![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালটা সম্ভবত ১৯৯৭। আমাদের কলেজে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবার কথা সারা যাকের এর। আমার উপরে দায়ীত্বছিলো তাকে কলেজে নিয়ে আসা। কলেজ থেকে তার বাসার ঠিকানা দিয়ে দেয়া হলো। বাড়ী চিনিনা, তার উপরে সেলিব্রেটির বাসা। ভয়ে ভয়ে কাক ডাকা ভোরে উত্তরার বাড়ীতে গিয়ে আমি হাজির। ডুপ্লেক্স বাসা। নিচের ড্রয়ীং রুমে আমাকে বসতে দেয়া হলো। কি কাজে যেনো আলী যাকের নীচে এসে আমাকে বসে থাকতে দেখে ক্যাসেটে গান ছেড়ে দিলেন বসে বসে শোনার জন্য। একটি টিভি তারকাকে এতো সামনা সামনি সেই প্রথম দেখা। এরপরে বিস্কুক চা খেয়ে সারা যাকেরের গাড়ীতে কলেজে আসা সবই অতীত।
অনেকদিন হলো টিভি দেখা হয়না, দেখা হয়না নাটক বা সিনেমা। তাই টিভির পর্দায় তাদের দেখিনি, তবুও অসাধারন ব্যক্তিত্বের জন্য আজও ভালো লাগে আলী যাকের কে।
কায়মনে প্রার্থনা, সুস্থ্য হয়ে উঠুন আলী যাকের।
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২
মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: চমৎকার একজন অভিনেতা। মহান আল্লহ্র কাছে তাঁর সুস্থ্যতা কামনা করছি।