নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

জয়ের রাজনীতি সম্পর্কে ওয়াজেদ মিয়া যা বলেছিলেন

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

সজীব ওয়াজেদ জয় এখন সক্রিয় রাজনীতিতে। কখনও মতবিনিময় করছেন নীতিনির্ধারকদের সঙ্গে, কখনও ছুটে যাচ্ছেন তৃণমূলে। সবচেয়ে বেশি সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ৯ বছর আগেও একবার সস্ত্রীক বাংলাদেশে আসার পর তার রাজনীতিতে যোগ দেয়া নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সেসময় তারেক রহমানের শুভেচ্ছা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।



জয়ের পিতা প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড: ওয়াজেদ মিয়া আজ প্রয়াত। ২০০৪ সালের ২৪শে ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি মূল্যায়ন করেছিলেন নিজ পুত্রের।



সেই সাক্ষাতকারে তিনি বলেছিলেন, জয় শুরুতেই একটি ভুল করে বসলো। বিএনপির যুগ্ম-মহাসচিব তারেক রহমানের পাঠানো শুভেচ্ছা বার্তা গ্রহণ করা তার উচিত ছিল। এতে তার ঔদার্য প্রকাশ পেতো। তারেক রহমানের শুভেচ্ছা বার্তা যারা ফেরত পাঠিয়েছেন তারা একটি ভুল করেছেন। জয় প্রথম সস্ত্রীক দেশে এসেছেন। তাকে যে কেউ শুভেচ্ছা জানাতে পারেন। খালেদা জিয়া এবং শেখ হাসিনার মুখ দেখাদেখি বন্ধ। তারেক আর জয়ের ক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। তাদের দুই জনের তো কোন ব্যক্তিগত বা রাজনীতিক বিরোধ নেই। হওয়ার সম্ভাবনাও নেই। তারেক রহমান সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত আর জয় এখনও রাজনীতিতে নামেনি।



রংপুরে জয়ের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, এলাকার বউ হিসেবে হাসিনা তার ইমেজ গড়ে তুলতে না পারলেও জয় তা পারবে। জয়কে মায়ের ভাল গুনগুলো- যেমন যে কাউকে সহজেই আপন করে নেয়া, সবাইকে কনভিন্স করার ক্ষমতা গ্রহণ করতে হবে। জয়ের হঠাৎ হঠাৎ রেগে কথা বলা, অস্থির প্রবণতা এবং অতি আত্মবিশ্বাস বাদ দিতে হবে। তাহলে জয় অবশ্যই সাফল্য পাবে।



তিনি বলেছিলেন, মুসলীম রীতিতিতেই জয়-ক্রিস্টিনের বিয়ে হয়েছিল। জয়ের বিদেশিনী বিয়েকে সকলেরই স্বাভাবিকভাবে নেয়া উচিত। এটা অন্য কিছু নয়। আর ক্রিস্টিন মেয়ে হিসেবে অসাধারণ। সে কখনও রাজনীতিতে আসবে না। পেছন থেকে জয়কে সাহায্য করবে। তারা এদেশে স্থায়ী বসবাস শুরু করলে ক্রিস্টিন আইন পেশায় যোগ দিবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১১

অর্থনীতিবিদ বলেছেন: ডঃ ওয়াজেদ নিপাট ভদ্রলোক ছিলেন। নিদেনপক্ষে বিতর্ক থেকে অন্তত দূরে ছিলেন। তবে সজীব ওয়াজেদ তার পিতার গুণাবলী তেমন কিছু পায়নি বলেই মনে হচ্ছে। বেফাঁস কথাবার্তা বলে ইতোমধ্যেই সজীব ওয়াজেদ বেশ হাসির পাত্র হয়েছেন এবং তারেক জিয়ার শুভেচ্ছা ফিরিয়ে দিয়ে সৌজন্যবোধহীনতার পরিচয় দিয়েছেন। ক্রিস্টিনা! হায় ক্রিস্টিনা! ডঃ ওয়াজেদেরে লক্ষ্মী বউ ক্রিস্টিনা আজ কোথায়? ডঃ ওয়াজেদ তার ছেলেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই মূল্যায়ন করেছিলেন। সময়ই বলে দেবে তার মূল্যায়ন কতটুকু সঠিক আর কতটুকু ব্যর্থ।

ডঃ ওয়াজেদের এই সাক্ষাতকারটি সম্পর্কে তেমন বিস্তারিত কিছু মনে নেই। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। এ ধরণের পোস্টের প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ পোস্টটির জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

মদন বলেছেন: তারেক জিয়ার শুভেচ্ছা ফিরিয়ে দিয়ে রাজনৈতিক অসহিষ্ঞুতার পরিচয় দিয়েছিলো। দীর্ঘদিন পরে আবার রাজনৈতিক অঙগনে আসার পরে আশা করেছিলাম অন্তত মায়ের মতো বেফাস কথা বলবে না :(। হায়! যেই লাউ, সেই কদু।

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৯

ফায়ারম্যান বলেছেন: শেখ মুজিব স্বাধীনতা মূল কারিগর
হাসু ইতর
জিয়া আধুনিক দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা এবং সৎ লোক ।
তারেক চুর ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪১

ফায়ারম্যান বলেছেন: আমরা বাঙ্গালী জাতি শেখ মজিবের স্বপ্ন পূরণ করতে পেরেছি কিন্তু জিয়ার টা এখনো বাকি আছে ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০

বশর সিদ্দিকী বলেছেন: জয়রে নিয়া ওয়াজেদ মিয়ার কথা বলা মানায় না। যেই পোলা তার বাপের জানাজা পরতে পারেনা সেই পোলা আবার নামের মইধ্যে বাপের নামখান ঠাসকইরা ঢুকাইয়া দেয়। কুলাঙ্গার কোনহানকার।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

মদন বলেছেন: এইডা জানা ছিলো না। তারা তো সকালে এক দেশে থেকলে বিকেলে থাকে আরেক দেশে। তাদের জন্য তো আর আমাগো মতো পাসপোর্ট/ভিসা নিয়া সমস্যা নাই। সঠিক কারন ছাড়া বাপের জানাজায় অনুপস্থিত থাকলে অবশ্যই সে কুলাঙ্গার।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

িটউব লাইট বলেছেন: কি কন? bashor_17 ভাই। বাপের জানাজায় আসে নাই?
আগে জানলে আতুর ঘরে গলা টিপ্পা মাইরা ফালাইত

৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

জহির উদদীন বলেছেন: কুলাঙ্গার কোনহানকার।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: ভাইগ্না হালায় একটা কুলাঙ্গার।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৮

সদয় খান বলেছেন: আমি কিছু কমু না । তার (বাংলাদেশের রাজপুত্তুর) কাছে আমার ব্যাপারেও তথ্য থাকতে পারে !!!

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

মদন বলেছেন: :-/

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

মোশতাক বলেছেন: তার কাছে হগগলেরই তইথ্য আছে। এর লাইগাই আমি এতদিন কুনু মন্তব্য করি নাই।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

মদন বলেছেন: তথ্য বাবার কাছে আপনার সম্পর্কেও তথ্য আছে @ মোশতাক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.