম ওসমানের বিরুদ্ধে অনেক খুনের অভিযোগ আছে বলে জানি। ঐ খুন গুলো ওসমান কেন কেরেছে বলেন তো ??????????

আরে, ওগুলো তো খুন না, স্বর্গে জায়গা দখলের জন্য ওপারে লোক পাঠিয়েছে মাত্র।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

মদন বলেছেন: :-/

৯| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

মোমেরমানুষ৭১ বলেছেন: বেটায় চালাক মানুষ, মরনের পর যদি তার ছাওয়াল-পাওয়াল ঠিক যায়গায় কবর না দেয়, এই জন্য আগেবাগেই কবরস্তান দখল করেছে

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: কমেন্ট গুলো পড়ে মজা পেলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.