নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মেরুদন্ডহীন এক জাতির নাম বাঙ্গালী

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

1. আমরা যে ত্রিপুরার জনগণকে নদীর উপর বাঁধ (পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন) দিয়ে, 10/15 টি খালের উপর বাঁধ দিয়ে পণ্য পরিবহনের সুযোগ করে দিলাম, সেই ত্রিপুরার জনগণ আমাদের তিন জনকে পিটিয়ে হত্যা করলো!

2. আমাদের সরকার -আওয়ামীলীগ -বিএনপি -নাগরিক সমাজ ...সবাই নিশ্চুপ।

3. আমরা ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এর থেকে বাংলাদেশ কি পাবে, কি লাভ হবে -এসব নাকি পরে আলোচনা হবে!

হাসব না কাঁদব!!

4. তিস্তা অঞ্চল শুকিয়ে চৌচির। পানির জন্য হাহাকার চলছে। আমাদের সরকারের মন্ত্রী বলছেন, ভারতের নির্বাচন না হওয়া পর্যন্ত তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করা যাবে না।

5. লক্ষ্য করুন, বিদ্যুৎ করিডোর দেয়ার আলোচনার সময় কিন্তু ভারতের নির্বাচনের প্রসঙ্গ আসছে না।

6. আমাদের সরকার -মন্ত্রী -উপদেষ্টারা বলতে পারছেন না যে, তিস্তা এবং বিদ্যুৎ করিডোরের চুক্তি -একই সময়, একই টেবিলে হতে হবে। একটি না হলে আর একটি হবে না।

7. মন্ত্রী হওয়ার জন্য যাদের কাছে তদবির করব, ভোটারবিহীন নির্বাচনের পরও যারা আমাদের ক্ষমতায় রাখবে -কি করে তাদের কাছে এসব দাবি তুলে ধরবো!

8. সীমান্তে কাঁটাতারের বেড়া, পিটিয়ে হত্যা, গুলি করে হত্যা - ভারত সবই করতে পারবে।

তিস্তার পানি আটকে রাখতে পারবে, আরো কয়েক 'শো বাঁধ দিতে পারবে। টিপাইমুখ মূখ বাঁধ দেবে ভারত, আমাদের মন্ত্রী-উপদেষ্টারা কোরাস গাইবে 'বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু ভারত করবে

না '।

9. আমাদের আছে অফুরন্ত। দেব আর দেব। নেব না কিছু, চাইব না কিছু। আমরা তো অশিক্ষিত নই, আমরা বর্বর নই, আমরা অসভ্য নই!

কিছু চাইলেই অশিক্ষিত -বর্বর -অসভ্য হয়ে যাব!!

সরকার -আওয়ামীলীগ কিছু চাইছে না। বিএনপিও একদম চুপ।

সবাই খুব সাবধান, চাওয়া যাবে না কিছু!!



[collected]

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: মেরুদন্ডহীন এক জাতির নাম বাঙ্গালী : এতো পুরাণ কথা !

হাজার বছরের ইতিহাস তো তাই বলে, বাইরের লোকেরাই আমাডের শাসন করেছে !

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭

মদন বলেছেন: অনেকেই আমাদের শাসন করেছে, আমরা কাউরে শাসন করছি এই রেকর্ড নাই, এতোটাই বীরের জাতি আমরা।

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

হাসিব০৭ বলেছেন: X(( X(( X(( X(( এর চেয়ে ব্রিটিশ শাষন অনেক ভাল ছিল। শালার বাঙ্গালী কোনদিন আর জাগ্রত হতে পারবে না আর যেদিন জাগ্রত হবে সেদিন আর করার কিছুই থাকবে না

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬

মদন বলেছেন: বাঙ্গালী জাগ্রত হয় ইমরান সরকারের ডাকে। তার ডাকে পতাকা উড়ায়, তার ডাকে বিরিয়ানী খায়। যখন হুশ হয় ততক্ষনে কোটি কোটি টাকা ইমরান সাহেবের পকেটে।

বাঙ্গালী পতাকা উড়ায়, সরকার ইন্ডিয়ারে দাসখত লিখে দেয়।

বাঙ্গালী জাতীয়সংগীত গায়, নুরের কোটি টাকা কামাই হয়।

জোরসে বলো, জয়বাংলা।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: মেরুদন্ডহীন আওয়ামী সরকার X( X( X(

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

নবীউল করিম বলেছেন: Click This Link

Click This Link

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ঢাকাবাসী বলেছেন: আমাদের জাগায় ইমরান, বিরানীর জন্য জাগি, একহাজার টাকায় ভোট দিতে যাইনা, একজনকে পুলিশে ধরলে বাকি সব স্পিকটি নট, পাচ বছর মন্ত্রী বা উপদেষ্টা হয়ে ৫০০ কোটি কামাই.. ভাগ দিই..সন্তান উৎপাদন করি নির্বিকার# হিজড়ার জাত!

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেরুদন্ডহীন এক দলের নাম আওয়ামীলিগ।

২৪ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হবার জন্যই আলোচনা চলেছিল।

কলকাতায় বিশেষ স্থানে থাকা ভীরারা এখন চেতনার ধারক বাহক!

প্রকৃত মুক্তিযোদ্ধারা জীবন যুদ্ধে লিপ্ত!

চেতনারা ফেরিওয়ালারা হাড্ডিটার জন্য মৈখে ফেনা তুলে চামচামি করছে চোখ বন্ধ করে!

৯০ ভাগ মুসলমানের দেশে মুসলমানকে ২য় শ্রেণীর নাগরিক বানাতে তৎপর!

শুধু ক্ষমতার জন্য বাকশাল হয়েছিল। একচ্ছত্র ক্ষমতা।

আবার দেখছি একচ্ছত্র ক্ষমতার জন্য গণতন্ত্র হত্য করা হয়েছে।

বাঙালী মেরুদন্ডহীন নয়। তাদের সরলতাকে পূজি করে ধান্ধাবাজ রাজনীতিবিদ নামের কলংকগুলঅ মেরুদন্ডহীন।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাঙালি মেরুদণ্ডহীন না। ইতিহাস আমাদেরকে তাই বলে না।

কিছু সংখ্যক মেরুদণ্ডহীন মানুষ আছেন আমাদের সরকারি ও বিরোধী দলে। আর আছে ‌'দেশের চেয়েও দল বড়' অথবা ‌‌'রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই' ইত্যাদি তরিকায় বিশ্বাসী কিছু নীতিবিহীন নেতা, যাদেরকে কেউ কেউ রাজনীতিবিদও বলে। আছে টেন্ডারবাজ ছাত্রনেতা, দ্বিধা-বিভক্ত যুব সমাজ ইত্যাদি ইত্যাদি... এসবের উপস্থিতি আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে পরিচিত করাচ্ছে।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: শব্দটি পরিবর্তন করুন । বাঙ্গালী সাধারন মানুষ যে কি চিজ তা একদল সুশিক্ষিত ও অস্ত্র সজ্জিত পাক সেনাদের দেখিয়েছে ।

রাজনিতিক নামক সারমেয় আর উচ্চভিলাসি সামরিক জেনারেল রা আজ এই অবস্থায় এনেছে আমাদের ।

আমরা সবই দেখি বুঝি কিন্তু কিছুই করার নেই ।

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩

মদন বলেছেন: আমরা সবই দেখি বুঝি কিন্তু কিছুই করার নেই ।

এটিই মেরুদন্ডহীনতার লক্ষন।

৭১ এ ফেসবুক-ব্লগ কিছুই ছিলো না, বিরিয়ানীও ছিলো না। তাই নয়মাস যুদ্ধ করতে পেরেছে। এক নেতাকে ভালবেসে।

আজ নেতারও অভাব নেই, বিরিয়ানীরও অভাব নেই, তাই কোনো কিছুতেই আমাদের সমস্যা নেই।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

শাহ আজিজ বলেছেন: মদন, আমি হাতাইয়া দেখলাম আমার মেরু- ডাণ্ডা ঠিকই জায়গামত আছে। =p~ :-P :-0

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

মদন বলেছেন: আপনেরে তো কই নাই, কইছি আমাগোরে, হাল জামানার মুক্তিযোদ্ধা আমরা্। বিরিয়ানী ছাড়া যুদ্ধ করি না। কোনো অন্যায়ের প্রতিবাদ করি না।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সত্যের সন্ধানী এক যুবক বলেছেন: ভাই মাঝে মাঝে মনে হয় আমার হাতে যদি আলাদীনের দৈত্য থাকতো তাহলে তাকে দিয়ে আমাদের দেশের এই উদ্ভট ক্ষমতার যারা কেন্দ্রবিন্দু, এই ক্ষমতার যারা সহযোগী, ক্ষমতার যারা সর্মথক সবাইকে একে সাথে ব্রাশ ফায়ার করে মেরে ফেলতে বলতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.