নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, Lee Kuan Yew কে একটাও বাণিজ্যিক ব্যাংক ও মেডিকেল কলেজ এর লাইসেন্স দিতে হয় নাই সিঙ্গাপুর এর আইন শৃঙ্খলা বাহিনীকে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

ইচছা ছিল মোস্তফা কামাল পলাশের এ নিবনধে ( Click This Link ) মনতব্য করার ! কোন পোষটেই আমি কমেনট করতে পারব না এমন নিষেধাজ্ঞা আমার উপর আরোপ করেছেন সামু মডারেটর !
তাই আমার পাতায় মনতব্য করে মনের আবেগটা প্রশমিত করছি

"
" স্বাধীনতা যুদধে শহীদরা জীবন দিয়েছে মানুষের জন্যে -মুজিব জিয়া আওয়ামি লীগ বিএনপির জন্যে নহে ।"

শহীদের সংখ্যায় শহীদের অপমান হয়না যদের জন্যে শহীদরা জীবন দিয়েছে সেই মানুষ অপমানিত হলে শহীদরা সবচেয়ে বেশী অপমানিত হয়
আমেরিকাইংল্যনডের সাথে যুদধ করেই স্বাধীন হয়েছে সে যুদধে অনেক আমেরিকান মারা গেছে ।আমেরিকার রাজনীতিবিদদের মুখে শুনেছেন কত আমেরিকানের মৃত্যর বিনিময়ে স্বাধীনতা পেয়েছে ! চেতনাধারীরা সথুল বিষয় নিয়ে তুলকালাম করে না তারা মুল বিষয় নিয়ে নাড়া চাড়া করে ।মূল বিষয় হল যে কারনে দেশ স্বাধীন হয়েছে সমাজের মানুষের জন্যে সে কারন গুলো নিশচিত করা ।বাংলাদেশে মানুষ এখনও একাওরের মত ধর্ষিত হচছে একাওরের মত মানুষ গুলি খেয়ে মরছে ।একাওরের মতই লাশ খালে বিলে ভেসে উঠছে !পাকিসতানীরা শিশুদের গুলি করে মেরেছে একটা উদাহারনও দিতে পারবেন না !অথচ স্বাধীন দেশে এম পি নিষপাপ শিশুকে গুলি করছে।সমাজে কালো বিড়ালের দাপট বেড়েছে চুরি চামারিতে দেশ ভরে গেছে !
ভুখন্ড , ভুখন্ডের জাতীয় - সংগীত ভুখন্ডের-মানুষকে রিপ্রেজেন্ট করে ! ভুখন্ডের পতাকাও মানুষকে রিপ্রেজেন্ট করে ।

মানুষ হত্যা করলে দেশের অবমাননা হয়না - পতাকা পুড়লে দেশের অবমাননা হয় !মানুষ হত্যা করলে দেশের মর্যাদা ক্ষুনন হয়না সোনার বাংলা গাইলে দেশের মর্যাদা উচিয়ে ধরা হয় এটা বিকৃত চিন্তা ! পতাকা পুড়ানোর চেয়ে নিরপরাধ মানুষ হত্যায় একাওরের্ চেতনা সবচেয়ে বেশী কলংকিত হয় !সত্য হল মানুষ আর মানবতা !
মানুষকে ছাপিয়ে দুনিয়াতে কোন কিছুই নয় দুনিয়া সৃষটি হয়েছে মানুষের জন্যে , ধর্ম এসেছে মানুষের জন্যে , বিজ্ঞান এসেছে মানুষের জন্যে । মতবাদ সৃষটি হয়েছে মানুষের জন্যে ! আললাহ মানুষকে ফেরেশতাদের সেজদা দিতে বলেছেন সেই মানুষই পিষট হচছে রাজনৈতিক দলের ইস্যুর পদতলে ! এ দেশে মানুষের ইস্যুর উপরে স্থান দেয়া হয়েছে জাতির পিতার ইস্যু , স্বাধীনতার ঘোষনার ইস্যু, জনমদিনে কেক কাটার ইস্যু , গেট বনধ করে ঢুকতে না দেয়ার ইস্যু ! এখানে মানুষের ইস্যুকে বাদ দিয়ে বিরোধি পক্ষকে কৌশলে হারিয়ে আমরা বিজয় কেতন উড়াই। পতাকার নীচে চলে ধর্ষন, গুম , হত্যা , যৌন সনএাস, সংখ্যা লঘুর জমি দখল , লাথি মেরে জঠরে ভ্রুণ হত্যা, প্রশন পএ ফাস - এ এক অসুস্থ সমাজ ! অসুস্থ সামজে সমৃতি সৌধে যে পতাকা উড়ে সেটি বিজয়ের পতাকা নয় । সেটি অসুস্থ পতাকা
!

পলাশের নিবনধ থেকে
১) ঢাকার বাহিরের সরকারি হসপিটাল গুলোতে গিয়া রোগীদের প্রশ্ন করেন ঘুষ না দিয়া বেড পেয়েছে কি না?

২) অবসরপ্রাপ্ত শিকক্ষ কেরামত আলীকে প্রশ্ন করেন ঘুষ না দিয়া পেনশনের টাকা পেয়েছে কি না?

৩) কৃষক গনি মিয়াকে প্রশ্ন করেন ঘুষ না দিয়া সার বা সেচের ভুর্তুকীর টাকা পেয়েছে কি না?

৪) সাহস থাকলে গ্রামে গিয়া কৃষক গনি মিয়াকে প্রশ্ন করেন সার, সেচ, বীজের খরচ বাদ দিয়ে ১ বিঘা জমিতে উৎপাদিত ধান বিক্রি করে কয় টাকা হাতে পেয়েছে?

আমার মনতব্য : চুরি চামারি ধর্ষন লুট চানদাবাজি সহ নানান বর্বর ঘটনায় দেশ ভরে গেছে সেদিকে খেয়াল নাই মুকতিযুদধের স্থুল কিছু বিষয় নিয়ে আমরা তোলপাড় করছি ! মুকতি যুদধের ইস্যু গুলো যে মোহনায় নিয়ে যায় সেই " মানুষের মোহনা"য় না গিয়ে মাঝ পথে নিজেদের মধ্যে কিলা কিলি করে মুকতিযুদধের চেতনার সৈনিক সেজেছি এমন অদভুত উৎকট রাজনীতি দুনিয়াতে একটাও পাবেন না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.