![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
উন্নয়ন মানবিক সমাজ গড়ে তুলে না।
টাকা পয়সা অসভ্যের করায়ও্বে এলে বিপওি ভয়ংকর ! অসভ্যের হাতে ক্ষমতা এলেও বিপওি ঘটে সমাজে ভয়ংকর ! সেই ভয়ংকর বিপওির দিকেই ধাবিত হচছে ৩০ লাখ শহীদের বিনিময়ে পাওয়া এ সমাজটি !
যে সমাজের গোড়াতেই অসৎ ভাবে ক্ষমতায় থাকার দৃষটান্ত মানুষ সৎ হয়ে থাকার প্রেরনা পাবে কোথা থেকে ? যে দেশের প্রধান মন্ত্রী প্যরোলে থেকে জাতিকে চালানোর শপথ নেন
যে দেশের অভিবাবক ব্যাক্তিটি বিদেশের মাটিতে গিয়ে মিথ্যা ত থ্য দিয়ে তারই দেশের একমাত্র নোবেল বিজয়ীর বিরুদধে কূৎসা রটাতে পারে সে দেশের মানুষ অনৈতিক হতে বাধ্য !( লন্ডনে বিবিসিকে দেয়া ইনটার ভিউএ হাসীনা বলেন " ড: ই উনুসের গ্রামীন ব্যাংক ৪০ % সূদ নেয় " অথচ বাংলাদেশের সরকারের বেধে দেয়া ক্ষুদ্র ঋণের সূদের সর্বোচ্চ সিলিং ২৭ % আর গ্রামীন ব্যাংকের সর্বোচ্চ সূদের হার ২০ % )
যে জাতির নেতা ক্ষমতায় এসেই রাষট্রীয় ঘোষনা দিয়ে নিজের নামের সাথে স্বামীর নাম কেটে দিয়ে জাতীর নারি কুলকে স্বামী বিদ্বেষী হতে উদাহারন সৃষটি করেন তার জাতিও অনৈতিক হতে বাধ্য !
যে দেশের " পবিত্র " সংসদে দাড়িয়ে এক পবিত্র (? ) সাংসদ শেখ সেলীম দেশের সর্বজন শ্রদধেয় শিক্ষক অধ্যাপক আবদুললাহ আবু সাঈদকে অপবিত্র বানানোর বানোয়াট মিথ্যাচার করে জোর গলায় আর এর প্রতিবাদ তার নেত্রী বা তার দলের সাংসদরা করেন না সে দেশের সমাজের অপবিত্রতা ঠেকান একেবারেই অসমভব !
যে দেশের প্রধান বিচারপতি দলীয় সরকারের এজেনডা বাসতবায়নে " গনপ্রজাতনত্রী " শবদের সাথে " তও্বাবধায়ক " সাংঘর্ষিক বলে সেটি বাতিল করে দেন আবার গনভোট বাতিলের ব্যাখ্যায় তিনি কিছু বলেন না !
যে দেশের প্রধান বিচারপতি অবসরে যাওয়ার আগে তার দেয়া রায় " দুই টার্ম তও্বাবধায়ক সরকার থাকতে পারে " কিনতু অবসরে গিয়ে পুর্নাংগ রায় লিখার সময় তার শপথ কালিন দু টার্ম তও্বাবধায়ক রায় পালটিয়ে রাজনৈতিক দলের এজেনডা বাসতবায়নে অনৈতিকতার দৃষটানত সৃষটি করেন এমন অনৈতিক বিচারপতির দেশের মানুষও অনৈতিক হবে অনৈতিকতার স্বাভাবিক সুত্রেই !
পুলিশি বর্বরতা !!!!!! সেটা তো অনৈতিক রাজনীতির অনৈতিক শাসনের স্বাভাবিক গতিধারা ! উপরে অনৈতিকতা শক্ত আসন গেড়ে বসলে এর প্রভাব সমাজেও অপরিসীম !
আদর্শবিহীন নীরক্ষরের - জ্ঞানবিহীন ক্ষমতার প্রলোভনে এ সমাজ ধাবিত হচছে অসততার দিকে প্রচনড গতিতে !
অসভ্য শাসকের অসভ্য শাসনে অসততার প্রতিযোগিতা চলছে শাসন ক্ষমতায় অসততার প্রতিযোগিতা চলছে সামাজিক ক্ষমতায় !
রাষ্ট্র অনাচার থেকে ব্যক্তি অনাচার প্রলোভিত হয় !! পুকুরের কোথাও তরংগ সৃষটি হলে সেটা ছাড়িয়ে পড়ে পুকুরের্ সবখানে !
মুর্খ বুঝে শুধুই অর্থ বৈভব ! পারিবারিক মুল্যবোধ তার কাছে অজানা ! আদর্শহীন মূর্খের শাসনও তেমনি বুঝে শুধু উননয়ন ! মানবিক মর্যাদা তার কাছে দুর্বোধ্য ! এমনি এক দুর্বোধ্য শাসনে আমরা ১৬ কোটি মানুষ !!
©somewhere in net ltd.