![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Anti-lock braking system (ABS) হলো একটি ব্রেকিং সিস্টেম যা গাড়ীর চাকার ঘুর্নন সম্পূর্ন বন্ধ করে চাকাকে পিছলে যেতে দেবে না বরং এই সিস্টেমের মাধ্যমে ব্রেক করলে ব্রেকটি একবার চেপে ধরবে আবার ছেড়ে দেবে আবার চেপে ধরবে। এর ফলে আপনি ব্রেক করেও গাড়ীর স্টিয়ারিং/হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ীকে সামনের বস্তুর থেকে সরিয়ে অন্য দিকে নিতে পারবেন। সাধারন ব্রেকিং সিস্টেমে আপনি কড়া ব্রেক করলে চাকার ঘুর্নন থেমে গিয়ে চাকা পিছলে যেতে থাকে এবং এমন অবস্থায় স্টিয়ারিং/হ্যান্ডেল যেদিকেও ঘোরানো হোক, কাজ করে না বরং সামনে গিয়ে সামনের বস্তুর সাথে ধাক্কা খেতে পারে।
২৭ শে মে, ২০১৪ দুপুর ১:২৬
মদন বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি বেকার!!
শেরে বাংলার বে-কার
মানে গাড়ী নাইক্যা
তাই এই পুষ্টে মাইনাস
২৮ শে মে, ২০১৪ রাত ১০:২৬
মদন বলেছেন: যখন গাড়ী কিনবেন তখন এবিএস ব্রেক ওয়ালা গাড়ী কিনবেন।
৩| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৪৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: টাকা নাইরে ভাই গাড়ি কেনার!
২৯ শে মে, ২০১৪ রাত ২:১৫
মদন বলেছেন: সোনালীব্যাংক থেকে লোন নেন
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভাল প্রচেষ্টা।