নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ইহুদি ৬০ লাখ বনাম বাংগালি ৩০ লাখ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

দ্বিতীয় বিশ্বযুদধে হিটলার পরাজিত হওয়ার পর ইহুদিরা ইচ্ছামত ইতিহাস বানাতে শুরু করে ! এর অংশ হিসাবে ইতিহাস বানান হল " ৬০ লাখ ইহুদি নিধন করা হয়েছে " ! এটাকে মানতে বাধ্য করার জন্যে বানান হল " হলোকাষট আইন" ! ৬০ লাখ ইহুদী নিধন শুনে ইউরোপের অনেক গোষঠি আর ব্যাকতি হলোকাষটের উপর গবেষনা শুরু করল । সবাইকে পুরান হল জেলে !

বাংলাদেশে আইন করার দাবি উঠছে -" ৩০ লাখকে মানতে আইন করতে হবে ! এর বিরুদধে কথা বললে হলোকাষটের মত এদেরকেও পুরাতে হবে জেলে !

প্রেক্ষাপট ৬০ লাখ

৬০ লাখ ইহুদি নিহতের ইতিহাস বানানোর উদদ্যেশ্য ছিল: ইহুদিদের জন্যে আলাদা একটা আবাস ভুমির প্রয়োজনীয়তা ও ন্যায্যতা এষটাবলিশ করা !
বৃটিশ উপনিবেশ শাসনের অধীনে তখন ফিলিসতিন ! বৃটেন দ্বীতিয় বিশ্বযুদধে বিজয়ি ও ইহুদি শক্তির পার্টনার ! বৃটেন সহ বিজয়ী দেশ মনে করল নির্যাতিত ইহুদিদের আত্নরক্ষার জন্যে একটা আলাদা আবাস ভুমি দরকার ! এ থেকেই প্যালেষটাইন থেকে প্যালেইষটানীদের বিতাড়িত করে বানান হল ইহুদি রাষট্র !
ইরানের প্রাক্তন রাষট্রপতি আহমেদি নাজাত বললেন : " ইহুদি মেরেছে জার্মানী ! ! ইহুদি মারার খেসারত তো জার্মানিকেই দিতে দিবে প্যালেষটাইনিরা কেনদিবে ? জার্মানকেই তার ভুখনড ছেড়ে দিয়ে ইহুদিদের জন্যে আবাস ভুমি সৃষটিতে সাহা্য্য করতে হবে ! ফিলিসতিনিরা কেন ইহুদিদের উপর নির্যাতনের খেসারত দিবে "? তারা তো ইহুদি মারে নাই !

প্রেক্ষাপট ৩০ লাখ :

শেখ মুজিবুর রহমান কর্তৃক উচচারিত ৩০ লাখ সংখ্যাকে আইন করে এষটাবলিশ করার দাবি উঠেছে বাংলাদেশে ! যারা মানবে না তাদের হলোকাষট বিরোধির মত শাসতি পেতে হবে !

উপসংহার :
প্রশন : শেখ মুজিবুর রহমান কর্তৃক উচচারিত ৩০ লাখ সংখ্যাকে আইন করে মানতে বাধ্য করার চেষটায় কাকে বেশী জাষটিফাই করা হবে - মুকতিযুদধকে না শেখ মুজিবুর রহমানকে ? ?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

বিল্রাল বলেছেন: শেখ মুজিবুর রহমানকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.