![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘তিন দিনের মধ্যে চমক দেখাবো’ এমন কোনো কথা বলেননি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, তিনি কী করবেন তা জনগণ সহসাই দেখবেন, এমন কথাই বলেছিলেন।
শনিবার সকালে চট্টগ্রাম ক্লাব হলে ‘লেটস টক’ শিরোনামে একটি অনুষ্ঠান শেষে জয় সাংবাদিকদের এ কথা বলেন।
জয় বলেন, “বিরোধী দলই সংসদে না এসে বারবার সংলাপ ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছেন। সংসদই সব আলোচনা ও সমঝোতার মূল কেন্দ্র।”
তিনি বলেন, “বিরোধী দল চাইলে সরকার যেকোনো জায়গায় আলোচনায় প্রস্তুত।”
কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বন্দরনগরী এসে জয় চিটাগাং ক্লাব হলে নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুচিন্তা ফাউন্ডেশন নামক বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয়ভাবে তত্ত্বাবধায়ন করছে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ নামে আরেকটি সংস্থা।
আয়োজকেরা জানান, মূলত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও তরুণদের তাদের তথ্যপ্রযুক্তি ও আগামীর রাজনীতি বিষয়ে তাদের চিন্তা ভাবনা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী পুত্র। তার সঙ্গে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার পুত্র রোজোয়ান সিদ্দিকী ববিও উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, “আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে চার বছরে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসার বিকল্প নেই।”
জনগণ বিএনপি আমলের দুর্নীতি, জঙ্গিবাদ ও দুঃশাসন দেখেছে এবং তারা আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেন জয়।
অনুষ্ঠানে যোগ দিতে জয় বিমানযোগে সকালে চট্টগ্রাম আসেন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টায় তিনি চিটাগাং ক্লাবে প্রবেশ করেন। বিমান বন্দর থেকে চট্টগ্রাম ক্লাব পর্যন্ত তাকে দেয়া হয় কঠোর নিরাপত্তা।
সকাল থেকে চিটাগাং ক্লাবের গেইটে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণকারীদের প্রবেশের সুযোগ দেয়া হয়। চট্টগ্রামে জয়ের এ কর্মসূচি নিয়ে শুরু থেকে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়। অনুষ্ঠান কভার করতে কোনো মিডিয়াকে দাওয়াত দেয়া হয়নি। তবে জয়ের আগমনের খবরে সকাল থেকে মিডিয়াকর্মীরা ভিড় জামান চট্টগ্রাম ক্লাবের ফটকে। কিন্তু কর্মসূচির মিডিয়া পার্টনার-- দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী ছাড়া সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
অনুষ্ঠান শেষে অবশ্য জয় অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তার সফর ও দেশের রাজনীতিসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন।
মূল কর্মসূচি শুরুর আগে সজীব ওয়াজেদ জয় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চা-চক্রে মিলিত হন এবং অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।
এতে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি নূরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উপস্থিত ছিলেন।
Click This Link
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মদন বলেছেন: মরহুম জলিল সাহেব ও কিন্তু ট্রাম্প কার্ডের ডেট পার হবার পরে বলেছিলেন আমি এমন কথা বলিনি। এসব সাংবাদিক ভাইয়েদের বানানো কথা।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মদন বলেছেন: তিনদিনের চমকে প্রথম আলোর নিউজ http://goo.gl/MRh2UI
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিবার তন্ত্রের সমাপ্তি হোক।
তারকে বা জয় যোঘ্যতা দিয়ে স্থানে ফিরুক কারো আপত্তি নেই। কিন্তু সেই পদ্দতিটিইতো গলা টিপে মেরে ফেলা হয়েছে সকল দলে।
তৃণমূল থেকে মেধা দক্ষতা, যোগ্যতার ভীত্তিতে ক্রমশ উচ্চস্তান লাভের পথটাই বন্ধ!!
অথচ দু দলই বলে তারা গণতান্ত্রিক।
আসলে আমাদের বাউল মন, ভাববাদী মন আর সহজেই ভক্তির অনুভবেই আমরা পরিবারতন্ত্রে আচ্ছন্ন হয়ে পড়ছি!!!
ফিরে আসা দরকার দ্রুত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মদন বলেছেন: ফিরে আসা দরকার দ্রুত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
জহির উদদীন বলেছেন: ছেলেটা একদম মায়ের মতো হয়েছে.....
মা হইলো মিছা কথার ড্রাম......আর ছেলেটা মাত্র ডিব্বা
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
nurul amin বলেছেন: সালারা কি জন্য যে এ দেশে আসে ?
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
স্বাধীকার বলেছেন:
জহির উদদীন বলেছেন: ছেলেটা একদম মায়ের মতো হয়েছে.....
মা হইলো মিছা কথার ড্রাম......আর ছেলেটা মাত্র ডিব্বা
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
ঢাকাবাসী বলেছেন: এরা মা-পুতে ভয়ংকর মিথ্যে কথা বলে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
মদন বলেছেন: মাও গুনে ছাও
৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: MA-CHO...
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
প্রািন্ত বলেছেন: ছেলেটি একদম মায়ের মত, বেশী কথা বলে।