![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
মুক্তি যুদধে কত লোক মারা গেছে তার চেয়ে বড় কথা একটা রক্তক্ষয়ি যুদধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি ! যুদধটা সবকিছুর উর্ধে ! বৃটীশ উপনিবেশ শাসনের বিরুদধে সংগ্রাম করতে গিয়ে ভারতে বহু লোক জীবন দিয়েছে ! কত লোক নীহত হয়েছে তার পরিসংখন কি আমরা জানি বা ভারতে ক'টি লোক তা জানে বা ভারতের রাজনীতিবিদরা ক'বার সেটি উচচারন করে । আমেরিকা ইংল্যানডের সাথে যুদধ করেই স্বাধীন হয়েছে কিনতু আমেরিকার স্বাধীনতা দিবস উৎযাপনের দিনে কখনওকি শুনেছেন নীহতের সংখ্যা নিয়ে বাগাড়মবর ! মূখ্য নীহতের সংখ্যা নয় ! মুখ্য যুদধ ও স্বাধীনতা ! একজনের আত্নদ:া ন আর তিরিশ লক্ষের আত্নদ:া ন স্বাধীনতাকে সমান ভাবেই মূল্যায়ন করে !
আমি নীহতের সংখাকে মুখ্য মনে করি না ! তবে যেহেতু পরিসংখনটি নিয়ে বিতর্ক সৃষটি হয়েছে তাই এ ব্যাপারে আমার কিছু মতামত ব্যক্ত করতে চাই -
নীহতের সংখা নিয়ে সব বিতর্কের অবসান হবে যদি পরিসংখ্যন করে একটি সঠিক তালিকা তৈরি করা হয় !
! মুকতিযোদধার পরিসংখনের চেয়ে মুকতিযুদধে শহীদের সংখা নির্নয়ন অধিকরও সহজ ! জীবিত লোকেদের লোভ লালাসা কাজ করে ! মুকতিযোদধার তালিকা করতে হবে জীবিত লোকেদের উপর আর সে তালিকা তৈরি করতে লোভ লালসায় অসমভব হয়ে উঠবে ঐ কাজ বিধায় কাজটি দুরুহ । তার চেয়ে বরং স হ জ কাজ হবে একাওরে কত লোক নীহত হয়েছে তার তালিকা তৈরি করা । মৃত লোকের তালিকা ! তাই লোভ লালসার কোন বালাই নাই এখানে । নির্ভেজাল তালিকা করা যেতে পারে স হজেই !
আর একটা বিষয়ে শহীদের তালিকা তৈরি জরুরি সেটা হল :
একটা বিষয় আমরা অবহেলা করে আসছি সেই স্বাধীনতার পর থেকেই সেটি হল আমরা মুকতিযোদধা পরিবারকে সমমান দিচছি তাদের সমতানদের চাকুরী ক্ষেএে বিশেষ সুবিধা দিচছি কিনতু শহীদ পরিবারের পরিসংখন না থাকায় শ হীদ পরিবারের সনতানদের আমরা অবহেলায় রেখেছি !
শহীদ পরিবারদের সমমান জানানোর জন্যেই শহীদের একটা তালিকা অত্যাবশ্যক ! উললেখ্য ইরানে বিপলব আর ইরাক-ইরান যুদধে সবচেয়ে বেশী সমমান দেয়া হয় বিপলব আর যুদধে যারা শহীদ শয়েছে তাদের পরিবারকে ।
ইরানে শহীদ পরিবারকে বলা হয় " খোনেবাদে শোহাদ:া " এই সব শহীদ পরিবারের সদস্যদে চাকুরি থেকে শুরু করে উচচ শি ক্ষা রেশন পাওয়া সবখানেই সবচেয়ে বেশী অগ্রাধিকারর পায় ! আমাদের দেশে শহীদ পরিবারের সনতানেরা অবহেলায় রেখেছি !শহীদ পরিবারের দিকে দৃষটি দেয়া মুকতিযুদধের চেতনারই অংশ ! শহীদ পরিবারকে অবহেলায় রেখে রাজাকারের ফাসীতে কলংক মোচন হবে কি ?
শহীদ পরিবারের পরিসংখন বের করে তাদেরকে সমমান জানাতে হবে আর এ জন্যেই শহীদদের একটি তালিকা গুরুও্বপুর্ন !
আরও একটি গুরুও্বপূর্ন বিযয়ে শহীদের তালিকা দরকার - গ্রামের যে সব ইউনিয়নের মানুষ একাওরে শহীদ হয়েছে ইউনিয়ন পরিষদ অফিসের সামনে সমৃতি ফলক তৈরি করে তাদের নামের তালিকা খোদ:াই করে রাখা হোক । প্রজনম থেকে প্রজনম শ হীদের তালিকা দেখে তাদের সমমান জানাবে !
পরিশেষে বলতে চাই যারা স্বাধিনতার জন্যে জীবন দিয়েছে তাদের তালিকা অত্যাবশ্যকীয় কারন স্বাধীনতার জন্যে তাদের আত্নদ:ান সবার উপরে । ম হৎ উদদ্যেশ্যে জীবন দ:ানের চেয়ে নহে কিছু আর মহিয়ান !
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
মাসুদ কামাল বলেছেন: খুব ভালো বলেছেন। শহীদ পরিবারের জন্য যেহেতু কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে, তাই মুক্তিযুদ্ধে নিহতদের একটা তালিকা করা গেলে মনে হয় ভালোই হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এদিকে নজর দিলে মনে হয় অনাকাঙ্ক্ষিত অনেক বিতর্ক থেকে জাতি রক্ষা পাবে।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের তালিকা করতে ২ দিন দরকার হবে।