![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্পোরেট জগতে কখন যে কোন কোম্পানী কার কাছে বিক্রি হচ্ছে তার ঠিক নেই। বড় কোম্পানীগুলো প্রতিযোগি ছোট কোম্পানীকে কিনে তার প্রতিযোগীর সংখ্যা কমিয়ে ফেলে। রাশিয়া যেমন ক্রিমিয়ারে গাপ করে ফেলেছে তেমনি কবে দেখবো আমাদের দেশ হয়ে গেছে ইনডিয়া।
স্বামীজি যেহেতু বাংলাদেশের এক তৃতিয়াংশ ইন্ডিয়ার অংশ হিসেবে দাবী করেছে, এবং সেখানে যেহেতু আমাদের প্রতিবাদ নেই কাজেই মৌনত সম্মতির লক্ষন হিসেবে ধরেই নেয়া যায়।
এক তৃতীয়াংশ কেন নিবে? নিলে পুরোটাই নিক। আমরা হলে ভদ্র জাতি। ট্রানজিটে টাকা নেই না। তিস্তাতে পানি না দিলেও কিছু বলি না। ফারাক্কার কারনে দেশ মরুভুমি হলেও আমরা হাসিমুখে থাকি।
বন্ধু বলে কথা। বন্ধুর জন্য সব উজাড়...
জয় বাংলা।
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
মদন বলেছেন: পরাধীন হবে কেনো? নতুন আরেকজনের সাথে মার্জ হয়ে বৃহৎ হতে যাচ্ছে।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
বাংলার নেতা বলেছেন: ভুখন্ড ই যদি না থাকে তবে পরাধীন না তো কী???
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
মদন বলেছেন: ভু-খন্ড থাকবে না কেনো? সবই থাকবে। শুধু দেশের নামটি পরিবর্তন হবে। এমনকি দেশের নাম পরিবর্তন নাও হেত পারে। যেমন স্কাইপকে মাইক্রোসফট কিনে নিয়েছে কিন্তু নাম পরিবর্তন করে নাই। শুধু মালিকানা পরিবর্তন হয়েছে। আমাদেরও তাই হবে। সমস্যা কোথায়?
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
কাকতড়ুয়া007 বলেছেন: মুরগীর গলাটা তো দেখছি এবার না কাটলেই নয় !!!
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮
মদন বলেছেন: কাইট্টা ফালান
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
ক্ষতিগ্রস্থ বলেছেন: কিন্তু, কিন্তু এক-তৃতীয়াংশ কিনবে, পুরাটা কিনবে না, মনটাই খারাপ হয়ে গেল... এইটা নিয়া একটা প্রতিবাদ জানানো দরকার না!
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
মদন বলেছেন: একমত।
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫০
বাংলার নেতা বলেছেন: ভারত এত কিছু বলছে, বাংলাদেশের কোন সে নাই! এই সরকার দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী??? বুঝলাম না!!!!
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮
মদন বলেছেন: এটি বন্ধুর প্রতি বন্ধুর উদারতা
৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১০
সংগ্রামী বালক বলেছেন: স্বামী জি আমাদের ছিলো ছোট একটি কথা,
দিবো না অর্ধেক বাংলা,নিয়ে যা তুই পুরোটা।
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬
মদন বলেছেন: পারফেক্ট
৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৯
বাংলার ঈগল বলেছেন: আমাদের দাবী: পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা আমাদেরকে ফেরত দিতে হবে।
৮| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
৯| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: মন্ত্রী উপদেস্টাদের কথায় তো মনে হংয় সিকিম আর আমাদের সাথে তফাৎ সামান্যই! এক আমলা কাম উপদেষ্টা বলেন ভারতের কাছে টাকা চাইলে অভদ্রতা হবে!
১০| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬
আমিনুর রহমান বলেছেন:
মাইক্রোসফট তাও টাকা দিয়ে কিনে নিয়েছে স্কাইপি। ভারত তো মাগনা পাচ্ছে আমাদের দেশ :/
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১
মদন বলেছেন: মাগনা কেমনে কন? তারা আমাদেরকে নিবে এই খুশিতে উল্টো আমরা আরো উপহার দিচ্ছি। ইলিশ দিচ্ছি, নদী শুকিয়ে পানি দিচ্ছি, নদীতে বাধ দিয়ে, নিজেদের রাস্তা নষ্ট করে ট্রানজিট দিচ্ছি। ইন্টারনেটের ব্যান্ডউইডথ দিচ্ছি। সামনে আরো দেবো...
১১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২
আমিনুর রহমান বলেছেন:
সবই মাগনাই দিচ্ছি (তারা যা মুল্য দিচ্ছে সবই তো প্রায় নাম মাত্র মুল্য) ... এইবার দেশটাই দিয়া দিমু
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩
মদন বলেছেন: পুরাই...
১২| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
রিফাত হোসেন বলেছেন: এক্টা বলি। ক্রিম আর রাশিয়ার ব্যপার আলাদা। এইটার সাথে ভারয় আর বিডি মিলানো ঠিক না।
খ্রিম এর ৯০% মানুষ রাশিয়ান ভাষা আর জীবন বিধান এক! তার উপর তারা নিজেরাই রাশিয়ায় পারলে ঢুকে যায়.
বাংলাদেশীরা চায় না।
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মদন বলেছেন: বাংলাদেশীদের চাওয়া না চাওয়া কে দেখতেছে। দেশ যাদের পৈতৃত সম্পত্তি। তারাই ভারতের কাছে দেশকে বেচে দিবে।
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
মদন বলেছেন: বেচে দিবে না, একটু একটু দাসখতের মাধ্যমে বেচে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
বাংলার নেতা বলেছেন: বাংলাদেশ কি পরাধীন হতে যাচ্ছে????