![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশম জাতীয় সংসদের নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের শিষ্য-ভক্ত আবু রেজা মুহাম্মদ নেজামু্দিন নদভী। শুক্রবার চূড়ান্ত তালিকায় মনোনিত হয়েছেন এ নেতা।
আবু রেজা নদভী জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের একান্ত প্রিয়জন। মধ্যপ্রাচ্যে আবু রেজা নদভীকে গোলাম আযমের ছেলে হিসেবে জানেন অনেকে।
গোলাম আযমের নাম ভাঙিয়ে মধ্যপ্রাচ্যে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন নদভী। এছাড়া জামায়াতের পরিচয় ভাঙিয়ে সেখান থেকে অনেক সুবিধা নিয়েছিলেন তিনি।
এছাড়া আবু রেজা নদভী চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মুমিনুল হক চৌধুরীর বড় মেয়ের জামাই।
আবু রেজা নদভী ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য। তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামীলীগ হচ্ছে এমন একটি দল যেখানে রাজাকার ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হওয়া যায়।
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
মদন বলেছেন:
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ম্যাংগো পিপল বলেছেন: মুক্তিযুদ্ধের ইজারাদার বলে কথা, তারা করলে লীলা খেলা অন্যেরা করলে ঢং
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
মদন বলেছেন:
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ঢাকাবাসী বলেছেন: আরে কি যে বলেন, একে দিয়েই তো ৪-৫ কোটি টাকার মনোনয়.. বানিজ্য হলো যে!
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
বিশ্বাস করি 1971-এ বলেছেন: বালবৈশাখী কৈ গেলি? আই দেইখা যা!
@আশমএরশাদ: শোন বোকা** তোদের মত দুইনম্বুরিরা সব কিছুই হালাল করতে পারে জামাতি কুত্তাগুলার মত। রাজাকার মুক্তিযোদ্ধা হয়া যায় চোখের পলকে। শেখ হাসিনার বেয়াই এখন মুক্তিযোদ্ধা আর রাজাকারের নাতি এখর গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দেয়। চরম বিনোদন আবালদের জন্য।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
আশমএরশাদ বলেছেন: ভাই নদভী নিজে কি রাজাকার ছিল? রাজাকার আর যুদ্ধাপরাধী এক কথা নয়।
তৎকালীন মুসলীম লীগের সবাই পদাধিকার বলে রাজাকার অথবা শান্তি কমিটির প্রধান ছিলো। কিন্তু সেখানেও কেউ কেউ মুক্তিযুদ্ধাদের আগলে রেখেছেন পাকিস্তানি আর্মির রোষানল থেকে গ্রামবাসীকে কৌশলে বাঁচিয়েছেন।