![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় এমন গেছে গনজাগরন মন্চের বিপক্ষে বলাতো দূরে থাক সুন্দর করে পক্ষের কথা না বললেও রাজাকার ট্যাগ খেয়েছে অনেকেই এই ব্লগে। শুধু আবেগ-বিরিয়ানী আর পুলিশ প্রটেকশন দিয়ে আন্দোলন হয় না এটি অনেকেই মিনমিন করে বলার চেষ্টা করেছে কিন্তু দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের হুংকারে উড়ে গেছে সে কথা।
আওয়ামীলীগ ক্ষমতার জন্য যাকে প্রয়োজন আসমানে তুলবে যাকে প্রয়োজন মাটিতে পুতে ফেলবে। আতাউল গনি ওসমানী, মেজর জলিল, ভাসানী, ড. কামাল, কাদের সিদ্দীকি থেকে শুরু করে হালের ড. ইমরান পর্যন্ত উদাহরন রয়েছে।
আওয়ামীলীগ যেটি বলবে সেটি ১০০% সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, শুধুমাত্র আওয়ামীলীগের হাতেই আছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। বিপক্ষে বলার দরকার নাই, আওয়ামীলীগের পক্ষে না বললেই সব রাজাকার।
জয়বাংলা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
মদন বলেছেন: আজাইরা কথা কয়েন না, কয়ডা রাজাকার লাগবো যারা আওয়ামীলীগে এসে মুক্তিযোদ্ধা হইসে? আওয়ামীলীগ হইতেছে এমন এক মেশিন যার একপাশে রাজাকার ঢুকে অন্যপাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। মতিয়া চৌধুরী, ইনু এইগুলা তার উৎকৃষ্ট উদাহরন।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
জহির উদদীন বলেছেন:
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
মদন বলেছেন:
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
এরিক ফ্লেমিং বলেছেন: যে পুলিশ মাসের পর মাস শাহবাগীদের পাহারা দিয়েছে সেই পুলিশই তাদের এক ঘণ্টা দাড়াতে দিল না। হা হা হা সবই পলিটিক্যাল ড্রামা, জনগন উত্তম দর্শক মাত্র।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭
মদন বলেছেন:
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
সরলপাঠ বলেছেন: ভাল বলেছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
মদন বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
আমায় ডেকো না বলেছেন: মালপানি জিন্দাবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
মদন বলেছেন: জয় মালপানি
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মুদ্দাকির বলেছেন:
দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের হুংকারে
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
মদন বলেছেন: জ্বী,
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
তিক্তভাষী বলেছেন: "আওয়ামীলীগ ক্ষমতার জন্য যাকে প্রয়োজন আসমানে তুলবে যাকে প্রয়োজন মাটিতে পুতে ফেলবে।"
হক কথা।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩
সাইমুম জড় বলেছেন:
মজার নাটক..
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
মদন বলেছেন: কমেডী নাটক, সাথে হালকা ট্রাজেডী আছে
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭
তামিম ইবনে আমান বলেছেন: ২০১৩'র মুক্তিযুদ্ধ
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
রুপ।ই বলেছেন: দারুন বলেছেন ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: তয় এবার কেন জানি মনে লয় নিজেই পুইত্যা যাইবোগা, পুরা বাঁশঝাড় শুদ্ধা----------
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
চেতনারে চেতনা
আহা কি চেতনা
চেতনায় ডুবে মরি!!!
স্বার্থের চেতনা ক্ষমতার চেতনা
তাকি আর বলতে পারি।।
মুক্তি- যুদ্ধরে, চেতনায় ভরে
আহা কি সূখ মরি মরি;
৯ মাস কলকাতায়
লাল পাড়াতে কাটায়-
এখন, চেতনার করে ফেরি!!!
তা্ইতে গলা উচা, কেউ যেন না বলে কথা,
যদি যায় সত্য প্রকাশি;
মাঠে ঘাটে যারা অস্ত্র হাতে তারা যুদ্ধেতে হল জয়ী
তাদের রাখি কোনে ঠাসী..
নতুন পুলাপাইন করে যারা সত্য সত্যসন্ধান
তাদেরে ট্যাগিং করি...
চেতনারে চেতনা
আহা কি চেতনা
চেতনায় ডুবে মরি!!!
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭
জনতার রায় বলেছেন: পিটানো উচিত ঐসব মিডিয়া গুলিরে - যারা কিছু না শাহবাগকে আকাশে তুলে দিয়েছে।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১
শোভ বলেছেন: রাজাকারেরা সব সময়ই রাজাকার কিন্তু মুক্তিযোদ্বারা সব সময় মুক্তিযোদ্বা না তাই ভিবিন্ন ট্যাগ লেগে যায় ।