![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইলের বদৌলতে হাতের ঘড়ি এখন শোকেসে চলে গেছে। যেমন আর কথাই বলি। বিদেশ থেকে বন্ধু বা আত্নীয় এলে অনেকেই আমার জন্য ঘড়ি আনেন। আর আমি সেটি সযতনে আমার ড্রয়ারে রেখে দেই। শুধু সময় দেখার জন্য আলাদা একটি যন্ত্র বয়ে বেড়াবার মানে হয় না
আজকাল দুই ধরনের লোকদের ঘড়ি পরতে দেখা যায়। বয়স্কদের আর পরীক্ষার হলে পরীক্ষার্থীদের। আর কেউ পরলে হয়তো শখ বা ড্রেস এর সাথে ম্যাচিং করে পরতে পারে। কিন্তু প্রয়োজনে নয়।
কয়দিন ধরে ভাবছিলাম একটি ওয়েব সাইট বানাবো। বিষয় খুজে পাচ্ছিলাম না। জুম্মার নামাজ পড়ে আসার সময় হঠাত মনে হলো স্মার্ট ওয়াচ নিয়ে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়ে ওয়েবসাইট বানানো শুরু করে দিলাম। ঘন্টা তিনেক খেটে একটা ওয়েব সাইট বানিয়েও ফেল্লাম। বানানোর পরে ডাটা এড করতে গিয়ে দেখি মার্কেটে স্মার্ট ওয়াচ নাই। দুই/একটা কোম্পানী বানিয়েছে। বাকি সবাই বানানোর চিন্তা করছে ।
(এই জন্যই মনীষীরা বলেছেন গুগল সার্চ দিয়া করিও কাজ, করিয়া সার্চ দিও না )
কি আর করা। বানিয়ে ফেলেছি, বাদ তো দিতে পারি না। সনি আর স্যামসাং এর দুটি স্মার্ট ওয়াচ এড করেও দিলাম। আগ্রহীরা দেখতে পারেন http://www.smartwatchbd.com/
স্মার্ট ওয়াচ কি?
প্রথমত অবশ্যই একটি ঘড়ি, যে আপনাকে সময় দেখাবে।
আপাতত যতটুকু দেখা যাচ্ছে মোবাইলের সীম লাগানো বাদ দিয়ে স্মার্টফোনের প্রায় সকল সুবিধা থাকছে স্মার্টওয়াচে। আপনার স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযোগ করে স্মার্ট ওয়াচকেই মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন।
ছবি তোলা গান শোনা, গেম খেলা, ফেসবুকিং, টুইটার, শরীরের তাপমাত্রা, রক্তচাপ মাপা। জিপিএস ব্যবহার করে পজিশন বলে দেয়াসহ সবই হবে স্মার্ট ওয়াচে। এখন পর্যন্ত ফোন কল বা ইন্টারনেট সুবিধার জন্য স্মার্টফোনের সাহায্য নিতে হচ্ছে। সেদিন বেশি দুরে নয় যেদিন স্মার্ট ওয়াচে সীম লাগানোর সুবিধাও চলে আসবে। আর কি চাই?
২| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭
ঢাকাবাসী বলেছেন: বেশ কিছু দিন হলো ছবি দেয়া যায়না। কেউ দেখছেওনা!
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪১
মদন বলেছেন: কয়েকভাবে চেষ্টা করলাম। কোনোভাবেই ছবি আসে না
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২২
মদন বলেছেন: সামহোয়্যারে বাঘে ধরেছে। ছবি এড করা যায় না।