নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

আহা!

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

জামাইঃ একটা জিনিস খেয়াল করলাম আব্বা । একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন !!!

শ্বশুরঃ যেমন??

জামাইঃ এই যে যেমন, একই রেজাল্ট আপনি করলেন ২ বছর লেখা- পড়া কইরা, আর আমি ৩ দিন প্রশ্নের পিছনের দৌড়াইয়া!!

শ্বশুরঃ প্রশ্ন পাইয়া A পাইলেই কি মেধাবী হওয়া যায় ?

জামাইঃ হে! হে! কেন যাবে না ?

শ্বশুরঃ অতি চালাকের ভবিষ্যত কিন্তু ভালো না ।



.......[কয়েক মাস পর ... ]......





বৌঃ আমি যাবো না!!

জামাইঃ কেন যাবা না ??

শ্বশুরঃ কি হইসেরে মা ?

বৌঃ আব্বা, আপনার জামাই খালি প্রশ্নের পিছনে ঘুর ঘুর করে !!! আর কি লেখা-পড়া করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায় না!

জামাইঃ হইছে কি আব্বা, প্রশ্ন পাই নাই তো !!

শ্বশুরঃ প্রশ্ন তো আমিও পাই নাই !

জামাইঃ ইয়ে মানে ….........আব্বা

শ্বশুরঃ শোন, পরীক্ষায় A পাইতে গিয়া তুমি সময় ব্যয় করছ প্রশ্নের পিছনের দৌড়াইয়া ! আর আমি নিজের মেধা দিয়ে লেখা- পড়া করে।

জামাইঃ ইয়ে মানে...

শ্বশুরঃ শোনো পরিশ্রম বেশি যে করে তার ফলও একটু বেশী প্রাপ্য হয় ।



Courtesy- Shakhawat Obscure

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন সবাই জামাই হইতে চায় ;)

শ্বশুরের কথা শোনার সময় নাই :P

১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

মদন বলেছেন: :P

২| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

এস আই সাহেব বলেছেন: এটাই ডিজিটাল

৩| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: পড়ে মজা পেলাম । এরকম চলতি কিছু বিজ্ঞাপন প্যারডি বানাতে পারেন বিভিন্ন ইস্যু নিয়ে ।

মোদীর বিজয় নিয়ে একটা বানান না !!

৪| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:২৬

ইয়ািসর অাহেমদ বলেছেন: হম কথা সত্য

৫| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: লাখের উপরে জিপিএ ৫ দিয়ে, প্রশ্নপত্র ফাঁস করে আমাদের নাহিদ সাহেব যে বিশাল ক্ষতি করে গেলেন সেটার তুলনায় ওই শামীম ওসমান, নূর হোসেনের খুন গুম কিছুই না, তাহলে কি ভুল হবে? সারাদেশের একটা জেনারেশনকে মানসম্পন্ন শিক্ষাবঞ্চিত করছেন কিসের আশায়?

(ব্লগার বাঙ্গালের ফেসবুক স্ট্যাটাস থেকে)

১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৩

মদন বলেছেন: অনেকাংশেই একমত

৬| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:১৯

ভারসাম্য বলেছেন: দারুন প্যারোডী। +++

৭| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: শিক্ষার বারোটা বাজিয়ে শুধু নিজেদের মানে সরকারের বাহাদুরী দেখানোর জন্য এই ভয়াবহ রেজাল্ট। আগামী প্রজন্ম রবীন্দ্র বানান লেখতে গুগলে যে সার্চ দিবে তাও পারবেনা! বাংলাদেশ নিয়ে ইংরেজীতে তিনটা বাক্য লেখতে তাদের বাথরুম পেয়ে যাবে! অবশ্য ঐ পরীক্ষা নেয়ার মত কেউ থাকবে বলে মনে হয়না! শিক্ষকটিও তো ঐ করেই এসেছে!

১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

মদন বলেছেন: শিক্ষকতার সাথে জড়িত এক বন্ধু সেদিন এক মজার তথ্য দিলো-

ক্লাসে প্রশ্ন এসেছে আমাদের জাতীয় সংগীত কে লিখেছেন? এক ছাত্রী যথারীতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক সেটি কেটে দিয়েছেন। শিক্ষক জানেন আমাদের জাতীয় সংগীত লিখেছেন কাজী নজরুল ইসলাম।

সে নিয়ে নাকি এক হুলুস্থুল অবস্থা :P

৮| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: শিক্ষকতার সাথে জড়িত এক বন্ধু সেদিন এক মজার তথ্য দিলো-

ক্লাসে প্রশ্ন এসেছে আমাদের জাতীয় সংগীত কে লিখেছেন? এক ছাত্রী যথারীতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষক সেটি কেটে দিয়েছেন। শিক্ষক জানেন আমাদের জাতীয় সংগীত লিখেছেন কাজী নজরুল ইসলাম।

সে নিয়ে নাকি এক হুলুস্থুল অবস্থা :P
===
কি শৌনাইলেন ভাই!!!!! মাইরালা কেউ আমারে মাইরালা!!!!!!!! :-/ :-/ :-B

ঐ শিক্ষকরে তো জাতীয় পর্যায়ে সু-ন-মাননা দিয়ে তাকে শিক্ষকতা থেকে বহিস্কার করা উচিত!!!!!

১৯ শে মে, ২০১৪ রাত ৮:০২

মদন বলেছেন: :P

৯| ২০ শে মে, ২০১৪ রাত ১২:৩৯

অন্ধবিন্দু বলেছেন:

হাহ হাহ হা।

২০ শে মে, ২০১৪ সকাল ১০:১৮

মদন বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.