![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিন্তু
না সিটি কর্পোরেশন নির্বাচনে,
না সংসদ(!) নির্বাচনে
না উপজেলা নির্বাচনে
কোথাওই আওয়ামীলীগের সেই ফলাফল নেই। বরং যেখানেই সুষ্ঠ নির্বাচন সেখানেই আওয়ামীলীগের নিরুন্কুশ পরাজয়।
দেশের মানুষ কি সব রাজাকার হয়ে গেলো??????
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মদন বলেছেন: দমনটা কোথায় হলো??? উল্টো জামায়াতের ৩% ভোট গিয়ে ১০% এ ঠেকলো।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হা হা হা হা হা .............................. দারুন রঙ্গ করলেন ভাই। বে য়া ফ ক মজা। হা হা প গে।
গুরুত্বপূর্ণ এই পোষ্টটি দেখুনঃ
ছবি ব্লগঃ উপজেলা নির্বাচনঃ সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোট, ধারলো অস্ত্র নিয়ে হামলা। প্লাসঃ সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে দেশী বিদেশী অভিমত। প্লাসঃ একটি ভিডিও প্রামাণ্য চিত্র।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
মদন বলেছেন: পুরাই জয়বাংলা পোষ্ট
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
মৃত মানব বলেছেন: ব্যবসা আর বিচার দুইটা আলাদা জিনিষ।আওয়ামীলীগ জনগনকে টিভি টকশোর ভাউতাবাজীদিয়ে ভুলিয়ে রাখতে পারছেনা।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৫
মদন বলেছেন:
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
পাঠক১৯৭১ বলেছেন:
আপনি লিখেছেন,
" দমনটা কোথায় হলো??? উল্টো জামায়াতের ৩% ভোট গিয়ে ১০% এ ঠেকলো। "
দমন না হলে শিবির যেভাবে মানুষ, ট্রেন ও সম্পদ আক্রমণ শুরু করেছিল তা থামতো না।
জামাত ভোট বেশী পাচ্ছে, কারণ মানুষ ক্ষ্যাপা হাসিনার উপর: গত ভোটে তারা ভোট বিক্রয় করতে পারেনি, মেঝবান খেতে পারেনি, চা-সিগারেট পায়নি: বাংলার মানুষ নিজের ভবিষ্যতকে বিক্রয় করে দেয় ২০০ টাকায়।
উপজেলার ভোটে টাকা পাচ্ছে মানুষ।
উপজেলা চেয়ারম্যান পদটা বাতিল করার দরকার ছিল হাসিনার; এই পদে ভোট বন্ধ রাখার দরকার ছিল।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: উপজেলা ভোটে জয়ী হলেও বিএনপি ও জামাত সহজে দেশের ক্ষমতা পাবে না।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
হ্যারিয়ার-৩ বলেছেন: মোট নাম্বার অব ভোট প্রায় সমান সমান।
স্থানীয় নির্বাচনে সাধারনত বিরোধিরাই জেতে।
গত বিম্পি আমলেও বা তার আগেও দেখা গেছে।
গত কয়েকটি এম্পি উপনির্বাচনে বেশির ভাগ আম্লিগ ভাল করছে। সব জাতীয় নির্বাচনেও আওমিলীগ ভাল ভোট পেয়ে আসছে, এবারও পাইতো।
বিম্পি এমন কোন বালফেলাইনাই যে মানুষ গণহারে ভুট দিবে
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০১
মদন বলেছেন: আমিতো বিএনপির ভোটের কথা কই নাই। কইছি আওয়ামীলীগের কথা।
৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:১১
উপপাদ্য বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: জামাত ভোট বেশী পাচ্ছে, কারণ মানুষ ক্ষ্যাপা হাসিনার উপর: গত ভোটে তারা ভোট বিক্রয় করতে পারেনি, মেঝবান খেতে পারেনি, চা-সিগারেট পায়নি: বাংলার মানুষ নিজের ভবিষ্যতকে বিক্রয় করে দেয় ২০০ টাকায়।
আপনার ব্রেন আর ছাগলের ল্যাদার মধ্যে পার্থক্য রাখলেন না ভাই পাঠক। মানুষ জামায়াতকে এই কারনে ভোট দিছে। পাঠক ভাই আপনি সম্ভবত পচালু পত্রিকার মইত্যার মতো উটপাখি হয়ে বালির ঢিবিতে মুখ গুঁজে আছেন।
৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৫৬
পাঠক১৯৭১ বলেছেন:
@উপপাদ্য ,
মানুষ যদি হাসিনার উপর রাগ না করে, স্বচ্চায় জামাতকে ভোট দেয়, ধরে নিটে হবে বাংলাদেশে মানুষের মরণ হয়েছে।
একটু সঠিক রাজনীতি গড়ে উঠুক মানুষ জামাতকে 'রাজাকারীর জন্য' হিজরত করতে বাধ্য করবে।
৯| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:২৮
উপপাদ্য বলেছেন: @পাঠক১৯৭১
আওয়ামীদের অসুস্থ রাজনীতির কারনেই মানুষ অপেক্ষাকৃত ভালো মনে করেই বিএনপি জামায়াতকে আপাতত ভোট দিচ্ছে এটা মেনে নেয়া যায়। এবং এটা স্পষ্ট করে বলা দরকার যে আওয়ামীরা দেশটাকে যেভাবে শস্মান ও ভারতের করদরাজ্য বানানোর মতো করে চালাচ্ছে তাটে করে দেশের মানুষ বিরক্ত। তাই তারা অল্টারনেটিভ খুণনজে ভোট দিচ্ছে।
আপনি যদি আওয়ামীলীগকে ইংগিত করে বলে থাকেন সঠিক রাজনীতি চর্চার কথা তাহলে আবারো বলবো উট পাখির মতো আপনি বালুর ঢিবিতে মুখ গুঁজে আছে। সুস্থ ও সঠিক রাজনীতি গনহত্যা কিংবা রক্ত গংগা যারা বইয়ে দেয় তাদের দ্বারা অন্তত সম্ভব নয়।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১০
মদন বলেছেন: যুদ্ধোপরাধীদের বিচার করুক সমস্যা নেই, কিন্তু সেই মুলো ঝুলিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করার প্রচেষ্টা আওয়ামীলীগের জন্য সুখকর হবে না।
১০| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৫:০৫
মিতক্ষরা বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঠিক কি বলব তা বুঝতে পারছি না। যুদ্ধাপরাধী ইস্যুটি যৌথভাবে আওয়ামী লীগ এবং জামাতের সৃষ্টি। জামাত যদি ৭১ এ নিজেদের পরাজয় মেনে নিয়ে নূতনভাবে বিতর্কিতদের বাদ দিয়ে রাজনীতি করতে পারত তাহলে এই ইস্যুটি তৈরী হত না। আওয়ামী লীগও এই ইস্যু নিয়ে রাজনীতি করতে পারত না। সমস্যা হল যখন জামাত বিতর্কিতদের সামনের সারিতে রেখে রাজনীতি শুরু করল এবং ৭১ এ নিজেদের ভূমিকাকে সম্পূর্ন সঠিক বলে দাবী করল। এমনকি একজন জামাত নেতা পাকিস্তানের ডন পত্রিকার সাথে সাক্ষাতকারে এও দাবী করেছিলেন, বাংলাদেশের জনগন পাকিস্তান থেকে আলাদা হবার কারনে এখন অনুতপ্ত। এসব কোনভাবেই সাধারন মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল না। জাহানারা ইমামের গন আদালতে কিংবা শাহবাগে ব্যপক সংখ্যক তরুনের জমায়েত সেই সত্যকে প্রতিষ্ঠিত করেছে।
যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম নিয়ে জাফরুল্লাহ সহ অনেকেই নিজেদের অসন্তোষ ব্যক্ত করেছেন। এরা সবাই জামাতের পেইড এজেন্ট নন। সুতরাং এই বিচারটি সঠিক ভাবে পরিচালিত হয়েছে কিনা তা সময়ই বলে দেবে।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯
মদন বলেছেন: আমার ধারনা ছিলো যেহেতু অন্তত একজনের ফাসি হয়েছে, কাজেই জামায়াতের গ্রহনযোগ্যতা জনগনের কাছে শেষ। তারা দল হিসেবে যুদ্ধোপরাদী হিসেবেই সাব্যস্ত হবে।
উপজেলা নির্বাচনের রেকর্ড বলছে উল্টো। জামায়াতের ভোট বেড়েছে। ২০টি চেয়ারম্যান এবং ৫০টির মতো ভাইস চেয়ারম্যান জিতেছে।
তবুও বলবো বিচার শেষ হোক। নায্য বিচার হোক। জামায়াতের ভোট বাড়লো কি কমলো সেটি জনগনই নির্ধারন করুক। যুদ্ধোপরাধী হবার পরেও যদি জামায়াত ভোট পায় তাইলে আর কি করা। একেই তো গনতন্ত্র বলে।
১১| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৫:৫৭
এম এ কাশেম বলেছেন: "শুধুমাত্র যুদ্ধোপরাধীদের বিচার শুরুর জন্যই আওয়ামীলীগের নিরুন্কুশ বিজয় হবার কথা"
আর নিরুন্কুশ পরাজয় মানে কি "যুদ্ধোপরাধীদের বিচার" নামক
রাজনৈতিক প্রতিশোধের যে স্টীম রোলার চালাচ্ছে জনগণ তা
পরিস্কার বুঝে ফেলেছে, এবং তা মোঠেই পছন্দ করছে না -তা নয় কি?
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০
মদন বলেছেন: সরকার যদি জনগনের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য করুন পরিনতি ছাড়া আর কিইবা অপেক্ষা করতে পারে্?
১২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:১৮
nurul amin বলেছেন: বর্তমান সরকার মানুষের আশা আকাক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না। আলীগের রঙ্গভরা চাপাবাজি না মানুষ চায় বিদেশ যেতে, টাকা ইনকাম করতে। আওয়ামী চাপাবাজদের কারণে মধ্যবিত্তরা তাদের মূলধন হারিয়েছে। এ সরকার দেশের জন্য বিপদ হয়ে দাড়িয়েছে। উপজেলা নির্বাচনে আম্লীগ এর প্রতিদান পাচ্ছে।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৪
মদন বলেছেন: ভোট কেন্দ্র দখল করে ক্যাডার দিয়ে প্রার্থীকে জিতিয়েও বিএনপিকে টপকাতে পারে নাই। আর বিএনপি জামায়াতের যৌথ হলে তো আওয়ামীলীগের অবস্থান আরো শোচনীয়।
মোটের উপর কথা হলো আওয়ামীলীগ তার স্বৈরতন্ত্র দিয়ে যতক্ষন টিকে থাকতে পারে। পরের ফলাফল তাদের জন্য বড়ই করুন হবে।
১৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:০৮
ভিটামিন সি বলেছেন: অবৈধ সরকারকে অবৈধ বলার মতো কোন হাতিয়ার জনগনের হাতে ছিল না। এখন হাতে পেয়েছে; তাই তাদের হাতিয়ার কাজে লাগাচ্ছে। বড় দুই দল কথায় কথায় যতই বলুক "জনগন বিরোধীদলের সাথে নেই বা সরকার জনগন থেকে বিচ্ছিন্ন।" এসব কথা বলার কোন ভিত্তি নেই। এই কথার সার্থকতা প্রমান করার একমাত্র উপায় হচ্ছে স্বচ্ছ, শান্তিপূর্ণ নির্বাচন। যা এই অবৈধ সরকার এখনো কোথাও করতে পারেনি। নির্বাচন ছাড়া জনগনের তো কথা বলার জায়গা নেই। রিকশা-ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, মুদি দোকানদার বা ঝালমুড়ি বিক্রেতা কখনো ঠকশোতে যায় না কোন আন্দোলনে যায় না। তাদের পেটের চিন্তা থাকে। তাই যারা সরকারের আর বিরোধীদলের উপর চেপে বসে তাদের নাম ভাঙ্গিয়ে পেট চালায় তারাই কেবল জনগনের কথা বলে।
আর হ্যাঁ, পাঠক১৯৭১ ওরফে ঘাতক১৯৭১ ওরফে তরল দাদু'র একটা কথা আমার পছন্দ হয়েছে। নির্বাচন আসলে দেশের ৩য়, ৪র্থ বা তদনিন্ম শ্রেনীর নাগরকিদের একটু ফ্রি চা-পান-বিড়ি খাওয়ার সুযোগ ঘটে। হাম্বালীগ তো সেই সুযোগ নষ্ট করেছে। তাই আমরা ৩য়-৪র্থ বা তদনিন্ম শ্রেনীর নাগরিকরা ক্ষেপেছি অবৈধ সরকারের উপর। আমারা আমাদের হাতিয়ার প্রয়োগ করছি মাত্র।
বিষয়টা এমন আমরা ক্রিকেটে এন্টি ইন্ডিয়া। শ্রীলঙ্কা, আফগান, পাক বা ইংল্যান্ড কোন সমস্যা না। আমরা এন্টি ইন্ডিয়া।
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮
মদন বলেছেন:
১৪| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪
আল মামুনুর রশিদ বলেছেন: আম্লিগ অনেক শক্ত একটা দল কিন্তু খারাপ। আর আম্লিগ খারাপ বলেই বিনপি খমতায় আসে আসবে। এবারই আম্লিগের দুর্বল ও জনবিচ্ছিন্ন হয়ার পালা।
আর জামায়াত এত গাড়ি বাড়ি মানুষ মন্দির পুরায়েও জনপ্রিয়তা তাদের রাজনৈতিক জীবনের শীর্ষ পর্যায়ে , কারন জুলুম.
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯
মদন বলেছেন: আওয়ামীলীগের অত্যাচার আর একগুয়েমিই জামায়াতের ভোট বাড়াচ্ছে। নইলে যুদ্ধোপরাধের মতো ইস্যু নিয়ে কাজ করার জন্য আওয়ামীলীগ অন্তত ৭০% ভোট পেতো। সেই আওয়ামীলীগকে ভোট বিহীন নির্বাচন করে স্বৈরশাসকে পরিনত হতে হয়েছে।
১৫| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হা হা হা হা হা .............................. দারুন রঙ্গ করলেন ভাই। বে য়া ফ ক মজা। হা হা প গে।
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
মদন বলেছেন:
১৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২১
ঢাকাবাসী বলেছেন: অত্যাচার করে আসছে, তবু ক্ষমতায় থাকছে!
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮
মদন বলেছেন: অত্যাচারকারীরা একদি নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতার দাপট দেখাতে পারে। এরপরে তার পরিনতি অনেক করুন হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: দেশের মানুষ সবাই রাজাকার হয়নি, রাজাকারেরাও নিজকে রাজাকার বলে পরিচয় দেয় না।
আওয়ামী লীগ ছিল মওলানা ভাসানীর স্বপ্নের দল; সোহরাওয়ার্দী ও শেখ সাহেব লীগকে দখল করে ভালো কাজ করেনি।
যাক, এখনকার আওয়ামী লীগ ও পাকিস্তানের মুসলিম লীগ আদর্শের দিক থেকে একই হয়ে গেছে।
আওয়ামী লীগের পতন হবে, তবে সেই সুযোগ যেন খালেদা ও শিবির না নিতে পারে। হাসিনার একটা অবদান খালেদা ও শিবির দমন।