![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
রাজনৈতিক ইস্যুকে কেনদ্র করে বাংলাদেশে এখন একে অপরের বিরুদধে যুদধে লীপত ।আমি একটা বিষয় জানতে চাই : " কোন এক পক্ষের বিজয়ের মাধ্যমে আমরা কি একাওরের মুক্তিযুদধের অংগীকার- মানবিক সমাজ, বৈষম্যহীন সমাজ , ন্যায় নীতি সুশাসনের সমাজ পাব ? "যদি না পাই তাহলে আমরা কেন এক দল আর এক দলের মানুষ হত্যা করছি ? আর যদি পাই তাহলে প্রশন এ যুদধ ছাড়া কি আমরা একাওরের সেই অংগীকার- মানবিক সমাজ, বৈষম্যহীন সমাজ , ন্যায় নীতি সুশাসনের সমাজ পেতে পারি না ? যদি পেতে পারি তাহলে অনর্থক একটা যুদধ বেধে সমাজ রাজনীতি অসথির করে মানুষৃ হত্যা নিশচিত করছি কেন? ।
ইকষট্রিম মতবাদকে না খোচায় মানুষের চালুনীতে ফেলে দিন মানুষের আদ:ালতের কাঠগড়ায় দ:াড় করান
শুদধ গনতনএ ! শুদধ গনতনএে মানুষের শকতি সামনে চলে আসে আর মানুষের শকতির কাছে অপশকতি দ াড়াতে পারে না । কিনতু রাষট্রিয় শকতির সামনে তারা হাইড -এনড -সিক করে সমাজকে অসথির করতে পারে ! তাই হচছে - তাই হবে আগামীতে হাসীনার গনতনএ বিহীন শাসনে !
এদেশের মানুষ ইসলাম আর সমাজতনএ পনথীদের ইলেকশনে ভোট দেয় না। বাংলাদেশের মানুষের মনসততও্বের করানেই চরমপনথীদের দমন সবচেয়ে শন্তিপূর্ণ পথ হল ইলেকশন । জিয়া ৭৫ আগের সব চরমপনথীদের এভাবেই দমন করেছেন ইলেকশনের মাধ্যমে ! কিন্তু সমস্যা হল আওয়ামি লীগ ইলেকশনে নিজে হারানোর ভয়ে চরম পনথিদের ইলেকশনের মাধ্যমে পারজিত না করে চরম পনথায় দমন করতে চাচছে ! ফলত: ভারসাম্যের স্বাভাবিক সূএে বিপরীতেও চরম পনথা সৃষটি হচছে !সমাজ হয়ে উঠে অসথির -মরছে মানুষ !
কাওরের্ মূল চেতনা - মানবিকসমাজ, বৈষম্যহীন সমাজ, সুশাসন, , সমপদের সুষম বনটন,নাগরীক অধীকার, , নীতি , , নৈতিকতা, সাম্য সুশাসন ! এ গুলোই একাওরের চেতনা ! চেতনার নামে যে উলমফন দেখছি সেটা চেতনার নামে রাজনীতিতে স্বার্থ সিদধি ! বুদধি জীবিদের ভ্রান্তি বিলাস আর শাহাবাগীদের I n f a n t i l i s m ! এই ঘূর্নিপাকে পড়ে সমাজ অসথির মানুষ মরছে উদ্দ্যেশ্য ছাড়াই
একাওরের্ মানুষের প্রতি আমাদের প্রগাঢ় ভালবাসাটি ছিল সে কারনে একাওরের মানুষের উপর অত্যাচারে বিষম ব্যাথিত হয়ে অত্যাচারীদের বিচার করছি তাদের ফাসীর দাবীতে গন জমায়েত করছি ! ! এখন মানুষকে খুন হচছে মানুষের সমপদ লুট হচছে - ! এখনও মানুষের উপর মানবতা বিরোধি অপাধ হচছে মানুষ আহাজারী করছে শেয়ার লুটের কারনে আত্নহত্যাও করেছে ! এখনকার মানুষের কাননায় কেন আমরা বিষম ব্যাথিত হয়ে অপরাধিদের ফাসীর দাবীতে গন জাগরন করছি না ! একাওরের্ মানুষের প্রতি সেই প্রগাঢ় ভালবাসা আছে এখনকার মানুষের জন্যে প্রগাঢ় ভালবাসা নেই এটা " একাওরের সাইকোপ্যাথ ব্যারাম "
অতিত ইস্যুর উপর গনজাগরন সমাজের কল্যান বয়ে আনে না। আনে বর্তমান ইস্যুর উপর গন জাগরন
১৯৭১সালের ১০ইএপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হলে অংগীকার করা হয় বাংলাদেশে ১) একটি সাম্যের সমাজ গঠিত হবে।২) একটি মানবিক সমাজ গঠিত হবে ,৩) সামজিক ন্যায় বিচার প্রতিষঠিত হবে ! ঐ অংগীকারই - মুকতিযুদধের চেতনা !
ঐ অংগীকার বাসতবায়নে মুকতিযুদধের পক্ষ বিপক্ষ কোন ফ্যাকটর নয় । রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাস কোন বাধা নয় ।
ঐ অংগীকার বাসতবায়নে বাধা হল অপশাসন, দূর্নীতি, রাজনীতিতে দূর্বৃও্বায়ন, রাজনীতির কালোবিড়াল, রাজনীতির বিবেচনায় দেশ শাসন ও অসাম্যের সমাজ গঠন ! বাধা অবিচার কুশাসন ! এগুলোই দেশের মূল সমস্যা
! সমস্যা বহুল দেশে দরকার- অতিতের সব তীক্ততা ভুলে সবার সমমিলীত প্রয়াসে মানুষের জন্যে কল্যানকর সমাজ গঠন
মূল সমস্যা এড়িয়ে যতই আবেগী সংঘাতময় বিষয় নিয়ে সমাজে হুড়োহুড়ি করবেন ততই অসমভব হয়ে উঠবে মুকতিযুদধের চেতনার সমাজ
কোন মানুষ বা কোন ইতিহাস সমষটিগত মানুষের উপরে নয় । মানুষের জন্যে ব্যাক্তির জনম হয় মানুষের জন্যে ইতিহাস জনম নেয় । সে মানুষের কল্যানেই সবার ঐক্য ব ধ চেষটা ই হল ব্যক্তির আদর্শ ইতিহাসের ন্যায় বিচার
ড : আলি আকবর খান বলেন " আওয়ামি লীগ যখনই খমতায় আসে তখনই সে শএু মিএ তৈরি করে দেশ শাসন করে "
অতিতচারি হে মানুষ !~!
তাকাও ভবিষ্যতে -
ঘন ঘন পশচাতে যতই তাকাইবে
ঘাড়ের ব্যাথায় তুমি নিশচিত বিছানায় পড়িবে
ধরুন একটি পরিবারের তৃতীয় চতূর্থ প্রজনমরা মিলেমিশে আছে ! তাদের বাপ দ:াদ:ারা অতিতে নিজেদের মধ্যে মারা মারা মারী খুনা খুনি করেছে ! এখন য়দি এ রাে পুরান ইতিহাস টেনে এনে নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দেখবেন এ রাও মারারি খুনা খুনিতে লীপত হয়েছে !
একাকার হয়ে গেছে স্বাধীনতার সথপতি শেখ মুজিবুর রহমান আর নুরুরাজাকার পরিবার ! আর এ কারনেই দরকার একটা রিকনশিলিয়েশনের !
স্বাধীনতা যুদধ আর সমাজ গঠনের যুদধ আলাদ:া বিষয় -আলাদ:া চ্যাপটার ! স্বাধীনতা যুদধে শএু মিএ পক্ষ থাকে আর স্বাধীন দেশের সমাজ গঠনের যুদধে শএু মিএ পক্ষ থাকেনা - সমাজের মানুষের জন্যে ক ল্যান কর সমাজ গঠনে সবাইকে এক পক্ষে আনতে হয় ! সবার মিলিত প্রচেষটায় সমাজের মানুষের জন্যে ক ল্যান কর সমাজ গঠনই স্বাধীনতার চেতনা !
সলিমুললাহ খান বলেন " একাওরে আমরা বিজয়ি হয়েছি । কিন্তু আমাদের এখনকার আচরনটি বিজয়ির আচরন নয় ! "
©somewhere in net ltd.