![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কট্টরপন্থী ভাবমূর্তি থাকা সত্ত্বেও, ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য তিনি প্রস্তুত। সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের নীতি অনুসরণ না করে ভারতের পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহবান জানান শেখ হাসিনা।
জয়বাংলা
২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
মদন বলেছেন: হাসু আপার উচিত ছিলো বিজেপি'র মতো সাম্প্রদায়ীক দলকে অভিনন্দন তো দূরের কথা, তাদের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করা। দেশের জামায়াত আর ইন্ডিয়ার বিজেপি তো একই স্টাইলের দল। কাজেই হাসু আপার উচিত মোদি আংকেল রে বয়কট করা।
জয়বাংলা
২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভারতের কট্টর হিন্দুবাদী জোটের নেতা ক্ষমতায় যেয়ে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশের মুসলিম মৌলবাদী জোটের নেতারা ফাঁসির দড়িতে ঝোলে।
বড় আফসোস
প্রশ্ন জাগে হাসিনা কার স্বার্থে কাজ করে? ভারতকে সব দিয়ে দেয়ার পরে কি এই মহিলা শান্তিতে থাকতে পারবে? তাতো নয়। লক্ষ মানুষের তীব্র ঘৃণা অভিশাপ বয়ে আনবে। কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তাই একই ঘটনার পুনরাবৃত্তি হয় বারংবার।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:২২
মদন বলেছেন: ইতিহাসের শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিখে না।
৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:১০
সাহাদাত উদরাজী বলেছেন: একি শুনাইলেন।
৪| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০২
পরিবেশ বন্ধু বলেছেন: ভালই মনে হয় , দেখা যাক সামনের কি দিক
৫| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:১২
পংবাড়ী বলেছেন: কোন ভাবনা-চিন্তাহীন ২/৩ লাইন?
৩০ শে মে, ২০১৪ রাত ৮:৪৯
মদন বলেছেন: জ্বী
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খিক খিক!!
যা বলবে তাই শুনতে হবে? নইলে স্বৈরাচার হয়ে যাবে!
মোদীরেও কি দুব্বল বিরোধী দল ভাবছে নাকি
হাম্বালীগেরতো উচিত ধর্মনিরপেক্ষতার অবস্থানে শক্ত থেকে তীব্র প্রতিবাদ করা। বিম্পি না হয় সবার আগে শুভেচ্ছা দিছ বইলা তাগোর কম্ভীরাশ্রু অডেল বইয়েছে ফেবু ব।লগে..
কিন্তু একজনও বলেনা কেন- ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতির কারণেইতো তারা শুভেচ্ছা জানাতে পারেনা। বরং প্রতিবাদ করা উচিত। এবং সেই বিষয়ে ১২ ড. সমৃদ্ধ জ্ঞান বিতরণ করা উচিত!!! হা হতোম্মি!!!!!!
না কংগ্রেসরে দিতে দিতে অভ্যস্থ হয়ে গেছে বলেই কংগ্রেস ফোবিয়ায় ভুগছে!!!