নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

তৈরী হচ্ছে বাংলাদেশের আকর্ষনীয় চিড়িয়াখানা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

খাঁচায় পোরা হচ্ছে সংসদ ভবনকে! এখন বিশ শতকের দুনিয়াসেরা দশ স্থপতির একজন লুই আই কানের সর্বশ্রেষ্ঠ এই কাজটিকে দেখতে হবে শিকের ফাঁক দিয়ে। এমন একটি অনন্য স্থাপনার মালিক হয়ে আমরা সম্ভবত বুঝতে পারছি না যে ‘এমন সম্পদ লইয়া কী করিব!’ এই সম্পদের নিরাপত্তা দরকার, সম্ভবত সংসদে যাঁরা বসেন, তাঁদের নিরাপত্তাও দরকার (সংসদ ভবনে বসে সাংসদেরা নিরাপত্তাহীন বোধ করেন কি না, এটা জানার কৌতূহল হচ্ছে)। সুতরাং একে খাঁচায় ঢোকাও! নিরাপত্তা বলে কথা!





Click This Link



বন্যরা বনে সুন্দর, নেতারা খোয়াড়ে

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

নীল ভোমরা বলেছেন: এই 'খাঁচায় ঢোকাও' উদ্যোগের প্রতিবাদ জানাই! লুই আই কানের এই বিখ্যাত স্থাপত্য অটুট থাকুক মূল নকশার অনুরূপ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

মদন বলেছেন: সাংসদরা কি আজকাল জনগনকে ভয় পায় নাকি???

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সত্যিকারের জনগণের ভোটে নির্বাচিত হলে হয়তো ঐ ভীতি কাজ করতো না। খোলা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টকারী ঐ বেড়া দিতে হত না।

:#)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মদন বলেছেন: আপনি তাদের শুধু শুধু লজ্বা দিচ্ছেন

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

এম আর ইকবাল বলেছেন:
সাংসদরাই ঠিক করবেন
তারা খাঁচায় থাকবেন , কি না ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সাংসদরা কি আজকাল জনগনকে ভয় পায় নাকি???

আবার জিগায়!!

পাইবনা কেলা?

বিনা ভোটে নেতানা !!!!!!

জনগণরেইতো সবচে বেশী ভয় পাইব!!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

মদন বলেছেন: এইডা ভালো কইছেন।

এর আগে স্বৈরাচার এরশাদ চারিদিকে লোহার বেড়া দিয়েছিলো। এবার আরেক স্বৈরাচার বিনাভোটে সংসদে গিয়া ভয়ে নিজেরে খাচার মধ্যে ঢুকায়া নিতেছে :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

রাতুল রেজা বলেছেন: ওইটা তো একটা চিড়িয়াখানাই । তফাত শুধু এতো দিন খাঁচা ছিলনা B-)

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :) :) :-B :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.