![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
রাজনীতি নয় সামাজিক অসথিরতাই দেশের মূল সংকট
এ দেশে রাজনৈতিক অসথরিতায় যত লোক মারা যাচছে তার চেয়ে বেশী লোক মারা যাচছে সামাজিক আর পারিবারিক অাসথিরতায় । একাওরের যুদধের স্বাপনটি ছিল একটি মানবিক সমাজ নীতি নৈতিকতা সমপনন পরিবার নিয়ে আমরা স্বাধীন দেশে বাস করব ! আমাদের সে স্বপন আজও পুরন হয় নি ! তার পরিবর্তে উননয়নের মোড়কে গড়ে উঠছে একটি অনৈতিক সমাজ !
! ভয়ংকর এক বিপওির দিকে ধাবিত হচছে ৩০ লাখ শ হীদে বিনিময়ে পাওয়া এ সমাজটি ! আদর্শবিহীন নীরক্ষরের - জ্ঞানবিহীন খমতার প্রলোভনে সমাজ অসততার দিকে ধাবিত ! অসততার প্রতিযোগিতা চলছে শাসন খমতায় অসততার প্রতিযোগিতা চলছে সামাজিক খমতায় !
যে রাজনীতি মানুষ পুড়ে ক্ষমতায় য়েতে চায় যে শাসন মানুষ গুম খুন করে ক্ষমতাকে সূদৃঢ় করতে চায় সে রাজনীতির তও্বাবধানে ] সমাজের ক্ষমতাধররাও মানুষকে শেষ করে তার ক্ষমতার জানান দিতে চায় ।
জাতিকে সভ্য করার দ:ায়তিও্ব য়ারা নিয়েছে তাদের অংগজ প্রজননে পুরো সমাজ ছেয়ে য়াচছে অসভ্যতায় ! রাজাকারের্ ফাাসী দিয়ে জাতিকে কলংকমুক্ত করতে চান ভাল কথা কিন্তু অসভ্যতা দুর করবেন কিসে !
অসভ্যের হাতে টাকা পয়সা করায়ও্ব হলে ভয়ংকর বিপওি ঘটায় ! উননয়নের জোয়ার আর উপচে পড়া রিজার্ভে অমানবিক সমাজও ভয়ংকর বিপওি ঘটায় ! ভয়ংকর সেই বিপওির দিকেই ধাবিত হচছে ৩০ লাখ শ হীদে বিনিময়ে পাওয়া এ ভুখনডের মানব সমাজটি !
রাষ্ট্র অনাচার থেকে সমাজ অনাচার প্রলোভিত হয় !সমাজ অনাচার থ্কেে ব্যক্তি অনাচার প্রলোভিতহয় ! পুকুরের্ কোথাও তরংগ সৃষটি হলে সে তরংগ ছাড়িয়ে পড়ে পুকুরের্ সবখানে !
একটি জাতি পারিপার্শ্বকি ঘটনা থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে ! ! ! আমাদের রাজনীতিবিদরা মনে করেন আমরা যাই করি মানুষ সেদিকে না তাকিয়ে সকালে উঠে মদন মহন তর্কালংকারের বই পড়ে শিখবে - " সারা দিন আমি যেন ভাল হয়ে চলি " !
তারা ভাল হয়ে চলবে !
অসমভব !
শিশু বই পড়ে শিখে না বাপ মার আচরন দেখে শিখে !
! আমাদের সমাজের চারিদিকে চলছে খুন খারাবি ধর্ষন অপশাসন অ নৈতিকতার অমানবিকতার ভয়বহ চিএ । !
চারিপাশে তাকিয়ে দেখেন - কি বিভৎস অমানবিক ঘটনা ঘটছে ! উননয়নের জোয়ার দিয়ে এ বিভৎস আচরন দূর করতে পারবেন সমাজ থেকে ?
সমাজ রাষট্রের উপরের তলায় অনৈতকতা সৃষটি হলে জাতিও অনৈতিক হবে ! সেই অনৈতিকতারই লক্ষন হল খুন ধর্ষন ছিনতাই রাহাজানী শিশু নির্য়াতন ডাকাতি লুটপাট শিশু নির্যাতন নারী নির্যাতন - তাই হচছে এ সমাজে ! অনৈতিক রাজনীতি অনৈতিক শাসনেরই স্বাভাবিক গতিধারা চলছে সমাজে আর এ টা পৌন: পুনিকভাবে বাড়ছে ! উপরে অনৈতিক তার বীজ বপন করলে অনৈতিক গাছের শাখা প্রশাখা সমাজের সবখানে চলে যেতে বাধ্য । ফাসাী দিয়ে অপরাধ থামাবেন ? কোন গবেষনাতেই প্রমানিত হয় নি যে অপরাধের কারনে মৃত্যু দন্ড দেয়া হয় মৃত্যুদন্ড দেয়ার পরও অনুরুপ অপরাধের মাএা সমাজে কমেছে ! কোন গবেষনাতেই প্রমানিত হয় নাই যে অপরাধের কারনে ফাসি দেয়া হয় শাসতি দেয়ার পরও অনুরুপ অপরাধ সমাজে কমেছে ।
মূল্য বোধের নীতি বোধের সমাজে কায়েম না হলে শাসতি যতই দিন না কেন থাকেন সমাজে অপরাধ চলতেই থাক বে !
হাজার বছর থেকে এ অনচলে ডাকাতকে গন পিটুনীতে মারা হয় তার পরও সমাজে এক আনাও ডাকাতি বনধ হয় নাই !
মানুষকে আলোকিত করেন- সমাজে অপরাধ কমবে !সীমপটমেটিক চীকিৎসায় মূল অসুখ সারে না ! উৎস মূলে যান । মূল্য বোধের সমাজ গড়ে তুলুন- আইনের উপর সমাজ গড়ে উঠে না সমাজ গড়ে উঠে সামাজিক মুল্য বোধের উপর ! মানবিক মুল্য বোধের উপর ! বাংলাদেশের মূল সংকট গ নতনএের সংকট নয় । মূল সংকট হল সামাজিক অবক্ষয়ের সংকট ! এক ভয়ংকর সমাজ অপেক্ষা করছে আমাদের সামনে ! বিবেক আর নৈতিক মূল্যবোধ ধীরে ধীরে অপসারিত হয়ে সমাজ হয়ে উঠছে বাস অযোগ্য ভুমীতে !! ইট পাথর সেতু কালভার্ট বিলডিং দিয়ে সমাজ গড়ে উঠে না। সমাজ গড়ে উঠে মানুষ দিয়ে ! পাপীষঠ সমাজকে পাপ মুক্ত করা যায় না উননয়নের আভরনে !
! জাতিকে সভ্য করার দ:ায়িও্ব কারা নিয়েছে ? সমাজ ! রাজনীতি ! বিদ্যায়াতন ! সরকার !
জাতিকে সভ্য করার দ:ায়তিও্ব য়ারা নিয়েছে তাদের অসভ্যতার অংগজ প্রজননে পুরো সমাজ ছেয়ে যাচছে অসভ্যতায় !
! বিবেক আর নৈতিক মূল্যবোধ হীন সমাজে যাদের হাতে ক্ষমতা অর্থ থাজবে তারা হবে প্রভু - তাবৎ আইন বিচার প্রশাসন তাদের হাতে থাকবে বাকী মানুষগুলো হবে দাস ! জ্ঞানহীন ক্ষমতাবানদের পৈশাচিকতা উললাস চলতে থাকবে তখন সমাজে !
একটি মানবিক সমাজ সবার জন্যে নিরাপদ একটি অমানবিক সামাজ কারাে জন্যেই নিরাপদ নয় !আসুন মানবিক একটি সমাজ তৈরিতে আসুন আমরা সবাই ঐক্যবদধ হই - এটাই একাওরে স্বপন ! জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই ঐক্য বদধ হয়ে শপথ নেই মানবিক সমাজ গড়ার নইলে দুষিত সমাজে আমরা কেউ বাচবনা । জামাতে ইসলামীরাও বাচবে না আওয়ামি লীগাররাও বাচবে না আজ যারা ক্ষমতা আর অর্থের শকতিতে ভাবছে নিরাপদ আছেন তারাও বাচবে না ! কারন রবী ঠাকুরের ভাষায় -
- যারে রাখিছ পিছে সে তোমার টানিছে পশচাতে -
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
কিরমানী লিটন বলেছেন: অনবদ্য বর্ণনায়,চলমান বাস্তবতার ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে,তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।চমৎকার কার্যকরী পোষ্ট।অভিবাদন প্রিয় লালু ভাইকে,সতত শুভকামনা জানবেন...