![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেখানে থাকি তার আশে পাশে কিছু মন্দির রয়েছে। দুর্গা পুজোর সময় আরো কিছু অস্থায়ী মন্দীর হয়। আমাদের বাসার রাস্তার পুর্ব-দক্ষিন পাশে রয়েছে "লাঠিয়াল মন্ডপ" নামে একটি মন্দির, এবং পুর্ব-উত্তর পাশে করা হয় "নবরূপা" নামের একটি পুজোর মন্ডোপ। এছাড়াও খুবই স্বল্প দুরুত্বে তৈরী হয় একাধিক মন্ডপ।
এতো কথা বলার উদ্দেশ্য হলো পুজো শুরু হলেই এইসকল মন্দির থেকে ভেসে আসা কিছু গান আমার মনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে। গানের উচ্চস্বর বা বিকটতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রশ্ন হচ্ছে মন্দির/মন্ডোপের মতো পবিত্র স্থান থেকে কি করে অশ্লীল গান বাজানো হয়। সকাল ১০টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত লেটেস্ট হিন্দী বাজানো হয় প্রায় সকল মন্দীর থেকে একযোগে। গত পুজোয় সারাদিন কি একটা গান বাজে শুধু বলে "পানি পানি"। গুগলিং করে ইউটিউব থেকে যে ভিডিও এলো আমি দেখে অবাক। নোংরামির চুড়ান্ত একটি ভিডিও। পুজো বিষয়টিই তো আধ্যাতিকতার। কিন্তু পুজোর ৪-৫দিনে মাইকে শ্লোক-ধর্মগ্রন্থ থেকে পাঠ, ভক্তিমুলক গানের পরিবর্তে হিন্দী সিনেমার নোংরাতম গানগুলো উচ্চস্বরে বাজানোর মধ্যে কি পুজোর প্রকৃত শিক্ষা প্রকাশিত হয়? কেউ গানগুলো পুজোর আনন্দের জন্য ব্যক্তিপর্যায়ে শুনলে মানা যায়,কিন্তু খোদ মন্দীর থেকে কিভাবে এইসকল নোংরামী অনুমোদন দেয়া হয়?
[ কাউকে কটাক্ষ, হেয় করার জন্য লেখা হয নাই, তবুও কেউ সামান্যতম কষ্ট পেলে জানাবেন, পোষ্টটি মুছে দেয়া হবে ]
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫
ঢাকাবাসী বলেছেন: আন্তরিকতা কোথায় আর? তবু যেটুকু আছে চলুক, কিছুকাল পর হয়ত ওটাও থাকবেনা!
৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪
জনতার রায় বলেছেন: দুর্গা পুজা এখন আর ধর্মীয় উৎসব নেই। তরুণ সমাজ ও অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আকৃষ্ট করতে এখানে এখন নাইট ক্লাবের আমেজ ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার আশ্চর্য লাগে, যখন দেখি যুবকদের পাশাপাশি ভাবগম্ভীর বৃদ্ধ ও রুচীশীল মহিলারাও এসব অশ্লীল গানের সাথে উম্মাতাল হয়ে নাচে!
৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭
মদন বলেছেন: ধন্যবাদ সবাইকে
৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪
হোৎকা বলেছেন: হায় ঢরমো
৬| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
মুদ্দাকির বলেছেন:
আমারো একি প্রশ্ন ???
৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩
মুদ্দাকির বলেছেন:
আমারো একি প্রশ্ন ???
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল কিছূই এখন খেলো হয়ে গেছে.. তাই ধর্মের মৌলিকতা বিসর্জণ দিয়ে চলছে মেকি, কৃত্তিমতার জয় জয়কার.................