![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইসাইকেল নিয়ে একটি ওয়েব সাইটে করেছি http://www.bicyclebd.com/
সেখানে দেশে পাওয়া যায় এমন সাইকেলরে ইনফো আছে। সাইকেল বিক্রি করে এমন স্টোরের তালিকা রয়েছে http://www.bicyclebd.com/page/bicycle-stores/ আরো স্টোরের সংগ্রহের কাজ চলছে।
বাংলাদেশের মেঘনা গ্রুপের সাইকেলগুলোর তথ্য তেমনভাবে কোথাও পাচ্ছি না আর দু/একটি যা পাচ্ছি ছবি একদমই ভালো না। এব্যাপারে কেউ হেল্প করলে কৃতজ্ঞ থাকবো।
সাইকেল বিষয়ক গ্রুপ/ফোরাম/কমিউনিটির ইনফো আগামিতে এড করা হবে।
মতামত কাম্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
মদন বলেছেন: ধন্যবাদ।
এখনও কাজ চলছে সাথে তথ্য জোগাড়ের কাজও করে যাচ্ছি।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
রিয়াদ হাকিম বলেছেন: ভাই, ছোট বেলায় সাইকেল পাওয়া যেত ৩০০০ টাকায়, ৪০০০-৬০০০ টাকায় ভাল সাইকেল পাওয়া যেত। সেই দাম এখন ২২,০০০/২৫,০০০ টাকায় গেল কেমনে? বংশালে সাইকেলের দাম কেমন??
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
মদন বলেছেন: যে দামের চান সে দামেরই পাবেন
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
আহলান বলেছেন: Cycle er shathe cycle wali free naki?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
মদন বলেছেন: দরকার নাকি????
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনার সাইটের জন্য।
SCOTT Genius Traction Control সাইকেলটা কি বাংলাদেশে পাওয়া যায়??..দাম কত হতে পারে??
ফোল্ডিং সাইকেলের কোন ছবি নাই ......
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
মদন বলেছেন: http://www.bicyclebd.com/page/bicycle-stores/
এখানে ফোন দিয়ে জেনে নিতে পারেন
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
তারেক বলেছেন: সাইকেল চালানো শিখতে চাই । এ ব্যাপারে হেল্প করেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
মদন বলেছেন: দোকানে যান, একটা সাইকেল কিনেন। চালাইতে চালাইতে বাসায় নিয়া চইলা আসেন
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো বানিয়েছেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
লালমিয়াভাই বলেছেন: ফেইসবুকে নিচের লিঙ্ক গুলোতে গুঁতো দিয়া দেখেন, কাজ হতে পারেঃ
১। বিডি সাইক্লিস্ট
২। Cyclelife Exclusive (Meghna Group)
৩। Lion Cycle Cycle Hub Bd
আশা করছি ইনফোগুলো কাজে দেবে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মদন বলেছেন: সাইকেল হাব টি নতুন পেলাম বাকি গুলা লিস্টে রেখেছিলাম। অনেক ধন্যবাদ লিংক গুলোর জন্য।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
লালমিয়াভাই বলেছেন: এই ওয়েব সাইটটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেঃ
D Cyclist
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মদন বলেছেন: এটির সন্ধান পেয়েছি শুরুতেই। মেঘনা গ্রপের একটি সুন্দর তথ্যবহুল সাইট আশা করেছিলাম।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
লালমিয়াভাই বলেছেন: আমার জানামতে মেঘনা গ্রুপের সাইকেলের জন্য কোন ওয়েবসাইট নাই। সাইকেল লাইফ এক্সক্লুসিভ হচ্ছে ওদের শোরুম এবং বিক্রয় কেন্দ্র। গতমাসে আমি ওদের ধানমন্ডির শোরুম থেকে একটা সাইকেল কিনি। ওখানে রাহাত ভাই আছেন, আপনি ওনার সাথে কথা বললে সকল তথ্য পেতে পারেন । রাহাত ভাইয়ের ফেবু লিংক:
রাহাত
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
মদন বলেছেন: http://meghnagroup.com.bd/
এটি হলো মেঘনা গ্রুপের ওয়েব সাইট। কিন্তু এখন বন্ধ আছে। যখন ছিলো তখনও ইনফো তেমন ছিলো না।
রাহাত ভাইয়ের লিংকের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
শাহরিয়ার খান রোজেন বলেছেন: দেখলাম, ভালোই বানিয়েছেন।