নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

সংলাপ কেন হবে না

১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

সন্তানদের নিজেদের মধ্যে নানান ইস্যুতে বিরোধ থাকতেই পারে । পিতা মাতার ইস্যুতে তারা তো এক হয়ে বাবা মার পাশে দাড়ায় । জনগন হচছে রাজনীতিবিদদের পিতা মাতা
ব্যাক্তিগত আর দলের ইস্যু গুলো দূরে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা তথা মানুষের জন্যে ন্যায় ভিওিক, সাম্যের আর মানবিক মর্যাদ:ার সমাজ কায়েমে সুনির্দিষট রাষট্রিয় কাঠামো দাড় করাতে কেন এ রা সংলপে বসতে পারবে না ?
পিতামাতার জন্যে সন্তান রাজনীতিবিদরা কেন এক হতে পারবে না ? এ কোন কুলাংগার সন্তানে জনম দিল বাংলাদেশের জনগন !

একটি মাএ ইস্যু সব বিভক্তিকে দূর করে এবং সব বিশ্বাসীদের এক মোহনায় নিয়ে আসে সেটি হল জ নগনের ইস্যু । সব বিশ্বাস অবিশ্বাস মানুষের মোহনায় এসে এক হয়ে য়ায় !
মুক্তিযুদ্ধ মানুষের জন্যেই হয়েছে ! শেখ মুজিব আর জিয়া মানুষের জন্যেই যুদ্ধে অবদান রেখেছেন । নিজের জন্যে নিশচয়ই নয় ! সেই মানুষকে সবার উপরে আনতে হবে ! মানুষকে আপনি সব কিছুর উপরে নিয়ে আসেন দেখবেন আপনার সামনে দুটো গোষঠি দ:াড়িয়ে যাবে- এক) যারা মানুষের জন্যে কাজ করছে দুই) মানুষের ইস্যু বাদ দিয়ে ব্যাক্তি স্বার্থ আর কোটারি স্বার্থের ইস্যু সামনে নিয়ে আসছে ! শেষক্তরা হল প্রতারক স্বার্থপরায়ন ! আমাদের মুল ধারার দুটো দল এরই উৎকৃষট উদাহারন


প্রতারক স্বার্থপরায়ন রাজনীতিবিদরা নিজ স্বার্থে রাজনীতিতে ইস্যু তৈরি করে । মরে সাধারন মানুষ। সমষটিগত মানুষ একক মানুষ ও একক দলের অনেক উপরে । সেই সমষটিগত মানুষের জন্যে চেষটাই হল রাজনীতির প্রচেষটা । আওয়ামি লীগ বিএনপি জন গনকে বাধ্য করে তাদের উপর ইমপোজ হতে । নিজেরা বাধ্য হয় না জনগনের উপর ইমপোজ হতে ! জন গ নকে মরতে বাধ্য করে রাজনীতিবিদের জন্যে । নিজেরা বাধ্য হয় না জনগনের জন্যে মরতে !এ এক অদভুত রাজনীতি । রাজনীতিবিদের জন্যে মানুষ ! মানুষের জন্যে রাজনীতিবিদ নয় । মানুষের নাম করে রাজনীতিবিদের ভাগ্য গড়ার ব্যবসা ! মনে রাখতে হবে আমাদের রাজনীতিবিদরা জন গনের কেয়ার টেকার । রাজনীতিবিদের কেয়ারটেকার জ ন গন নয় ! জ ন গন রাজনীতিবিদ দের মালিক সেই মালিকের দায়িও্ব পালনে কোন ভৃত্য কোন ভৃত্যের টাকা চুরি করেছে কোন ভৃত্য কোন ভৃত্যের গায়ে হাত দিয়েছে সেটা ইস্যু নয় । ইস্যু হল ভৃত্যদের পারষপারিক ইস্যু বাদ দিয়ে মালিকের দা্যিও্ব পালনে সব ভৃত্যকে এক হতে হবে !

এ দেশটা স্বাধীন হয়েছে মানুষের জন্যে ! দেশের মানুষ জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানেরও উপরে ! জাতির পিতা বংগবনধু স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এ গুলো মানুষের ইস্যু নয় । মানুষের ইস্যু হল সুশাসন, সুরাজনীতি, দূর্নীতিমুক্ত সমাজ , অর্থনৈতিক বৈষম্যহীনতা আর তাদের পছনদের একজন জন প্রতিনিধি যার মাধ্যমে সরকারের্ সাথে নিজেদের সমপৃক্ত করা ! ! আর এ গুলো কায়েমে রাজাকার মুক্তিযোদ্ধা , জাতির পিতা বংগবনধু কোন বাধা নয় । কে কাকে মেরে ফেলতে চেয়েছে কে কার জনম দিনে কেক কাটে এ গুলো ব্যক্তিগত আর দলীয় ইস্যু । মানুষের ইস্যু নয় ! মানুষের ইস্যুতে এক হতেই হবে ! সব কিছুর উপরে মানুষ ! !মানুষের মানবিক অধিকার গুলো প্রতিষঠাই হচছে স্বাধীনতার লক্ষ্য পুরন ! আর সে লক্ষ্যে এদের সংলাপে বসতে হবে ! সংলাপ শুধু ইলেকশনের জন্যে নয় সংলাপ শুধু বিএনপির সংগে নয় !

সংলাপ বিএনপির সাথে কেন শুধু হবে ? সংলাপ হতে হবে সব দল সুশীল সমাজসমাজ সেবী সাংবাদিক শিক্ষক আইনজীবি সবার সাথে ! সবাই দেশের জন্যে চীন্তা করে শুধু আওয়ামি লীগ বিএনপি করে না ! সাবার সাথে সংলাপ করে দেশের সুশাসন আর সুরাজনীতির জন্যে শক্তি শালি কাঠামো তৈরী করতে হবে যাতে াগামীতে রাজনীতির অনর্থক ইস্যু নিয়ে সাধারন মানুষকে আর মরতে না হয় !
আওয়ামি লীগ বিএনপির মধ্যে সংলাপ মানে ভাগাভাগি করে দেশ লুটালুটি করা ! সীষটেম বদলের জন্যে সংলাপ চাই !যে সিষটেমের মাধ্যমে সত্যিকার গণতন্ত্র প্রতিষঠা হবে !বিদ্যমান ব্যবস্থায় যে সরকারই খমতায় যাবে সেই সরকারই জনগনের মাথায় কাঠাল ভেংগে খাবে ! নির্দলীয় ব্যবসথায় ইলেকশনের ব্যবসথা সুশাসন সুরাজনীতি নিশচিত করতে পারে না !
ব্যাক্তি বা দলের লাভের জন্যে নয় দেশ জনগনের লাভের জন্যে শাসন আর রাজনীতির আমুল সংষকারে সবার মিলিত সংলাপ চাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.