নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

যে পথে আগাবে আওয়ামীলীগ

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ। নির্বাচনে কি হবে তা আওয়ামীলীগের মতো প্রবীন দলের আগে থেকেই জানা ছিলো। শুধু উপস্থিতির হার কিছুটা হতাশ করেছে। অন্তত ২০% এর মতো ভোটার উপস্থিত হলেও তাদের সুবিধা হতো।



নির্বাচনের আগে থেকেই শুধু মাত্র ভারত বাদে পৃথিবীর সমস্ত দেশের অনুরোধ-পরামর্শ উপেক্ষা করে চলেছে আওয়ামীলীগ। একতরফা নির্বাচনে বহির্বিশ্বের কোনো দেশের সমর্থন আদায় করতে পারে নাই। শুধু মাত্র ভারতে একক পরামর্শ ও সমর্থনে নির্বাচনে যেতে হয়েছে আওয়ামীলীগকে। নির্বাচন পরবর্তী অবস্থাও আওয়ামীলীগকে আরো দুর্দশার মধ্যে ফেলে দিবে। কেননা গনতন্ত্রের মাঠে তাদের নৈতিক পরাজয় ঘটেছে।



অন্যদেশ কি বললো তা নিয়ে মাথা না ঘামালেও চলতো বাংলাদেশের, কিন্তু সমস্যা হলো যে দেশের বাজেটের সিংহভাগ জুড়ে থাকে বিদেশী সাহায্যে, সেদেশ আর যাই হোক দাতা দেশের কথা না শুনে চলতে পারা সম্ভব নয়। সিডর ঝড়ে চাল সাহায্য দেবার কথা বলে ভারত আজো দেয় নাই, কাজেই ভারতের সক্রিয় সাহায্য কতটুকু পাওয়া যাবে তা ভবিষ্যতই বলবে।



যেহেতু নির্বাচন হয়ে গেছে এবং কাজেই এবার ভারতের কাজ আওয়ামীলীগকে তার কাজে সাহায্য করা। ভারত এখন আপ্রান চেষ্টা করবে বহির্বিশ্বে বাংলাদেশের এই সরকারের স্বীকৃতি আদায় করে নিতে। ভারত যদি পারে,তাহলে আওয়ামীলীগ আগামি ৫ বছরের জন্য টিকে যাবে। আর যদি না পারে তাহলে কিছুটা দু:খের দিনই আওয়ামীলীগের জন্য আগামিতে অপেক্ষা করছে। কেননা দাতা দেশের সাহায্য ছাড়া ১টি বছরও দেশ চলবে না, উন্নয়নমূলক কাজ থেমে যাবে, বহির্বিশ্বে বন্ধু হারাবে। আওয়ামীলীগ যদি তার যেদ বজায় রাখার জন্য বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, যেটি ভারত চাচ্ছে তাতে কিছুটা হীতে বিপরিত হবে, কেননা প্রকাশ্য জামায়াত অপেক্ষা নিষিদ্ধ জামায়াত বেশি হিংস্র হবে। ফলাফলে আমরা সাধারন জনগন আফগানিস্তানের থেকে খুব বেশি ভালো থাকবো বলে মনে হয় না। একই সাথে ভারতের অতি আগ্রহের কাছে আমাদের আত্নসমর্পন হবে ফুটন্ত কড়াই থেকে ঝাপ দিয়ে জ্বলন্ত উনুনে পড়ার মতো। পাকিস্তানকে সরাতে আমাদের লেগেছে ৯মাস, ভারতকে সরাতে ৯০ বছরেও হবে কিনা সন্দেহ।



আসলে কি হবে তা সময়ের উপরেই ছেড়ে দেয়া যাক। আমরা তো দর্শক মাত্র। খেলোয়াড়রা খেলে যাক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

চোরাবালি- বলেছেন: দর্শকের ভূমিকায় আমাদের দুর্দশার কারণ

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

লেখোয়াড় বলেছেন:
আর আমার মতো ‍‍‌ "লেখোয়াড়েরা" লিখে যাক।

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

মদন বলেছেন: অবশ্যই :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

তিক্তভাষী বলেছেন: নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে বিদেশী বন্ধুর স্বার্থরক্ষা! এ যুগে বিরল বটে! এ থেকে পশ্চিমবগ্গের মুখ্যমন্ত্রী মমতার শেখা উচিত!

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: সহমত ১০০ ভাগ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

মদন বলেছেন: সংবিধান রক্ষায় এই নির্বাচনের প্রয়োজন ছিলো: ভারত
Click This Link

বাংলাদেশের সংবিধান রক্ষার চিন্তায় দেখি ভারতের ঘুম আসে না রে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

অনিকেত রহমান বলেছেন: সংবিধান রক্ষার নির্বাচন তো নয় আওয়ামীলীগের মুখ রক্ষার নির্বাচন।।

তবে মুখ পুড়েছে।।

আর দাদারা দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ চুরি করার।। সেই চিন্তাই তাদের ঘুম হচ্ছে না

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

মদন বলেছেন: ঠিকই বলেছেন :)

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

মদন বলেছেন: বুশ এর নির্বাচনে জেতার জন্য, অথবা পৃথিবীর মনযোগ অন্য দিকে ঘোরানোর প্রয়োজন পড়লেই হাজির হতো লাদেন ইস্যু। আওয়ামীলীগের জন্য আছে হিন্দুদের নির্যাতন ইস্যু।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মদন বলেছেন: এখন যেমন বলা হচ্ছে জামাত-শিবির এটা করেছে। এটা একটা শ্লোগান হয়ে গেছে। বাস্তবে দেখা যাচ্ছে সব জায়গায় জামাত-শিবির করেছে বিষয়টি এ রকম না। অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজনও জড়িত হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি"

সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ

Click This Link



অর্থাত, প্রথমে হিন্দু কোপাও, দোষ দেও বিএনপি-জামায়াতকে, এরপর বিচারের নামে বিএনপি-জামায়াতরে কোপাও।

কোপা শামসু.. =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.