![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ভালই লাগে। আগেও অনেক তাড়িয়েছি। মাঝে একটু বিরতি দিতেই হাত-পা চুলকাতে শুরু করলো। বাধ্য হয়ে আবার মোষ তাড়ানি শুরু করছি।
সময়ের প্রেক্ষিতে বাংলাদেশে ইকমার্স ব্যবসা দিন দিন বাড়ছে। অনেকেই ইকমার্স ব্যবসায় আসছেন। ইকমার্স ব্যবসায় শুরুতেই যে সমস্যায় পড়তে হয় তা হলো নিজের একটি ইকমার্স সাইট। অনলাইনে অনেক ফ্রী স্ক্রীপ্ট পাওয়া যায় কিন্তু সেগুলো নিজে সেটাপ দিয়ে এবং আমাদের দেশের উপযোগী করে কাস্টোমাইজ করে নিতে পারা সম্ভব হয় না। আবার বিদেশী স্ক্রীপ্টগুলোতে পেমেন্ট গেটওয়ে হিসেবে পেপ্যাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে বসানো আছে, অথচ আমাদের দেশের জন্য ক্যাশ অন ডেলিভারী, বিকাশ, অনলাইন ব্যাংকিং ইত্যাদি বেশি প্রয়োজন। আবার বিদেশী স্ক্রীপ্টগুলোতে আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি অপশন থাকে যা অধিকাংশ ক্ষেত্রেই কাজের জন্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয়। এই সকল বিষয় বিবেচনায় রেখেই আমরা একটি শপিং কার্ট তৈরী করেছি নাম "বিজয় কার্ট" (http://www.bijoycart.com/)
যে সুবিধাগুলো থাকছে-
- আনলিমিটেড পন্যের বিভাগ যুক্ত করা
- আনলিমিটেড পন্য যুক্ত করা
- ডেলিভারী এরিয়া অনুযায়ী ডেলিভারী চার্জ নির্ধারন
- সাইটের থীম কাস্টোমাইজ সহ নিজের পছন্দমতো থীম আপলোডের সুবিধা
- ক্যাশ অন ডেলিভারী, বিকাশ, মোবাইল ব্যাংক, অনলাইন ব্যাংক ইত্যাদি।
আপাতত এগুলো দিয়েই শুরু, আশা করি সামনে আরো সুবিধা যুক্ত করতে পারো।
আগ্রহীরা ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। সমস্যা থাকলে জানাবেন এবং পরামর্শ দিয়ে উপকৃত করবেন।
http://www.bijoycart.com/
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
মদন বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: শুভকামনা।