নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

নিজের অথবা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসেব রাখুন সহজেই

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

নিজের প্রতিষ্ঠান করেছেন। আয়-ব্যয়ের হিসেব রাখা দরকার। সফটওয়্যার কিনতে গেলে আবার খরচের বিষয় আছে আর ফ্রী ডাউনলোড করলে এই অপশন নাই তো ওই অপশন অতিরিক্ত আছে। আবার অরিজিনাল ভার্সন কেনার নোটিশ বার বার।



চাকুরীজীবি হলে নিজের আয়ের হিসেব একটাই কিন্তু ব্যয়ের হিসেব শত ধারার। ব্যয়টি সহনীয় রাখতে এবং ব্যয়ের সঠিত হিসেব রাখতে সামান্য প্রযুক্তির ব্যবহার আপনার জীবন আরেকটু সহজ করে দিতে পারে।



হিসাব২৪(http://www.hishab24.com/) একটি অনলাইন একাউন্টিং সফটওয়্যার। আপনি আপনার মতো করে জমা-খরচের হিসেব রাখতে পারবেন। যে কোনো তারিখের হিসেব দেখতে পারবেন। চাইলে প্রিন্ট করতে পারবেন।



সফটওয়্যারটি করা হয়েছে আমার আপনার মতো সাধারনদের কথা ভেবেই। তাই একাউন্টিং এর জটিল জঠিল ভাষার প্রয়োগ নেই। ব্যবহার করবেন একদম সহজেই।



পিসি/মোবাইল দুটি দিয়েই সহজেই ব্যবহার করা যায়। http://www.hishab24.com/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

কোডব্লকার বলেছেন: ভাই এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে ইন্টারফেস অনেক ইম্পরট্যান্ট। UI টা আরো বেটার করেন।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

মদন বলেছেন: কথা সত্য।
টেকনিক্যাল দিকগুলো আরেকটু গুছিয়ে নিয়ে ডিজাইনটা শুরু করার ইচ্ছা আছে।

২| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: হ মামু কয়দিন পর কইবা "প্রিয় গ্রাহক/ব্যবহারকারী, অনেক ব্যবহার করচেন, এইবার টেকা দেন, নাইলে কইলাম আপনের টিহা পইসা হিসাব নাই কইরা দিমু। আফনাকে ধন্যবাদ!"

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

মদন বলেছেন: সেই কয়দিন না হয় ব্যবহার করেন ;)

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

ঢাকাবাসী বলেছেন: অনেকের কাজে লাগতে পারে।

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

মদন বলেছেন: কাজে লাগলেই আমার কষ্টের স্বার্থকতা।

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

শফিউল আলম চৌধূরী বলেছেন: আইডিয়াটা জোস। ফিউচার সিরাম। ব্যবসা সফল করতে হলে আপনাকে ডিজাইন আগেই পরিবর্তন করতে হবে। মানুষ এমন সাইট দেখলে বিশ্বাস করতে পারবে না। ডিজাইন হতে হবে আল্ট্রামর্ডান।

যাই হোক, রেজিষ্ট্রেশন করে আরো রিভিউ দিব :)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

মদন বলেছেন: আমি টেকনিক্যাল দিকটা আগে একটু গুছিয়ে নেই। ডিজাইনটা পরে করবো ঠিক করেছি।

মুলত ব্যবহারকারী ব্যবহার করে উপকার পেলে তবেই স্বার্থকতা।

নেক্সট রিভিউ এর আশায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.