![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
প্রথম পাতায় কলাবাগান ১ লিখেছেন
লালু ব্লকড :
কলাবাগান ১
২৭ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন লালুকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি আমাদের সময়ের পত্রিকার পাঠকের পাতার লালু কিনা? উনি স্রেফ অস্বীকার করেছিলেন..... বলেছিলেন উনার কোন ভক্ত হয়ত কাট এন্ড পেস্ট করে মন্তব্য করেছে।
এখন দেখি আমাদের সময়তে কান্নাকাটি করছে যে সামু তাকে বিনা অপরাধে ব্লক করেছে
জামাতি রা ইসলামের কথা বলে আবার মিথ্যা ও বলে????
আমার বকতব্য
---------------------
যেহেতু যে কোন পোষটের মনতব্যে আমার কমেনট নিষিদধ করা হয়েছে তাই আমার ব্লগই আমার বকতব্য পেশ কেছি । কোন সুহৃদ কলাবাগানের দৃষটি আকর্ষন করলে বাধিত হব !
এ ব্লগে আমি লিখি মাএ ১৪ দিন । এই ১৪ দিনে আমার উদদ্যেশ্য করে কলাবাগানের সব কথাই তুলে ধরলাম
১)
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
০
কলাবাগান১ বলেছেন: মডু এডিট করে প্রথম পাতায় দিয়েছেন!!! হাসালেন। সেইম পোস্ট বাংলাদেশের অনেক পত্রিকার পাঠকের মন্তব্যের পাতায় দেখা যাচ্ছে
২).
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
০
কলাবাগান১ বলেছেন: যদি ১৯৭১ এ বলা হত তিন লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি........এটা নিয়ে রাজাকারের দল ও খালেদা এখনও প্রশ্ন তুলত.... বলত আরো কম। আসলে সংখ্যা কোন ইস্যু না..... ইস্যু হল কিভাবে স্বাধীনতার বিপক্ষ শক্তির দোষ কমানো
৩.)
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
০
লালূ বলেছেন: আমার লিখা কেউ কপি করে অন্য পএিকায় পোষট করলে সেটা আমার দোষ নয় ! লজিক হারিয়ে আমরা জোর করে সব কিছু নেগেট করতে চাই !লজিকের উপর সভ্যতা দাড়ায়
৪)
১৪. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
০
কলাবাগান১ বলেছেন: এই সেই লালু/হেলাল আহমেদ???? সারা দিন রাত আমাদের সময় পাঠকের পাতায় রাজাকারদের জন্য কান্নাকাটি করে !
--------
এই ছিল কলাবাগানের সাথে আমার সকল বকতব্য আর পালটা বকতব্যে ! এর বাইরে কলাবাগান আর কোন কথপোথন দেখাতে পারবে না ! চ্যালেনজ দিলাম !
এখন আসুন : " সেইম পোস্ট বাংলাদেশের অনেক পত্রিকার পাঠকের মন্তব্যের পাতায় দেখা যাচ্ছে"! এটা ছিল কলাবাগানের বকতব্য -
" অনেক পএিকা " বলতে একের অধিক পএিকা ! " অনেক পএিকা " মানে নিশচয়ই "আমাদের সময়" নয় ! কলাবাগানের পোষটে যখন দেখলাম আমার বকতব্য কলাবাগানের কথায় " অনেক পএিকায় " ছাপা হচছে তখন নিশচয়ই ধারনা করা স্বাভাবিক আমার লিখা কপি করে বিভীনন জনে বিভীনন পএিকায় ছাপাচছে ! আর সে কারনে আমার উওরটিই হয়েছে সে রকম যেহেতু আমি আমাদের সময় ছাড়া আর কোন পএিকায় বকতব্য ছাপাই নি ! কলাবাগান যদি অনেক পএিকা উললেখ না করে শুধু আমাদের সময় পএিকা উললেখ করত আমার উওরও হত সেভাবে !
বলুন আমি কি মিথ্যা বলেছি !
দেখুন আমি আমার আইডেনটি এখানে কিংবা আমাদের সময়ে কোথাও লুকাইনি ! আমি জানি অনেকে আইডেনটিটি লুকায় মনতব্য করে কিনতু আমি আইডেনটিটি লুকানো টা নিজের সাথে প্রতারনা বলেই মনে করি ! কলাবাগান অনেক পএিকা বলাতেই সমস্যাটি সৃষটি হয়েছে ! শুধু মাএ আমাদের সময় পএিকার বললে অবশ্যই আমি স্বীকার করে নিতাম ! কেন স্বীকার করব না ! )
আর একটি বিষয় জানাতে চাই আমি নিজে জামাতে ইসলাম করিনা ! আমি শুদধ গনতানএীক সমাজে বিশ্বাসী ! আমি মনে করি জামা তকে ব্যানড করে ফাসী দিয়ে সমাজ অসথীর করে নিরীহ মানুষের প্রানহানী আর দেশের সমপদ ধ্বংসের প্রেক্ষাপট তৈরি না করেও জামাত দমন সমপুর্ন শানতিপূর্ন ভাবে সমভব ! কিভাবে সেটা সমভব ? কোন এক সময় আলোচনার করাল করলাম !
আমি সব সময় বিশলেষন করার চেষটা করি লজিকের উপর আর সে বিশেলেষন আওয়ামি লীগের বিপ ক্ষে গেলেই রাজাকার এটা এক ধরনের প্যরানয়েড বিলিফ ( paranoid belief ) মনসতাও্বিক ব্যারাম !
কলাবাগানের শেষ মনতব্য আমার উদদ্যেশ্যে : " এই সেই লালু/হেলাল আহমেদ???? সারা দিন রাত আমাদের সময় পাঠকের পাতায় রাজাকারদের জন্য কান্নাকাটি করে !"
!আমি এর কোন উওর দেয় নি । কারন হেলাল আহমেদকে আমি চিনি না !
আপনারই বলুন আমি মিথ্যা কথা কি বলেছি !
পরিশেষে : মানুষ তখনই অসভ্য হয় যখন সে লজিক হারিয়ে ফেলে !
©somewhere in net ltd.