নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

সামাজিক অসথিরতাই দেশের মূল সংকট

১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৫০

রাজনীতি নয় সামাজিক অসথিরতাই দেশের মূল সংকট
এ দেশে রাজনৈতিক অসথরিতায় যত লোক মারা যাচছে তার চেয়ে বেশী লোক মারা যাচছে সামাজিক আর পারিবারিক অাসথিরতায় । একাওরের যুদধের স্বাপনটি ছিল একটি মানবিক সমাজ নীতি নৈতিকতা সমপনন পরিবার নিয়ে আমরা স্বাধীন দেশে বাস করব ! আমাদের সে স্বপন আজও পুরন হয় নি ! তার পরিবর্তে উননয়নের মোড়কে গড়ে উঠছে একটি অনৈতিক সমাজ !
! ভয়ংকর এক বিপওির দিকে ধাবিত হচছে ৩০ লাখ শ হীদে বিনিময়ে পাওয়া এ সমাজটি ! আদর্শবিহীন নীরক্ষরের - জ্ঞানবিহীন খমতার প্রলোভনে সমাজ অসততার দিকে ধাবিত ! অসততার প্রতিযোগিতা চলছে শাসন খমতায় অসততার প্রতিযোগিতা চলছে সামাজিক খমতায় !
যে রাজনীতি মানুষ পুড়ে ক্ষমতায় য়েতে চায় যে শাসন মানুষ গুম খুন করে ক্ষমতাকে সূদৃঢ় করতে চায় সে রাজনীতির তও্বাবধানে ] সমাজের ক্ষমতাধররাও মানুষকে শেষ করে তার ক্ষমতার জানান দিতে চায় ।

জাতিকে সভ্য করার দ:ায়তিও্ব য়ারা নিয়েছে তাদের অংগজ প্রজননে পুরো সমাজ ছেয়ে য়াচছে অসভ্যতায় ! রাজাকারের্ ফাাসী দিয়ে জাতিকে কলংকমুক্ত করতে চান ভাল কথা কিন্তু অসভ্যতা দুর করবেন কিসে !


অসভ্যের হাতে টাকা পয়সা করায়ও্ব হলে ভয়ংকর বিপওি ঘটায় ! উননয়নের জোয়ার আর উপচে পড়া রিজার্ভে অমানবিক সমাজও ভয়ংকর বিপওি ঘটায় ! ভয়ংকর সেই বিপওির দিকেই ধাবিত হচছে ৩০ লাখ শ হীদে বিনিময়ে পাওয়া এ ভুখনডের মানব সমাজটি !

রাষ্ট্র অনাচার থেকে সমাজ অনাচার প্রলোভিত হয় !সমাজ অনাচার থ্কেে ব্যক্তি অনাচার প্রলোভিতহয় ! পুকুরের্ কোথাও তরংগ সৃষটি হলে সে তরংগ ছাড়িয়ে পড়ে পুকুরের্ সবখানে !

একটি জাতি পারিপার্শ্বকি ঘটনা থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে ! ! ! আমাদের রাজনীতিবিদরা মনে করেন আমরা যাই করি মানুষ সেদিকে না তাকিয়ে সকালে উঠে মদন মহন তর্কালংকারের বই পড়ে শিখবে - " সারা দিন আমি যেন ভাল হয়ে চলি " !
তারা ভাল হয়ে চলবে !
অসমভব !
শিশু বই পড়ে শিখে না বাপ মার আচরন দেখে শিখে !


! আমাদের সমাজের চারিদিকে চলছে খুন খারাবি ধর্ষন অপশাসন অ নৈতিকতার অমানবিকতার ভয়বহ চিএ । !
চারিপাশে তাকিয়ে দেখেন - কি বিভৎস অমানবিক ঘটনা ঘটছে ! উননয়নের জোয়ার দিয়ে এ বিভৎস আচরন দূর করতে পারবেন সমাজ থেকে ?
সমাজ রাষট্রের উপরের তলায় অনৈতকতা সৃষটি হলে জাতিও অনৈতিক হবে ! সেই অনৈতিকতারই লক্ষন হল খুন ধর্ষন ছিনতাই রাহাজানী শিশু নির্য়াতন ডাকাতি লুটপাট শিশু নির্যাতন নারী নির্যাতন - তাই হচছে এ সমাজে ! অনৈতিক রাজনীতি অনৈতিক শাসনেরই স্বাভাবিক গতিধারা চলছে সমাজে আর এ টা পৌন: পুনিকভাবে বাড়ছে ! উপরে অনৈতিক তার বীজ বপন করলে অনৈতিক গাছের শাখা প্রশাখা সমাজের সবখানে চলে যেতে বাধ্য । ফাসাী দিয়ে অপরাধ থামাবেন ? কোন গবেষনাতেই প্রমানিত হয় নি যে অপরাধের কারনে মৃত্যু দন্ড দেয়া হয় মৃত্যুদন্ড দেয়ার পরও অনুরুপ অপরাধের মাএা সমাজে কমেছে ! কোন গবেষনাতেই প্রমানিত হয় নাই যে অপরাধের কারনে ফাসি দেয়া হয় শাসতি দেয়ার পরও অনুরুপ অপরাধ সমাজে কমেছে ।

মূল্য বোধের নীতি বোধের সমাজে কায়েম না হলে শাসতি যতই দিন না কেন থাকেন সমাজে অপরাধ চলতেই থাক বে !

হাজার বছর থেকে এ অনচলে ডাকাতকে গন পিটুনীতে মারা হয় তার পরও সমাজে এক আনাও ডাকাতি বনধ হয় নাই !


মানুষকে আলোকিত করেন- সমাজে অপরাধ কমবে !সীমপটমেটিক চীকিৎসায় মূল অসুখ সারে না ! উৎস মূলে যান । মূল্য বোধের সমাজ গড়ে তুলুন- আইনের উপর সমাজ গড়ে উঠে না সমাজ গড়ে উঠে সামাজিক মুল্য বোধের উপর ! মানবিক মুল্য বোধের উপর ! বাংলাদেশের মূল সংকট গ নতনএের সংকট নয় । মূল সংকট হল সামাজিক অবক্ষয়ের সংকট ! এক ভয়ংকর সমাজ অপেক্ষা করছে আমাদের সামনে ! বিবেক আর নৈতিক মূল্যবোধ ধীরে ধীরে অপসারিত হয়ে সমাজ হয়ে উঠছে বাস অযোগ্য ভুমীতে !! ইট পাথর সেতু কালভার্ট বিলডিং দিয়ে সমাজ গড়ে উঠে না। সমাজ গড়ে উঠে মানুষ দিয়ে ! পাপীষঠ সমাজকে পাপ মুক্ত করা যায় না উননয়নের আভরনে !
! জাতিকে সভ্য করার দ:ায়িও্ব কারা নিয়েছে ? সমাজ ! রাজনীতি ! বিদ্যায়াতন ! সরকার !
জাতিকে সভ্য করার দ:ায়তিও্ব য়ারা নিয়েছে তাদের অসভ্যতার অংগজ প্রজননে পুরো সমাজ ছেয়ে যাচছে অসভ্যতায় !
! বিবেক আর নৈতিক মূল্যবোধ হীন সমাজে যাদের হাতে ক্ষমতা অর্থ থাজবে তারা হবে প্রভু - তাবৎ আইন বিচার প্রশাসন তাদের হাতে থাকবে বাকী মানুষগুলো হবে দাস ! জ্ঞানহীন ক্ষমতাবানদের পৈশাচিকতা উললাস চলতে থাকবে তখন সমাজে !

একটি মানবিক সমাজ সবার জন্যে নিরাপদ একটি অমানবিক সামাজ কারাে জন্যেই নিরাপদ নয় !আসুন মানবিক একটি সমাজ তৈরিতে আসুন আমরা সবাই ঐক্যবদধ হই - এটাই একাওরে স্বপন ! জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই ঐক্য বদধ হয়ে শপথ নেই মানবিক সমাজ গড়ার নইলে দুষিত সমাজে আমরা কেউ বাচবনা । জামাতে ইসলামীরাও বাচবে না আওয়ামি লীগাররাও বাচবে না আজ যারা ক্ষমতা আর অর্থের শকতিতে ভাবছে নিরাপদ আছেন তারাও বাচবে না ! কারন রবী ঠাকুরের ভাষায় -
- যারে রাখিছ পিছে সে তোমার টানিছে পশচাতে -

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

কিরমানী লিটন বলেছেন: অনবদ্য বর্ণনায়,চলমান বাস্তবতার ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে,তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।চমৎকার কার্যকরী পোষ্ট।অভিবাদন প্রিয় লালু ভাইকে,সতত শুভকামনা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.