নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ পতাকা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

১৯৭১সালের ১০ইএপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হলে অংগীকার করা হয় বাংলাদেশে ১) একটি সাম্যের সমাজ গঠিত হবে।২) একটি মানবিক সমাজ গঠিত হবে ,৩) সামজিক ন্যায় বিচার প্রতিষঠিত হবে ! ঐ অংগীকারই - মুকতিযুদধের চেতনা !

ঐ অংগীকার বাসতবায়নে মুকতিযুদধের পক্ষ বিপক্ষ কোন ফ্যাকটর নয় । রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাস কোন বাধা নয় ।

ঐ অংগীকার বাসতবায়নে বাধা হল অপশাসন, দূর্নীতি, রাজনীতিতে দূর্বৃও্বায়ন, রাজনীতির কালোবিড়াল, রাজনীতির বিবেচনায় দেশ শাসন ও অসাম্যের সমাজ গঠন ! বাধা অবিচার কুশাসন ! এগুলোই দেশের মূল সমস্যা

মূল সমস্যা এড়িয়ে যতই আবেগী সংঘাতময় বিষয় নিয়ে সমাজে হুড়োহুড়ি করবেন ততই অসমভব হয়ে উঠবে মুকতিযুদধের চেতনার সমাজ গঠন ! সমস্যা বহুল দেশে দরকার- অতিতের সব তীক্ততা ভুলে সবার সমমিলীত প্রয়াসে মানুষের জন্যে কল্যানকর সমাজ গঠন

কোন এ ক ক ব্যক্তি বা ইতিহাস সমষটিগত মানুষের উপরে নয় । মানুষের জন্যে ব্যাক্তির জনম হয় মানুষের জন্যে ইতিহাস জনম নেয় । সে মানুষের কল্যানেই সবার ঐক্য বদধ চেষটাই হল আদর্শ , ইতিহাসের ন্যায় বিচার

একটি মাএ ইস্যু সব বিভক্তিকে দূর করে এবং সব বিশ্বাসীদের এক মোহনায় নিয়ে আসে সেটি হল জ ন গনের ইস্যু । নিজ সব বিশ্বাস অবিশ্বাস মানুষেরমোহ নায় এসে একাকার হয়ে য়ায় ! সমাজ বা মানুষের মধ্যে বিভক্তির কারন মানুষ মানুষকে বাদ দিয়ে নিজকে নিয়ে নিজ দলকে নিয়ে নিজ পরিবারকে নিয়ে চিন্তা করে যখন !
স্বাধীনতা মুক্তি য়ুদধ হয় মানুষের জন্যেই ! মানুষকে আপনি সব কিছুর উপরে নিয়ে আসেন , মানুষের মাঝে আপনাকে নিজেকে বিলিয়ে দিন দেখবেন আপনার সামনে দুটো গোষঠি দ:াড়িয়ে যাবে- এ ক) য়ারা মানুষের জন্যে কাজ করছে যারা আর দুই) মানুষের ইস্যু বাদ দিয়ে নিজেদের বা নিজের গােষঠি বা নিজ দল নিয়ে মারা মারি করছে । শেষক্তরা প্রতারক স্বার্থপরায়ন ! আমাদের মুল ধারার দুটো দল তারই উৎকৃষট উদাহান

গৌতম বুদ্ধ বলেছেন : মূর্খরা ‘আমার পুত্র, আমার অর্থ, আমার ধন’ এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। [বালবগ্‌গোঃ ৬২]

রাজনীতিবিদরা নিজ স্বার্থে রাজনীতিতে ইস্যু তৈরি করে । মরে সাধারন মানুষ। মানুষকে সবার উপরে নিয়ে আসেন দেখবেন তাদের ক ল্যানের ইস্যুর কাছে রাজনীতির সব বিভায়িত ইস্যু অসাড় হয়ে পড়বে সব বিবেচনায় ! মানুষের জন্যে দরকার ন্যায় বিচার সুশাসন সামাজিক অধীকার সামাজিক মর্যাদ:া ! যে মাধ্যমেও আসুক না কেন মানুষের মানবিক অধিকার গুলো প্রতিষঠিত হলেই স্বাধীনতার লক্ষ্য পুরন ! আর লক্ষ্য পুরনে দরকার পবিএ মনের প্রয়াস !
মনের পবিএতার উপরে তোমার বিশ্বাসটি সথাপন কর তাহলেই বিশ্বাসের নিগুঢ় অর্থ বুঝিতে পারিবে !

"শুনহে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । "
এ দেশটা স্বাধীন হয়েছে মানুষের জন্যে ! দেশের মানুষ জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানেরও উপরে ! জাতির পিতা বংগবনধু স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এ গুলো মানুষের ইস্যু নয় । মানুষের ইস্যু হল সুশাসন, সুরাজনীতি, দূর্নীতিমুক্ত সমাজ , অর্থনৈতিক বৈষম্যহীনতা আর তাদের পছনদের একজন জন প্রতিনিধি যার মাধ্যমে সরকারের্ সাথে তারা নিজেদের সমপৃক্ত করবে ! ! আর এ গুলো কায়েমে রাজাকার মুক্তি য়োদ ধা , জাতির পিতা বংগ বনধু কোন বাধা নয় । কাকে কে মেরে ফেলতে চেয়েছে কে কার জনম দিনে কেক কাটে এ গুলো তাদের ব্যক্তিগ ত আর রাজ নৈতিক ইস্যু । সব কিছুর উপরে মানুষের ইস্যু ! সেই মানুষের ইস্যুতে এ রা কেন এক হতে পারে না ! নিজেদের মধ্যে স ন্তানদের নানান ইস্যুতে বিরোধ থাকতেই পারে । পিতা মাতার ই স্যুতে তারা এক হতে পারে । জ ন গ ন হচছে রাজনীতিবিদদের পিতা মাতা । ব্যাক্তি গ ত ইস্যু দূরে ফেলে দিয়ে জন গনের জন্যে সুশাসন সুরাজনীতির জন্যে কেন এক হবেন না ?

ভুখন্ড , ভুখন্ডের জাতীয় - সংগীত ভুখন্ডের-মানুষকে রিপ্রেজেন্ট করে ! ভুখন্ডের পতাকাও মানুষকে রিপ্রেজেন্ট করে । ! আমার সোনার বাংলা সংগীতে " বাংলা " শবদটিতে " মানুষ " শবদ বসিয়ে গানটি উচ্চারন করলে যে অর্থ দ:া ড়ায় ঐ সংগীতের মর্মার্থ তাই !

মানুষ হত্যা করলে দেশের অবমাননা হয়না - পতাকা পুড়লে দেশের অবমাননা হয় !মানুষ হত্যা করলে দেশের মর্যাদ:া ক্ষুনন হয়না সোনার বাংলা গাইলে দেশের মর্যাদ:া উচিয়ে ধরা হয় এটা বিকৃত চিন্তা ! পতাকা পুড়ানোর চেয়ে নিরপরাধ মানুষ হত্যায় একাওরের্ চেতনা বেশী কলংকিত হয় !সত্য হল মানুষ আর মানবতা !
মানুষকে ছাপিয়ে দুনিয়াতে কোন কিছুই নয় দুনিয়া সৃষটি হয়েছে মানুষের জন্যে , ধর্ম এসেছে মানুষের জন্যে , বিজ্ঞান এসেছে মানুষের জন্যে । মতবাদ সৃষটি হয়েছে মানুষের জন্যে আললাহ ফেরেশতাদের মানুষকে সেজদা দিতে বলেছেন সেই মানুষই পিষট হচছে রাজনৈতিক দলের ইস্যুর পদতলে ! এ দেশে মানুষের ইস্যুর উপরে স্থান দেয়া হয়েছে জাতির পিতার ইস্যু , স্বাধীনতার ঘোষনার ইস্যু, জনমদিনে কেক কাটার ইস্যু , গেট বনধ করে ঢুকতে না দেয়ার ইস্যু ! এখানে মানুষের ইস্যুকে বাদ দিয়ে বিরোধি পক্ষকে কৌশলে হারিয়ে আমরা বিজয় কেতন উড়াই। পতাকার নীচে চলে ধর্ষন, গুম , হত্যা , যৌন সনএাস, সংখ্যা লঘুর জমি দখল , লাথি মেরে জঠরে ভ্রুণ হত্যা, প্রশন পএ ফাস - এ এক অসুসথ সমাজ -অসুসথ সামজে সমৃতি সৌধে যে পতাকা উড়ে সেটি বিজয়ের পতাকা নয় । সেটি অসুসথ পতাকা
! কি হবে পতাকা উচিয়ে পেচিয়ে -
শহীদ মিনারে পতাকা টাংগিয়ে -
যে পতাকা মানুষের লাশের উপর দ:াড়িয়ে
কি হবে লাখো কনঠে জাতীয় সংগীত গেয়ে
যে সংগীত গাওয়া হয় অসুসথ সরকার - অসুসথ রাজনীতি আর বনচনার সমাজে দ:াড়িয়ে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো✌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.