![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতালবিরোধী মহড়ার সময় পিকেটারদের হামলায় যশোরে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে যুবলীগ নেতা শিমুল তার সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে নওয়াপাড়ায় মহড়া দিচ্ছিলেন। এ সময় হরতাল সমর্থনে জামায়াত-বিএনপির একটা মিছিল ওই এলাকা পার হচ্ছিল। শিমুল ও তার সহযোগীরা ওই মিছিলের ওপর চড়াও হলে মিছিলকারীরা শিমুলের মাইক্রোবাসে হামলা চালিয়ে তাদের মারধর করে এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
হরতাল সমর্থকরা শিমুলকে তাড়া করে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির মধ্যে নিয়ে গিয়ে সেখানেই বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ সময় শিমুলের আরো কয়েকজন সহযোগী মারাত্মক আহত হন। তাদের যশোর মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক নতুন বার্তাকে জানান, নিহত শিমুলের লাশ উদ্ধার করে অভয়নগর থানায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, যুবলীগ নেতা শিমুলের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে শিমুল জেল থেকে ছাড়া পান।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২
মো ঃ আবু সাঈদ বলেছেন: এদের রাস্তায় নামিয়ে গণদাবী দমন করতে চাইলে পরিণতি তো এমনই হবার কথা!!!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
পটাশিয়াম নাইট্রেট বলেছেন: ঐ সব শিমুল-টিমুল মরলে হাসিনার কিছুই যায় আসেনা! তারপর ও আগ বাড়িয়ে ঝামেলা করতে আসলে দু-চারটাকে ঐ পারের টিকেট ধরিয়ে দিলে জনগণ হাত তালি দেবে।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
চাঁন মিঞা সরদার বলেছেন:
জনতার ক্রোধে হায়েনা লীগের ক্যাডাররা ভস্ম হয়ে যাবে।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ঢাকাবাসী বলেছেন: দেশে দুপেয়ে জীব বড্ড বেশী, কমুকনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রসঙ্গত, যুবলীগ নেতা শিমুলের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে শিমুল জেল থেকে ছাড়া পান।
এদের রাস্তায় নামিয়ে গণদাবী দমন করতে চাইলে পরিণতি তো এমনই হবার কথা!!!
দুঃখজনক।
একজনের বালখিল্যতার পরিণতিতে পুরো জাতি ভুগছে। সমাধানকৃত ঘটনাকে আবার সমাধার অযোগ্য বানানোর দায় সরকার কিচূতেই এড়াতে পারবে না।।