নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

এক রানা জেলন্তরে, লক্ষ রানা সাভারে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

সাভার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ঢাকা-আরিচা হাইওয়ের ওপর কড়া প্রহরা বসিয়েছেন ডা. এনামুর রহমান। সাভারে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই চিকিৎসক-রাজনীতিক বাংলানিউজকে বলেন, “দেশে স্বাধীনতাবিরোধী চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের প্রতিহত না করতে পারলে দেশের মূল্যবান সম্পদ বাঁচানো যাবে না। অতএব ঢাকায় ‘রাজনৈতিক কর্মসূচির নামে যে নাশকতার প্লট তৈরি’ করা হচ্ছে তা যে কোনো উপায়ে ঠেকিয়ে দিতে হবে।” শনিবার দুপুরে সাভারে সরেজমিন ঘুরে দেখা যায় রাস্তায় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। তারা

ঢাকামুখি গাড়িগুলো থামিয়ে সন্দেহভাজনদের আটকে দিচ্ছেন। এনামুর রহমান বলেন, সাভারে আওয়ামী লীগকে কখনোই এতটা সক্রিয় হতে দেখি নি। আওয়ামী লীগের

মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডাঃ মো. এনামুর রহমান। তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী। বাংলানিউজের সঙ্গে এনামুর রহমানের কথা হয় তার

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে। সেখানে তিনি তার রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি, সাভারকে আরও কার্যকর অর্থনৈতিক জোনে পরিণত করার লক্ষে স্বপ্ন ও প্রত্যাশার কথা জানান।





Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ওরে কলা ভরা দেয়া দরকার!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

মদন বলেছেন: চাপাই নবাবগনজের কানসাটের বিদ্যুত আন্দোলন নিয়ে রাব্বানী আর সাভারে এনাম কাকু। একই পথের পথিক। ক্ষমতার লোভ বড়ই খারাপ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪

৭১বাংলা বলেছেন: বিশ্বাস করি 1971-এ বলেছেন: ওরে কলা ভরা দেয়া দরকার! =p~ =p~ =p~ =p~ =p~

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

কলাবাগান১ বলেছেন: জামাতি রাজাকারদের পক্ষে কাজ করলে এখন উনার বীরত্ত্বগাতা নিয়ে আপনারা পোস্ট দিতেন......

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪

মুহসিন বলেছেন: দেশ এখন মনে হচ্ছে দুশিবিরে বিভক্ত। বিএনপি-জামাত-হেফাজত, আর আওয়ামী-কম্যুনিস্ট-নাস্তিক। সবই ঠিক ছিলো যদিনা সন্ত্রাসীরা দুদলের ভেতর আস্তানা না গাড়তো। এ বলে ওই সন্ত্রাসী, ও বলে এই। তারপর মারামারি-খুনাখুনি-গোলাগুলি-বোমাবাজি। দেশ কি তাহলে শেষ পর্যন্ত উচ্ছন্নে যাবে। মাঝখানে মরবে নিরীহ মানুষ!

এরপর দুদলের মারামারিতে দেশটি যখন সিরিয়া বা ইরাকের মত বিধ্বস্ত হযে যাবে, আসবে কোন বৃহৎ স্বার্থ চরিতার্থকারী দেশ। বলবে আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

মদন বলেছেন: আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.