![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
আপনি তো এডিট করেই লিখাটি প্রথম পাতায় দিয়েছেন । পাঠকরা পড়ছিল বেশ ! কেউ ভীনন মত পোষন করেনি ! তাহলে সরালেন আপনার ইচছায় না - " কার " ইচছায় ?
কেউ যদি মনে করে আমার তথ্যটি ভুল । ভুল টা ধরায় দেন পাঠকের সামনে !
তা না করে সরায় ফেললেন ।
" মত প্রকাশের স্বাধীনতা " ? ? ?
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
কলাবাগান১ বলেছেন: যদি ১৯৭১ এ বলা হত তিন লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি........এটা নিয়ে রাজাকারের দল ও খালেদা এখনও প্রশ্ন তুলত.... বলত আরো কম। আসলে সংখ্যা কোন ইস্যু না..... ইস্যু হল কিভাবে স্বাধীনতার বিপক্ষ শক্তির দোষ কমানো
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
লালূ বলেছেন: আমার লিখা কেউ কপি করে অন্য পএিকায় পোষট করলে সেটা আমার দোষ নয় ! লজিক হারিয়ে আমরা জোর করে সব কিছু নেগেট করতে চাই !লজিকের উপর সভ্যতা দাড়ায় ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
এম হেলাল আহমদ বলেছেন: বাংলাদেশের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি , হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ , আর সেই যুদ্ধের ফলে নতুন একটি দেশের অভ্যুদয় হয় যার নাম বাংলাদেশ। আমি বলি নাই কুত্তা লীগের বন্ধু ভারত বলছে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
কবি এবং হিমু বলেছেন: লেখা সরিয়ে ফেলাটা কষ্টের।আর মুক্তিযুদ্ধে আমাদের লাখো শহীদ হয়েছে তাতে কোন সন্দেহ নাই।আমরা জানি ৩০ লক্ষ।যদি ও জানি একজন একজন করে নিশ্চয় গননা করা হয়নি।যতজনই হোক না কেন তাদের নিয়ে সমালোচনা না করে সম্মান দেখানো উচিত।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
নীল জানালা বলেছেন: জনাব লালু, প্রথমতঃ এইখানে কোন এডিটার নাই। দ্বিতীয়তঃ আমি আপনার পোস্ট্ টা মিস করসি। আমারো খুব জানার আগ্রহ তিরিশ লাখ সংখ্যাটা আইলো ক্যামনে। আপনে এক্কাম করেন। ফেসবুকে পোস্ট করেন আর এইখানে লিংকটা দেন। তবে, ফেসবুকে একটা ফেক আইডি বানায়া নিয়েন। দেশে খুব গনতন্ত্র চলতাসে কিনা!
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯
লালূ বলেছেন: আমি আমার পোষটে আমার কোন মনতব্য করি নাই ! দুটো ঐতিহাসীক রিফারেনস তুলে ধরেছি মাএ ! আমার নিজস্ব অভিমতে একটি শবদও লিখে নাই
আমি নিজেই মনে করি মৃত্যু সংখা দিয়ে স্বাধীনতার মহাও্ব নিরুপিত হয় না। আমার ব্লগে আমার লিখা " মুক্তি যুদধে শহীদের প্রকৃত সংখা বিতর্ক " লিখাটি পড়লেই আমার দৃষটি ভংগি বুঝতে পারবেন !
নীল জানলার অনুরোধে আমার সরান পোসটটি আবার পোষট করলাম জানি না কত সময়ের জন্যে -
মূল পোষট টি যা ছিল
শিরোনাম :
তিরিশ লাখ শদটি কি ভাবে এল
- - - - - - - - - - - - - - - - - - - -- - -
O n - F e b r u a r y - 22, 1971- I n - t h e - M i l l i t a r y - g e n e r a l s - M e e t i n g - i n - W e s t -P a k i s t a n - P r e s i d e n t - Y a h y a- K h a n- s a i d “K i l l - t h r e e - m i l l i o n - o f - t h e m, -a n d- t h e - r e s t- w i l l - e a t - o u t- o f - o u r - h a n d s.”
( Robert Payne, Massacre [1972], p. 50.)
শেখ মুজিব পাকিসতান থেকে মুকতি পেয়ে ১০ই জুন বাংলাদেশে পা রেখে তৎকালীন রেস কোর্স ময়দ;ানে বকতৃতায় ইয়াহীয়া খানের কথার সাথে মিলিয়ে বলেন " তিন মিলিয়ন মানুষ ওরা আমাদের হত্যা করেছে " !
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১
নীল জানালা বলেছেন: ধন্যবাদ। একটা অজানা জিনিষ জানলাম। তবে ভয়াবহ বিষয়। ইয়াহিয়াতো দেখি দুনিয়ার হারামি ছিল!
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৮
ভ্রান্ত বিলাস বলেছেন: আইছে তো তোমার এত জ্বলে কেন ছাগু। ঠিক কত হইলে জ্বলবে না বইলে দাওতো। শুইনে বুঝি ছাগুরা স্বাধীনতা বলতে ঠিক কি বুঝে।
আর এম হেলাল আহমেদ ছাগা: তুমারে বলি শুন। যার নয়ে হয় না তার নব্বই্য়েও হইনা। ৪৪ বছরেও বুঝলিনা বাংলাদেশ আর জন্ম ইতিহাস।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১১
চাঁদগাজী বলেছেন:
"O n - F e b r u a r y - 22, 1971- I n - t h e - M i l l i t a r y - g e n e r a l s - M e e t i n g - i n - W e s t -P a k i s t a n - P r e s i d e n t - Y a h y a- K h a n- s a i d “K i l l - t h r e e - m i l l i o n - o f - t h e m, -a n d- t h e - r e s t- w i l l - e a t - o u t- o f - o u r - h a n d s.”
( Robert Payne, Massacre [1972], p. 50.)
শেখ মুজিব পাকিসতান থেকে মুকতি পেয়ে ১০ই জুন বাংলাদেশে পা রেখে তৎকালীন রেস কোর্স ময়দ;ানে বকতৃতায় ইয়াহীয়া খানের কথার সাথে মিলিয়ে বলেন " তিন মিলিয়ন মানুষ ওরা আমাদের হত্যা করেছে " ! "
-শেখ সাহেব ১০ই জনু বাংলাদেশে পা রাখেনি, বানর! উনি পা রেখেছিলেন ১০ই জানুয়ারী, ওকে!
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
লালূ বলেছেন: ভুল স্বীকার :
: ১০ই জুন ভুল ! হবে ১০ ই জানুয়ারী ! তবে মডারেটর কর্তৃক আমার মুছে ফেলা পোষটিতে ১০ই জানুয়ারি ছিল ! পাঠকের মনতব্যে অসাবধানতাবশত: ১০ জুন হয়ে গেছে এ জন্যে ক্ষমাপ্রার্থী ! আশা করি মানুষের ক্ষমা -চক্ষু বানরের চেয়ে অনেক বড় হবে
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৮
লালূ বলেছেন: এটি সত্যিই আশচর্যের বিষয় ৩০ লাখ নীহতের সংখ্যা নিয়ে প্রতিবাদ করেন এমনকি আবদুল গফফারর চৌধুরীর মত লোক
In May 1973, Abdul Gaffar Choudhury, a well known newspaper columnist and close associate of Sheikh Mujibur Rahman, said: ‘." Without any survey we are telling three million Bengali’s have died.’ "[1] After openly raising doubts about the alleged figure,
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
যোগী বলেছেন: তুই হইলি রাজাকারের নিবেদিত আত্মস্বকৃত গেলমান। তার প্রমান view this link
তোর জন্য একটাই শুধু কথা -
নো মার্সি নো টক,
কিল দা রাজাকার অন দা স্পট।
পাকিস্থান গিয়া মর। এই বাংলা তোর কোন মত প্রকাশের যায়গা না।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
কলাবাগান১ বলেছেন: এই সেই লালু/হেলাল আহমেদ???? সারা দিন রাত আমাদের সময় পাঠকের পাতায় রাজাকারদের জন্য কান্নাকাটি করে
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
কলাবাগান১ বলেছেন: এই সেই লালু/হেলাল আহমেদ/কারাবন্দি???? সারা দিন রাত আমাদের সময় পত্রিকার পাঠকের পাতায় রাজাকারদের জন্য কান্নাকাটি করে
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
লালূ বলেছেন: গালি দিয়ে অনেক কিছু বলা যায় ! কিনতু গালি দিয়ে কোন কিছু এষটাবলিশ করা যায় না !
কেউ মিথ্যা কথা বললে তাকে সত্য বলে তার মিথ্যা ধারনা দূর কতে হয় গালি দিয়ে নয় !
W e - m a k e - a - p e r s o n a l - a t t a c k - w h e n- t h e r e - i s - n o - a r g u m e n t a t i v e -b a s i s - f o r - o u r- s p e e c h”.
গনতানএীক সমাজ হল I t -i s - a - c o n t i n u o u s - a d j u s t m e n t - o f - a l l - g r o u p- o f - p er s o n s - a s s o c i a t e d - t o g e t h e r - f o r - r e l i g i o u s - b e n e v o l e n t - c u l t u r a l, - p o l i t i c a l - b e l i e f s - বহুধাবিভকত বিশ্বাস অবিশ্বাসের সমন্বয়ের আকাংখাটিই হল গনতানএীক সমাজ “
" W h e r e - t h e r e - i s - l i t t l e - o r - n o - t o l e r a n c e - o f - o p p o s i t i o n a l - o p i n i o n,t h e r e - i s - l i k e l y - t o - b e -b a d - g o v e r n m e n t, w h i c h - s o o n e r - o r - l a t e r - b e c o m e s - a u t o c r a t i c - g o v e r n m e n t "
- William Lyon Mackenzie King
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
Tarek mostofaা বলেছেন: গুডজব চালিয়ে যান!আমরা তরুণেরাও বুড়াদেরমত বিভক্তির লাল রংমেখে পৃথিবিকে জানান দেই-আমাদের বুড়ারা রাজনৈতিক হিংস্বার কারণে ৪৪ বছরে যা পারেনি আম্রাও আগামি ৮৮বছর এমনই থাকবো ভবিষ্যৎ প্রজন্মকে ভালভাবে বেচে থাকা একটি বাংলাদেশ দেয়া সম্ভব না,বেস তাইলেই লেটা চুকে যাবে,এত গালাগালি আর যুক্তি দেয়ার কি!
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
রাফা বলেছেন:
এই যে ৩০ লাখ শব্দটি কিভাবে এসেছে।তজবি নিয়ে খালেদা জিয়ার মত জপতে থাকো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন নাই।বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছিলো।মুক্তিযুদ্ধ হইছে জিয়ার ডাকে।৩রা জানুয়ারির ভাষণ মিথ্যা ।৭ই মার্চের ভাষনে পাকিস্তান জিন্দাবাদ।লন্ডনের ওহি অনবরত জপতে থাকো দেখো কিছু হয় নাকি।
ছাগল বঙ্গবন্ধু শব্দের প্রতিশব্দ হোচ্ছে বাংলাদেশ।শেখ হাসিনা,জয়,রেহানা বা টিউলিপ সিদ্দিকাদের প্রয়োজন নেই বাংলার সাধারণ মানুষ শেখ মুজিবরের নাম অক্ষয় করে রাখবে বাংলার মাটিতে।
সময় থাকতে নিজেদের দেশ অপ-পাকিস্তানে গিয়ে এইসব প্রোপাগান্ডা চালা ।সেখানে আর কিছু না হোলেও কাঠাল পাতার সাপ্লাই অব্যাহত থাকবে।
১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
পথিকের পাঁচালী বলেছেন: ভ্রাত অপেক্ষা করুন। এই সমস্ত লালু ফালুদের জন্যই হয়ত খালেদা জিয়া তার পরবর্তী কোন এক বক্তৃতায় বলবেন ৭১ এ দুষ্কৃতিকারীদের দ্বারা পাক ওয়াতান পাকিস্তানের দেশ প্রেমিক ৩০ লক্ষ শহিদ হয়েছে
এ আর বিচিত্র কি ! পাক জাঞ্জুয়ার জন্য তার দরদ তো সর্বজন বিদিত ।
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
লালূ বলেছেন: আমি এখানে দুটো তথ্য দিয়েছে যেটা আমার তৈরি বা আমার মন গড়া নয় ।
তাই৭১ দুষ্কৃতিকারী পাক ওয়াতান জাঞ্জুয়া শদ গুলো এখানে ইররিলিভেনট নয় কি ?
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
কলাবাগান১ বলেছেন: মডু এডিট করে প্রথম পাতায় দিয়েছেন!!! হাসালেন। সেইম পোস্ট বাংলাদেশের অনেক পত্রিকার পাঠকের মন্তব্যের পাতায় দেখা যাচ্ছে