![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
সুপ্রীম কোর্টের আওয়ামি আইনজীবি এডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন : বিচারপতি শামসুদ্দিন মানিক আর প্রধান বিচারপতি এস কে সীনহার বিষর গুলো ব্যাক্তিগত ভাবেই সমাধান করা যায় । এ গুলো বাইরে এনে নিজেদের মধ্যে কাদা ছুড়া ছুড়ি ঠিক নয় ! এ তে করে আদালাতের ভাব মূর্তি ক্ষুনন হচছে !
আমার বক্তব্য :
গ্রামীন ব্যাংক ইস্যু নিয়ে ড; ইউনুসের সমস্যাটিও ব্যক্তিগত ভাবে সমাধান করা যেত ! হোসেইন মোহাম্মদ এরশাদও তখন একথাই বার বার বলেছিলেন হাসিনাকে ! তা না করে হাসিনা প্রকাশ্য জনসভায় সূদখোর বলে ইউনুসকে গালি গালাজ শুরু করলেন !
দই ভেজাল মামলা দিয়ে ইউনুসকে নিয়ে যাওয়া হল পাবনা আদালতে ! ময়মনসিংহে দেয়া হল ইউনুসের বিরুদধে আর এক মানহানী মামলা ! ড: ইউনুসকে ময়মনসিংহের আদালতে হাজির করতে বাধ্য করা হল সেই দিন যেদিন ইউরোপে এক সম্মেলনে ড : ইউনুসের যাওয়ার কথা ছিল !
হাসীনা লনডন সফরকালে বিবিসির সাথে সাক্ষাৎকারর সময় ড: ইউনুস সমপর্কে বিবিসির সাংবাদিক যখন বললেন " Whole world respect him " এর প্রত্যুওরে হাসিনা বললেন " তার ব্যাংক তো ৪০ % সূদ নেয় "! অথচ বাংলাদেশের সরকারের বেধে দেয়া ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সূদের হার ২৭ % আর গ্রামীন ব্যাংকের সর্বোচ্চ সূদের হার ২০ % !
মানিক দেশের মাটিতে দেশের মিডিয়াতে বিষাদাগার করছন সিনহার বিরুদধে আর হাসিনা ইউনুসের বিরুদধে বিষাদাগার করেছেন বিদেশের মাটিতে বিদেশের মিডিয়াতে ! !
আবদুল মতিন খসরু বলেন :
সীনহা ও মানিকের বাক বিতনডায় আদালাতের ভাব মূর্তি ক্ষুনন হচছে !
আদালতের ভাবমূর্তি বনাম দেশের ভাব মুর্তি !!!!!!!!!
Injustice anywhere is a threat to justice everywhere
- Rev Martin Luther King Jr.
আবদুল মতিন খসরু সাহেব ! কি মনে হয় - সেদিন হাসীনা শামসুদ্দিন মানিকের ভুমিকায় কি অবতীর্ন হন নি ???
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: বটে!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
মুসাফির নামা বলেছেন: বটে..