নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদধ : জাতির পিতা : আইনি প্রটেকশন

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

আল্লাহ মানুষ সৃষটি করেছেন ! নীজের নিষপাপ শিশু সনতানটি মারা গেলে মানুষ আল্লাহকেও গালি দেয় !
৭১ মুকতিযুদধ আমাদের এ সমাজ সৃষটি করেছে ! এ সমাজের মানুষ অসদাচারিত হলে মুকতিযুদধকেও গালি দিবে !

গানধী ও জার্মান বংশদভুত হেরম্যান কলেনব্যাচের সমপর্ককে সমকামী বলা হচছে ভারতের কিছু পএ পএিকায় ! সেখানে কেউ তুলকালাম করছে না ! পএিকা নিষিদধ হচছে না । কারন গনতানিক সমাজে শেষ বিচারে মানুষ ! রাজনীতির তর্ক বিতর্ক ইস্যু গুলো বিচার হয় মানুষের আদলাতে দেওয়ানি ফৌজদারি আদালতে নয় !

গানধীর হত্যাকারীকে মোদির দলের লোকেরা দেশপ্রেমিক আখ্যা দিয়েছে এ নিয়ে ভারতে তুল কালাম হচছে না !

আমার দেশে " বংগবনধু আর হাসীনাকে আইন দিয়ে প্রটেকশন দিতে হয় ! কি অদভুত বালখিল্য রাজনীতির তাড়না !

গানধী ভারতের জাতীর পিতা ভারতের শাসনতনএেও নাই আইনেও নাই । আছে জনগন মনে !

পরিশেষে : একটি ভাবনা আমাকে ভয়ংকর পীড়া দেয় : আমাদের জাতির পিতা আর মুকতিযুদধ কি এতটাই দৈণ যে আইন দিয়ে প্রটেকশন দিতে হবে ? ?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:

আপনি তো নিশ্চয় জার্মান বা ভারতীয়দের মত উন্নত নন! কাপড় অনুসারে শার্ট বানাতে হয়।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

লালূ বলেছেন: রাজনীতির তর্ক বিতর্ক ইস্যু গুলো বিচার হয় মানুষে আদলাতে দেওয়ানি ফৌজদারি আদালতে নয় !

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

লালূ বলেছেন: অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি । ইলেকশন , রাজনীতি আর মন মানসিকতায় আমরা ভারতকে ছাড়িয়ে যেতে কি পারি না ?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে রাজনীতির নামে ষড়যন্ত্র, হত্যা সবই হয়; ফলে, আইনও এখানে ভিন্নতা ধারণ করেছে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

লালূ বলেছেন: মানুষ যাকে বা যে জিনিস উচিয়ে ধরে কোন ষড়যনএই সেখানে সফল হতে পারে না ! গনতানএীক দুনিয়ায় সরকার আনপপুলার হলে ইলেকশন দিয়ে ক্ষমতা থেকে চলে গিয়ে আশ্রয় নেয় জনগনের মাঝে । সেখান থেকেই শক্তি নিয়ে আবার ক্ষমতায় আসে ! আমাদের দেশে আনপপুলার হলে আশ্রয় নেয়া হয় রাষট্রযনএে ষড়যনএ শুরু হয় তখনই ! এ দেশে সব ষড়যনএই হয়েছে মানুষকে সমপৃকত করে শকতিশালী না হয়ে অন্য ভাবে রাজনীতি করা চিনতার প্রেক্ষাপট থেকে

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

তানভীর রাব্বি বলেছেন: জোর বা বল প্রয়োগে কোন সমাধান নাই এতে আরো ঘৃণা বাড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.